Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ৪ জুন ২০২৪

ভারতে বেসরকারি ফলাফলে এগিয়ে নরেন্দ্র মোদির বিজেপি 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ভারতে আজ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। বর্তমানে চলছে নির্বাচনের ভোটগণনার কাজ। প্রাথমিক হিসেব ও বেসরকারি ফলাফলে এখনো এগিয়ে আছে নোরেন্দ্র মোদির দল বিজেপি পার্টি। 

মঙ্গলবার (৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে বুথফেরত জরিপের আভাস সত্যি করে দিয়ে পশ্চিমবঙ্গেও এগিয়েও রয়েছে বিজেপি। আনন্দবাজার পত্রিকার লাইভ আপডেট থেকে জানা গেছে, বাংলায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। পেয়েছে ১১ আসন। আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ১০ আসন।  

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল মোট ৩৫২ আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেয়েছিল ৯১ আসন। সে তুলনায় কংগ্রেস নেতৃত্বাধীন এবার অনেক ভালো করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে যে দল বা জোট ২৭২টি আসনে জয় পাবে তারাই সংখ্যাগরিষ্ঠ বলে বিবেচিত হয়ে সরকার গঠন করবে।এ নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত হলে মোদি ইতিহাস সৃষ্টি করে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন।

১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫১-৫২ সালে দেশটিতে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তারপর থেকে এবারই সবচেয়ে বেশি সময় ধরে ভোট গ্রহণ করা হয়।

  • সূত্র: এনডিটিভি
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়