আন্তর্জাতিক ডেস্ক
ভারতে লোকসভা নির্বাচনে কে কতো আসনে এগিয়ে?
ভারতীয় রাজনীতির দুই প্রধান বিরোধী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী। ফাইল ছবি
আজ ভারতীয় লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। প্রায় মাসব্যাপী ভোটগ্রহণের পর আজ চলছে ভোটগণনা। একে একে প্রকাশ করা হচ্ছে না আসনের ফলাফল। ভোট গণনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে।
মঙ্গলবার (০৪ জুন) ভোট গণনা শুরুর পর থেকেই এগিয়ে রয়েছে জোটটি। বুথ ফেরত জরিপের পূর্বাভাস ভুল প্রমাণিত করে দুই শতাধিক আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে রয়েছে মোদির বিজেপি। তবে জোটগতভাবে সরকার গঠনে এগিয়ে রয়েছে এনডিএ।
ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, ভারতীয় সময় বেলা ৩টা ১০ মিনিট পর্যন্ত বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৪টি আসনে। বিরোধী কংগ্রেস ও তাদের জোট ‘ইন্ডিয়া’ এগিয়ে ২৩২টি আসনে। অন্য দল এগিয়ে ১৭ আসনে। ৫৪৩ আসনের মধ্যে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।
কোন রাজ্যে কোন জোট এগিয়ে-
উত্তরপ্রদেশে এনডিএ জোট ৩৪ আসন, ইন্ডিয়া জোট ৪৫, অন্যান্য পেয়েছে ১ আসন। এই রাজ্যে মোট ৮০টি আসন রয়েছে।
মহারাষ্ট্রে এনডিএ জোট ১৮ আসন, ইন্ডিয়া জোট ২৯, অন্যান্য শূন্য। এই রাজ্যে মোট আসন ৪৮টি।
পশ্চিমবঙ্গে এনডিএ জোট ১০ আসন, ইন্ডিয়া জোট ৩২, অন্যান্য ১টি। মোট আসন ৪২টি।
বিহারে এনডিএ জোট ৩১ আসন, ইন্ডিয়া জোট ৯, অন্যান্য শূন্য। এই রাজ্যে মোট আসন ৪০টি।
তামিল নাড়ুতে এনডিএ জোট ১ আসন, ইন্ডিয়া জোট ৩৭, অন্যান্য ১। এই রাজ্যে মোট আসন ৩৯টি।
মধ্যপ্রদেশে এনডিএ জোট ২৯ আসন, ইন্ডিয়া জোট শূন্য, অন্যান্য শূন্য। মোট আসন ২৯।
কর্নাটকাতে এনডিএ জোট ১৯ আসন, ইন্ডিয়া জোট ৯, অন্যান্য শূন্য। এই রাজ্যে মোট আসন ২৮টি।
গুজরাটে এনডিএ জোট ২৪ আসন, ইন্ডিয়া জোট ২, অন্যান্য শূন্য আসন। এই রাজ্যে মোট ২৬ আসন রয়েছে।
অন্ধ্র প্রদেশে এনডিএ জোট ২১ আসন, ইন্ডিয়া জোট শূন্য, অন্যান্য ৪ আসন। এই রাজ্যে মোট ২৫ আসন রয়েছে।
রাজস্থানে এনডিএ জোট ১৪ আসন, ইন্ডিয়া জোট ১০, অন্যান্য ১ আসন। এই রাজ্যে মোট ২৫ আসন রয়েছে।
ওড়িশায় এনডিএ জোট ১৯ আসন, ইন্ডিয়া জোট ১, অন্যান্য ১ আসন। এই রাজ্যে মোট ২১ আসন রয়েছে।
কেরালায় এনডিএ জোট ৮ আসন, ইন্ডিয়া জোট ৮, অন্যান্য ১ আসন। এই রাজ্যে মোট ১৭ আসন রয়েছে।
ঝাড়খণ্ড এনডিএ জোট ১০ আসন, ইন্ডিয়া জোট ৪, অন্যান্য ০ আসন। মোট আসন ১৪।
আসামে এনডিএ জোট ১০ আসন, ইন্ডিয়া জোট ৪, অন্যান্য ০ আসন। মোট আসন ১৪।
পাঞ্জাবে এনডিএ জোট ০ আসন, ইন্ডিয়া জোট ১০, অন্যান্য ৩ আসন। মোট আসন ১৩।
ছত্তিশগড়ে এনডিএ জোট ১০ আসন, ইন্ডিয়া জোট ১, অন্যান্য শূন্য। মোট আসন ১১।
হরিয়ানায় এনডিএ জোট ৪ আসন, ইন্ডিয়া জোট ৬, অন্যান্য শূন্য। মোট আসন ১০।
দিল্লিতে এনডিএ জোট ৭ আসন, ইন্ডিয়া জোট শূন্য, অন্যান্য শূন্য। মোট আসন ৭।
উত্তরাখণ্ড এনডিএ জোট ৫ আসন, ইন্ডিয়া জোট শূন্য, অন্যান্য শূন্য। মোট আসন ৫।
জম্মু-কাশ্মীরে এনডিএ জোট ২ আসন, ইন্ডিয়া জোট শূন্য, অন্যান্য ১ শূন্য। মোট আসন ৫।
হিমাচলে এনডিএ জোট ৪ আসন, ইন্ডিয়া জোট শূন্য, অন্যান্য শূন্য। মোট আসন ৪।
গোয়ায় এনডিএ জোট ১ আসন, ইন্ডিয়া জোট ১, অন্যান্য শূন্য। মোট আসন ২।
মনিপুরে এনডিএ জোট ০ আসন, ইন্ডিয়া জোট ২, অন্যান্য শূন্য। মোট আসন ২।
মেঘালয়ে এনডিএ জোট ০ আসন, ইন্ডিয়া জোট ১, অন্যান্য ১। মোট আসন ২।
ত্রিপুরায় এনডিএ জোট ২ আসন, ইন্ডিয়া জোট শূন্য, অন্যান্য শূন্য। মোট আসন ২।
দেরা এন্ড দামান- দিউ এনডিএ জোট ১ আসন, ইন্ডিয়া জোট শূন্য, অন্যান্য ১। মোট আসন ২।
সিকিমে এনডিএ জোট ১ আসন, ইন্ডিয়া জোট শূন্য, অন্যান্য শূন্য। মোট আসন ১।
আন্দামান-নিকোবারে এনডিএ জোট ১ আসন, ইন্ডিয়া জোট শূন্য, অন্যান্য শূন্য। মোট আসন ১।
চন্ডিগড় এনডিএ জোট শূন্য আসন, ইন্ডিয়া জোট ১, অন্যান্য শূন্য। মোট আসন ১।
লাদাখে এনডিএ জোট শূন্য আসন, ইন্ডিয়া জোট শূন্য, অন্যান্য ১। মোট আসন ১।
লক্ষ্মদ্বীপে এনডিএ জোট শূন্য আসন, ইন্ডিয়া জোট ১, অন্যান্য শূন্য। মোট আসন ১।
পন্ডিচেরিতে এনডিএ জোট শূন্য আসন, ইন্ডিয়া জোট ১ , অন্যান্য শূন্য। মোট আসন ১।
মিজোরাম এনডিএ জোট শূন্য আসন, ইন্ডিয়া জোট ১ , অন্যান্য ১। মোট আসন ১।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’