Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ২৪ জুন ২০২৪

রাশিয়ায় গির্জায় সন্ত্রা*সী হা*মলায় নি*হত ১৫

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানের দুটি শহরে বন্দুকধারীরা একটি সিনাগগ, একটি অর্থোডক্স গির্জা এবং পার্শ্ববর্তী একটি পুলিশ পোস্টে হা*মলা চালিয়েছে। হা*মলার এ ঘটনায় যাজক ও পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১৫ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। 

রোববার (২৩ জুন) মাখাচকালা ও ডারবেন্টে এ হা*মলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা আইন প্রয়োগকারী সংস্থাকে উদ্ধৃত করে জানিয়েছে, হা*মলাকারীদের মধ্যে মধ্য দাগেস্তানের সেরগোকালা জেলার প্রধান কর্মকর্তার দুই ছেলে ছিল। তাদের তদন্তকারীরা আটক করেছে।

দাগেস্তান অঞ্চলের গভর্নর সের্গেই মেলিকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সোমবারের ভোররাতে প্রকাশিত একটি ভিডিওতে বলেছেন, ‘এটি দাগেস্তান এবং পুরো দেশের জন্য একটি দুঃখজনক দিন।’

মেলিকভ জানিয়েছেন, ১৫ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা ‘সন্ত্রাসী হামলা’র কবলে পড়েছিলেন। তবে কতজন পুলিশ সদস্য নি*হত হয়েছেন তা তিনি জানাননি।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, কমপক্ষে ১৫ জন পুলিশ কর্মকর্তা নি*হত হয়েছেন।

তিন মাস আগে মস্কোর কাছে একটি কনসার্ট হলে স*ন্ত্রাসী হা*মলায় ১৪৫ জন নি*হত হয়েছিল। যুক্তরাষ্ট্রের দাবি, ইসলামিক স্টেট এই হা*মলা চালিয়েছে।

অস্থিতিশীল উত্তর ককেশাস অঞ্চলে হা*মলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

তবে মেলিকভ বলেছেন, ‘আমরা বুঝতে পারি স*ন্ত্রাসী হা*মলার পিছনে কারা রয়েছে এবং তারা কী লক্ষ্যে কাজ করছে।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়