Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ২ জুলাই ২০২৪

ফিলিস্তিন থেকে আবারও ইসরায়েলে রকেট হাম/লা

ইসরায়েলের সীমান্তবর্তী দফায় দফায় ওই রকেট হাম/লা চালানো হয়েছে। ছবি- সংগৃহীত

ইসরায়েলের সীমান্তবর্তী দফায় দফায় ওই রকেট হাম/লা চালানো হয়েছে। ছবি- সংগৃহীত

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ করে দেশটির বিভিন্ন প্রান্তে রকেট হা/ম/লা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। খবর রয়টার্স

সোমবার (১ জুলাই) ইসরায়েলের সীমান্তবর্তী দফায় দফায় ওই রকেট হাম/লা চালানো হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, গাজা থেকে ইসরায়েলি বিভিন্ন প্রান্তে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই রকেট হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে হামলার মাধ্যমে গোষ্ঠীটি ৯ মাস ধরে চলা যুদ্ধের পরও ইসরায়েলে হামলা চালাতে সক্ষম, সেটি ফুটে উঠেছে।

ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা সীমান্ত লাগোয়া ইসরায়েলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৮৭ হাজার ছুঁই ছুঁই।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়