আন্তর্জাতিক ডেস্ক
আসামে ভ/য়ং/ক/র বন্যায় ৩৮ জনের মৃ/ত্যু
এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বন্যার কবলে পড়লো আসাম। ছবি- Mint
ব্রহ্মপুত্রসহ আরও কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় ভারতের আসামে বন্যা পরিস্থিতি ভ/য়ং/ক/র রূপ নিয়েছে। বন্যার পানিতে এখন পর্যন্ত ২৮টি জেলার প্রায় সাড়ে ১১ লাখ মানুষ ক্ষ/তি/গ্র/স্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে ৩ জনের মৃ/ত্যু হয়েছে। মোট মৃ/তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে।
এনিয়ে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বন্যার কবলে পড়লো আসাম।
আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) এর বন্যা প্রতিবেদন অনুসারে, ২ জুলাই তিনসুকিয়া জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। অন্যজনের মৃত্যু হয়েছে ধেমাজি জেলায়।
ব্রহ্মপুত্র ছাড়াও সুবানসিরি, দিখৌ, দিসাং, বুড়িদিহিং, জিয়া-ভারালি, বেকি এবং কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
মঙ্গলবার রাজ্যের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৮টি জেলার ১১ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যেই ৪৮৯টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২ লাখ ৮৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার পানি ঘরে ঢুকে পড়ায় বন্যাকবলিতদের অনেকে উঁচু জমি, স্কুল ভবন, রাস্তাঘাট এমনকি সেতুতেও আশ্রয় নিয়েছেন।
এএসডিএমএর বন্যা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বন্যার পানিতে ৭৪টি সড়ক, ৬টি সেতু ও ১৪টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও ৫টি বাঁধ ভেঙে গেছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ৪২ হাজার ৪৭৬.১৮ হেক্টর ফসলি জমি। এছাড়া, বন্যায় ৮ লাখ ৩২ হাজার ৯৯টি পশুও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’