Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ১০ জুলাই ২০২৪

যুক্তরাজ্যে মন্ত্রী পদ পেলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক 

যুক্তরাজ্যের নতুন নগরমন্ত্রী নির্বাচিত হয়েছেন টিউলিপ সিদ্দিক। ছবি- ব্লুমবার্গ

যুক্তরাজ্যের নতুন নগরমন্ত্রী নির্বাচিত হয়েছেন টিউলিপ সিদ্দিক। ছবি- ব্লুমবার্গ

আগে থেকেই পূর্বাভাস ছিল, এবছর বৃটেনের জাতীয় নির্বাচনে জিততে পারলে তিনি পেতে পারেন মন্ত্রীপদ। সেই পূর্ভাবাসই যেন সত্যি হলো। সেই সঙ্গে লিখিত হলো এক অন্যরকম ইতিহাস। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম মন্ত্রী হিসাবে নিয়োগ পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এবছর যুক্তরাজ্যে টানা চারবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন তিনি।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য লেবার দলের সরকারের নতুন নগরমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন বলে জানা গেছে। এর আগে লেবার যখন বিরোধী দলে ছিল তখন টিউলিপ ছায়ামন্ত্রী ছিলেন। এখন তাঁকে মন্ত্রী হিসাবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৪ জুলাই ১৫ হাজার ভোটে উত্তর-পশ্চিম লন্ডনের একটি সমৃদ্ধ এলাকা হ্যাম্পস্টেড এবং হাইগেটের এমপি হিসাবে নির্বাচিত হন টিউলিপ। ২০১৫ সালে প্রথম পার্লামেন্টে প্রবেশ করে এটি চতুর্থবারের মতো (আগে হ্যাম্পস্টেড এবং কিলবার্ন হিসাবে) আসনটি ধরে রেখেছেন।

২০২১ সালে ছায়া নগরমন্ত্রী হওয়ার আগে তিনি ছায়া শিক্ষামন্ত্রী ছিলেন। রাজনীতিতে আসার আগে, তিনি কর্পোরেট পিআর ফার্ম ব্রান্সউইক এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এ কাজ করেছেন।

টিউলিপের মন্ত্রী হওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার পর ব্রিটেনের বাঙালি কমিউনিটি খুশির বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উত্তাপ টের পাওয়া যাচ্ছে। শুধু ব্রিটেন নয়, দেশে-বিদেশে বাঙালির আনন্দ প্রকাশ করছেন।

এবার ব্রিটেনের নির্বাচন পূর্ব সময় থেকেই আলোচনা ছিল লেবার সরকার গঠন করলে বাংলাদেশি বংশোদ্ভুত মন্ত্রী পেতে যাচ্ছে ব্রিটেন। এবং সেই তালিকার শীর্ষে ছিলেন টিউলিপ সিদ্দিক ও বাংলাদেশি বংশোদ্ভুত প্রথম এমপি রোশনারা আলী। কিন্ত প্রথম ঘোষিত ক্যাবিনেটে কারো নাম না থাকায় সবাই আশাহত হয়েছিলেন। কিন্ত সপ্তাহ না ঘুরতেই টিউলিপ সিদ্দীককে নগর মন্ত্রী হিসাবে নিয়োগ দিল স্যার কিয়ার স্টারমার।

আই নিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়