আই নিউজ ডেস্ক
বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা চেয়ে বাইডেনকে কী বলেছেন মোদি?
জো বাইডেন এবং নরেন্দ্র মোদি। ছবি- সংগৃহীত
সম্প্রতি ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের দুই জনের ফোনালাপে উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক ব্যাপারও। শোনা যাচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে বাইডেনের সাথে আলাপ করেছেন মোদি।
ব্যাপারটি মিডিয়ায় আসার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন দুই দেশের এক্টিভিস্ট ও সংবাদমাধ্যমসহ সুশীল সমাজ।
সোমবার (২৬ আগস্ট) মোদি ও বাইডেনের সেই ফোনালাপে ইউক্রেন ও কোয়াড ইস্যু উঠে আসে।
ভারতীয় প্রধানমন্ত্রীর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানা যায়।
পোস্টে তিনি লেখেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্যা হচ্ছে তা নিয়ে জো বাইডেনের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ইউক্রেন নিয়ে আমরা কথা বলেছি। আমি জানিয়েছি ইউক্রেনে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে।’
পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। বাংলাদেশে স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধার এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি, বলে উল্লেখ করা হয় পোস্টে।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’