ইমরান আল মামুন
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশের যতগুলো চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সারা বাংলাদেশ থেকে প্রায় তিন হাজারের অধিক প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে।
যারা সরকারি চাকরি করতে আগ্রহী তাদের জন্য এবার রয়েছে সুবর্ণ সুযোগ। এ সুযোগকে কাজে লাগিয়ে একজন চাকরিপ্রার্থী তাদের চাকরি নিশ্চিত করতে পারেন। কারণ এত বড় সার্কুলার ২০২৪ সালে কখনো হয়নি। চলুন তাহলে দেখে নেই আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে।
ভূমি রেকর্ড অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদেরকে অবশ্যই নূন্যতম স্নাতক বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও সাট লিপিকার অভিজ্ঞতা থাকতে হবে একজন প্রার্থীর। এছাড়াও কম্পিউটার চালনায় পারদর্শিতা হতে হবে একজন আবেদনকারীর। এখানে মোট ৫টি পদে প্রার্থীদেরকে নিয়োগ দেয়া হচ্ছে।
সার্ভেয়ার: এখানে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদেরকে অবশ্যই যে কোন স্বীকৃত ইনস্টিটিউট থেকে সার্ভেয়ার বিষয়ে ডিপ্লোমা করতে হবে। আর এই ডিপ্লোমার সময়সীমা থাকতে হবে অবশ্যই ৪ বছর। একটি পদেই এখানে লোক সংখ্যা নেওয়া হবে ২৭২ জনকে। আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে কোন ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই।
ট্রাভার্স সার্ভেয়ার; এই পদে সর্বমোট ১০ জন প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। তবে এখানে আবেদন করার জন্য ডিপ্লোমা ইন সার্ভেয়িং পাস করতে হবে একজন আবেদনকারীর। এখানেও কোন ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হবে না শুধুমাত্র চার বছরের ডিপ্লোমা কমপ্লিট হলেই একজন প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন।
কম্পিউটার অপারেটর: এখানে আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রয়োজন হবে অবশ্যই চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস। তবে অবশ্যই কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীদেরকে পড়াশোনা করতে হবে। তাহলে কেবলই এখানে আবেদন করতে পারবেন তারা। এই পদে দশজন প্রার্থীকে সরাসরি নিয়োগ দিবে উত্তর প্রতিষ্ঠান।
ড্রাফটসম্যান কাম এরিয়া এক্টিমেটর কাম সিট কিপার: বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি মধ্যে অন্যতম একটি বিশাল পদ হচ্ছে এটি। কেননা এই পদের সর্বমোট ২৯৫ প্রার্থীদেরকে নিয়োগ দিবে। আর আকর্ষণীয় ব্যাপার হচ্ছে শুধুমাত্র এইচএসসি পাশ হলে এখানে একজন শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবেন।
ড্রাইভার: শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলে এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন একজন প্রার্থী। তবে এ ক্ষেত্রে অবশ্যই ড্রাইভিং বিষয়ে পারদর্শিতা থাকতে হবে প্রার্থীদেরকে। এছাড়া প্রয়োজন হবে হালকা এবং ভারী ড্রাইভিং লাইসেন্স।
নাজির কাম ক্যাশিয়ার: যেকোন বিভাগ থেকে এইচএসসি ভারসন প্রমাণ পরীক্ষায় উত্তীর্ণ হলেই একজন ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা এবং পারদর্শিতা থাকতে হবে। এই পদের সর্বমোট ১৭ জন প্রার্থীদেরকে নিয়োগ দেবে উক্ত প্রতিষ্ঠানটি।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: উচ্চমাধ্যমিক পাশ হলেই এখানে আবেদন করতে পারবেন একজন ক্যান্ডিডেট। তবে অবশ্যই তাকে দ্বিতীয় বিভাগের নিচে হওয়া যাবে না। এছাড়াও প্রার্থীদেরকে কম্পিউটার পারদর্শিতা হতে হবে এবং টাইপিং এর দক্ষতা থাকা লাগবে।
পেশকার: এইচএসসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন একজন চাকরিপ্রার্থী এবারের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ সংখ্যক এই পদে নিয়োগ চলমান রয়েছে। সর্বমোট ৩৭৮ পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ভূমিকর অধিদপ্তর। আর যারা এখানে চাকরি করতে আসবি তারা অবশ্যই এখানে থেকে আবেদন করে নিবেন।
রেকর্ড কিপার: ভূমি কর অধিদপ্তর এর অন্যতম একটি পদ হচ্ছে রেকর্ড কিপার। এখানে আবেদন করতে হলে প্রার্থীদেরকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। যদি কোন চাকরিপ্রার্থী উচ্চ মাধ্যমিক পাস না করে তাহলে সেখানে আবেদন করতে পারবে না। এই পদে সর্বমোট ২৯১ জনকে নিয়োগ দিয়েছে উক্ত প্রতিষ্ঠানটি।
খারিজ সহকারী: এ পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ হতে হবে। সর্বনিম্ন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। এছাড়া প্রয়োজন হবে কম্পিউটার চালানোর পারদর্শিতা। তাহলে এ কেবলমাত্র আবেদন করতে পারবেন একজন প্রার্থী। এই পদে সর্বমোট ৪৭৪ জন প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে।
যাচ মোহরার: ৪২২টি পদে নিয়োগ দেওয়া হচ্ছে এই পদে। এখানে আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে। কোন ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে আবেদন করার জন্য।
কপিস্ট কাম বেঞ্চ সহকারি: এখানেও আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে। শুধুমাত্র এ বিষয়ে নয় অবশ্যই তাদেরকে কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে। মোট ৪৮০ পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।
অফিস সহায়ক: এসএসসি পাস হলে এখানে একজন শিক্ষার্থী আবেদন করতে পারবেন। কোন ধরনের কোন বিষয়ের অভিজ্ঞতা প্রয়োজন নেই এখানে আবেদন করার জন্য। তবে প্রার্থীদেরকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এখানে সর্বমোট ১৮২ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে উক্ত প্রতিষ্ঠানটি।
চেইন ম্যান: সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে চেইনম্যান। আর এই পদে সর্বমোট ১৪৫ জন প্রার্থীদেরকে নিয়োগ দিবে। মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করতে পারবেন একজন চাকরিপ্রার্থী।
বাংলাদেশ ভূমি কর ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সর্বমোট ৩ হাজার ১৭ জন প্রার্থীদেরকে নিয়োগ দেবে। এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ২৪ মার্চ ২০২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত। আর একজন চাকরিপ্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোন ধরনের আবেদন গ্রহণ করা হবে না।
- বয়সসীমা ৪৫ বছর
উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি - সাপ্তাহিক চাকরির পত্রিকা ৩০ জুন ২০২৩
- আকর্ষণীয় বেতন, পেট্রোবাংলা গ্রুপে চাকরির সুযোগ!
- এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে আবেদন করবেন
- ৪১ তম বিসিএস রেজাল্ট ২০২৩ | বিসিএস পরীক্ষার ফলাফল
- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সরকারি চাকরির বয়সসীমা এবং যোগ্যতা
- বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সাপ্তাহিক চাকরির পত্রিকা ৫ জানুয়ারি ২০২৪
- ১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৩