Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৮:০৮, ১৪ অক্টোবর ২০২৪

১৮তম নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল

এইমাত্র প্রকাশিত করা হয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল। এখন পর্যন্ত যে শিক্ষার্থীরা ফলাফল হাতে পাননি তারা এখান থেকে দেখে নিতে পারেন কিভাবে ফলাফল দেখবেন। কারণ এখানে ‌18th Written NTRCA Result কিভাবে দেখবেন তাই তুলে ধরা হচ্ছে এখন।

আমাদের দেশের শিক্ষক নিয়োগের বড় একটি পদ্ধতি হচ্ছে নিবন্ধন পদ্ধতি। আর এই নিবন্ধন পদ্ধতির মাধ্যমে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। যাতে করে উপযুক্ত এবং অভিজ্ঞ সম্পূর্ণ শিক্ষকরা। কেননা এটি একটি মহান পেশা। তারা শিক্ষার্থীদেরকে শিক্ষা দান করে। আর ভবিষ্যতের কারিগর হিসেবে গড়ে তোলেন। অন্যদিকে এখানে বাংলাদেশের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ পদ্ধতি এটি অবলম্বন করা হয়। যার কারণে এই মহান পেশায় অনেকেই চাকরি করতে আগ্রহী হন এবং নিজেকে নিযুক্ত রাখতে চান। কিন্তু এর আসল সংখ্যা ও অন্যান্য বিষয়গুলো সীমিত হওয়ার কারণে সবার সুযোগ হয় না। কেবলমাত্র যারা পরীক্ষায় এবং বিভিন্ন ধাপ অতিক্রম করতে পারে তারাই কেবল এখানে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন।

এখানে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। প্রথমত যে ধাপটি অতিক্রম করতে হয় সেটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। যে সকল পরীক্ষার্থীরা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে পারে তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। আর লিখিত পরীক্ষায় দ্বারা উত্তীর্ণ হতে পারে তারা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেন। ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করার পর চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হয়ে থাকেন বিভিন্ন জায়গায় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আর আজকে এই লিখিত পরীক্ষার ফলাফলে প্রকাশ করা হয়েছে।

১৮তম নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল

এবার যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে তা ১৮ তম নিবন্ধন পরীক্ষা। এটির সার্কুলার হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসের দিকে আবেদন প্রক্রিয়া। এখানে অনলাইনে আবেদন করেন সকল প্রার্থীরা। বলা হয়ে থাকে বিগত সকল নিবন্ধনের পরীক্ষার আবেদনের রেকর্ড দেখে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীরা এখানে অনলাইনে আবেদন করেছেন। প্রায় ১৮ লক্ষের মতো প্রার্থীরা এখানে আবেদন করেন স্কুল এবং কলেজ পর্যায়ে উভয়ই। এরপর প্রিলিমিনারি পরীক্ষায় অনুষ্ঠিত হয় আর সেখানে উত্তীর্ণ হয় অনেকাংশ প্রার্থীরা। এরপর কয়েক মাস আগে লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছিল।

এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থীরা। সেখান থেকে যারা ভালো করেছে তাদের ফলাফল প্রকাশ করেছে আজকে। যদিও এর বেশ কয়েক সপ্তাহ আগে ফলাফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রে এই ফলাফল পিছিয়ে গিয়েছে। যার কারণে অনেক শিক্ষার্থীরাই বেশ চিন্তিত ছিল। আসুন এখন আমরা এর অন্যান্য তথ্যগুলো অর্থাৎ কিভাবে ফলাফল দেখতে হয় তা জেনে নেই।

১৮তম ‌শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল দেখার জন্য প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে প্রার্থীদের। এখানে গেলেই প্রথমে দেখতে পারবে রোল নম্বর দেওয়ার একটি অপশন। যখন আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রবেশপত্রের নতুন একটি লিখিত পরীক্ষার রোল নম্বর দেওয়া রয়েছে। এখন সে রোল নম্বরটি এখানে প্রবেশ করাতে হবে। এখানে রোল নম্বর যাওয়ার পরে তারপরে নির্বাচন করতে হবে ১৮ তম নিবন্ধন রিটেন রেজাল্ট। এই অপশনটি নির্বাচন করে সার্চ অপশনে ক্লিক করলেই ফলাফল দেখতে পারবেন। এ পদ্ধতিতে ১৮তম শিক্ষক নিবন্ধন ফলাফল দেখতে হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়