নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২৪, ৯ ফেব্রুয়ারি ২০২১
৪১তম বিসিএস পরীক্ষার শেষ মূহুর্তের প্রস্তুতি: বাংলাদেশ বিষয়াবলি
ফাইল ছবি
আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪১তম বিসিএস পরীক্ষা। এতে অংশগ্রহণকারীদের এখন চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।
৪১তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য আইনিউজের বিশেষ আয়োজনের ৩য় পর্বে আজকে থাকছে 'বাংলাদেশ বিষয়াবলি' থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে প্রথম কে বা কি তা নিচে তুলে ধরা হলো:
প্রথম রাষ্ট্রপতি |
শেখ মুজিবুর রহমান |
প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি |
সৈয়দ নজরুল ইসলাম |
প্রথম প্রধানমন্ত্রী |
তাজউদ্দীন আহমদ |
জাতীয় সংসদের প্রথম স্পিকার |
মোহাম্মদ উল্ল্যাহ |
প্রথম প্রধান বিচারপতি |
এ এস এম সায়েম |
প্রথম পররাষ্ট্রমন্ত্রী |
খন্দকার মোশতাক আহমদ |
প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী |
এ এইচ এম কামরুজ্জামান |
প্রথম অর্থমন্ত্রী |
ক্যাপ্টেন এম. মনসুর আলী |
প্রথম অ্যাটর্নি জেলারেল |
এম এইচ খন্দকার |
প্রথম জাতীয় সংসদ নির্বাচন |
৭ মার্চ ১৯৭৩ |
প্রথম পাইলট |
কানিজ ফাতেমা রোকসানা |
প্রথম মহিলা ব্রিগেডিয়ার |
সুরাইয়া রহমান |
প্রথম সেনাবাহিনী প্রধান |
জেনারেল এম এ জি ওসমানী |
প্রথম বিমানবাহিনী প্রধান |
এ কে খন্দকার |
প্রথম নির্বাচন কমিশনার |
বিচারপতি মোহাম্মদ ইদ্রিস |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি |
স্যার পি জে হার্টস |
প্রথম মহিলা সচিব |
জাকিয়া সুলতানা |
প্রথম বিশ্ববিদ্যালয় |
ঢাকা বিশ্ববিদ্যালয় |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভিসি |
স্যার এ এফ রহমান |
বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর |
এ এন হামিদুল্লাহ |
প্রথম নৌ রণতরী |
বি এন এস পদ্মা |
প্রথম মহিলা কূটনীতিক |
তাহমিনা খান ডলি |
প্রথম মহিলা অভিনেত্রী |
বনানী চৌধুরী |
প্রথম পতাকা উত্তোলন |
২ মার্চ ১৯৭১ (ঢাকা বিশ্ববিদ্যালয়) |
প্রথম বিমান চালু |
৪ ফেব্রুয়ারি, ১৯৭২ |
প্রথম মুদ্রা চালু |
৪ মার্চ, ১৯৭২ |
প্রথম জাদুঘর |
বরেন্দ্র জাদুঘর |
প্রথম বাণিজ্য জাহাজ |
বাংলার দূত |
প্রথম এভারেস্ট বিজয়ী |
মুসা ইব্রাহিম |
প্রথম এভারেস্ট বিজয়ী নারী |
নিশাত মজুমদার |
প্রথম টেস্ট জয় |
জিম্বাবুয়ের বিপক্ষে |
প্রথম বাংলা ছায়াছবি |
মুখ ও মুখোশ |
প্রথম ক্যাডেট কলেজ |
ফৌজদারহাট ক্যাডেট কলেজ |
প্রথম রঙিন টেলিভিশন চালু |
১ ডিসেম্বর, ১৯৮০ |
প্রথম ডিজিটাল টেলিফোন চালু |
৪ জানুয়ারি, ১৯৯০ |
বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ |
১৯৯৯ (সপ্তম বিশ্বকাপ) |
প্রথম সিটি মহিলা মেয়র |
ডা. সেলিনা হায়াৎ আইভি |
প্রথম মহিলা বিচারপতি |
নাজমুন আরা সুলতানা |
আরও পড়ুন: ৪১তম বিসিএস পরীক্ষার শেষ মূহুর্তের প্রস্তুতি: বাংলা
আরও পড়ুন: ৪১তম বিসিএস পরীক্ষার শেষ মূহুর্তের প্রস্তুতি: ইংরেজি সাহিত্য
আপনাদের সুবিধার্থে প্রতিদিন প্রকাশ করা হবে প্রস্তুতিমূলক সিলেবাস। তাই আইনিউজের সাথেই থাকুন।
আইনিউজ/এসডিপি
- বয়সসীমা ৪৫ বছর
উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি - সাপ্তাহিক চাকরির পত্রিকা ৩০ জুন ২০২৩
- আকর্ষণীয় বেতন, পেট্রোবাংলা গ্রুপে চাকরির সুযোগ!
- এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে আবেদন করবেন
- ৪১ তম বিসিএস রেজাল্ট ২০২৩ | বিসিএস পরীক্ষার ফলাফল
- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সরকারি চাকরির বয়সসীমা এবং যোগ্যতা
- বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সাপ্তাহিক চাকরির পত্রিকা ৫ জানুয়ারি ২০২৪
- বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩