নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৪৭, ৪ এপ্রিল ২০২১
শিক্ষা প্রকৌশল অধিদফতরের নিয়োগ পরীক্ষা স্থগিত
ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাত দিনের লকডাউন ঘোষণা দিয়েছে সরকার। একই সাথে দেয়া হয়েছে কিছু কঠোর বিধিনিষেধ। এ কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদফতরের ৪টি নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রোববার (৪ এপ্রিল) শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) ও বিভাগীয় পদোন্নতি ও নির্বাচন কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠিতে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষা প্রকৌশল অধিদফতরের বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য আগামী ৯, ১৬, ২৩ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকে ২৬ জনের চাকরির সুযোগ
আগামী ৯ এপ্রিল ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষা হওয়ার কথা ছিল। এ পদে ৮৭ জন জনবলের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৪৪টি।
১৯ এপ্রিল হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর, সাঁটলিপি কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপাটের পদে মোট ৪৭ জন নিয়োগ দেয়া হবে। এ পদের জন্য আবেদন করেছেন ১ লাখ ১৪ হাজার ১৬১ জন।
আরও পড়ুন: বাড়ানো হলো ৪৩তম বিসিএসে আবেদনের সময়
এছাড়া আগামী ২৫ এপ্রিল ও ৩০ এপ্রিল আরও ১৫টি পদের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এসব পদে ৯০ হাজারের বেশি আবেদন পড়েছে।
কিন্তু করোনা সংক্রমণের কথা মাথায় রেখে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা প্রকৌশল অধিদফতর।
আইনিউজ/এসডিপি
- বয়সসীমা ৪৫ বছর
উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি - সাপ্তাহিক চাকরির পত্রিকা ৩০ জুন ২০২৩
- আকর্ষণীয় বেতন, পেট্রোবাংলা গ্রুপে চাকরির সুযোগ!
- এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে আবেদন করবেন
- ৪১ তম বিসিএস রেজাল্ট ২০২৩ | বিসিএস পরীক্ষার ফলাফল
- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সরকারি চাকরির বয়সসীমা এবং যোগ্যতা
- বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সাপ্তাহিক চাকরির পত্রিকা ৫ জানুয়ারি ২০২৪
- বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩