ইমরান আল মামুন
আপডেট: ২১:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অধীর আগ্রহে থাকে চাকরিপ্রার্থীরা। কারণ চাকরিটিতে রয়েছে প্রচুর সুযোগ-সুবিধা । তাই আই নিউজ পত্রিকায় আপনাদের জন্য রেলওয়ের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি । যে সকল প্রার্থীরা রেলওয়ের বিভিন্ন পদে আবেদন করতে ইচ্ছুক। তারা আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে নিন। কারণ একটি পদে এক হাজারের অধিক এবং অন্য আরেকটি পদে একশত এর বেশি লোক নিবে বাংলাদেশ রেলওয়ে। সুতরাং আপনিও এর সুযোগ না হারিয়ে এখনই আবেদন করে নিন।
তাহলে চলুন দেরি না করে এখনই আমরা জেনে নেই রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বর্তমানে রেলওয়ে বিভাগে চলমান দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। একটি হচ্ছে ওয়েম্যান অপরটি হচ্ছে টিকেট কালেক্টর। টিকিট কালেক্টর পদের জন্য প্রচুর প্রার্থীর আবেদন জমা পড়তেছে। এ পদগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এখন।
টিকেট কালেক্টর
রেলওয়ে টিকিট কালেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদনের জন্য নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হবে। কোন কোন যোগ্যতা লাগবে তা নিম্নরূপে দেওয়া হলো:
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমান পাস হতে হবে। যেকোনো বোর্ড থেকে উত্তীর্ণ হলেই হবে। এক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে।
শারীরিক যোগ্যতা: টিকেট কালেক্টর পদের জন্য কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছর পর্যন্ত হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটাভিত্তিক যারা, তারা ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে।
আবেদনের শুরুর তারিখ হচ্ছে ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০ টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ২০ মার্চ ২০২৩ বিকাল ৪ টা পর্যন্ত। যেসকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদন করে নিবেন।
ওয়েম্যান
রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে সবচেয়ে বেশি সংখ্যক ওয়েম্যান পদে। এই পদটিতে ১৩৮৫ জন লোক নিয়োগ হচ্ছে। অল্প শিক্ষাগত যোগ্যতাই এখানে প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন। তাই এখনই আপনি আবেদন করে ফেলতে পারেন। নিচে প্রার্থীর যোগ্যতা সমূহ তুলে ধরা হচ্ছে:
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন।
অন্যান্য যোগ্যতা: পদটির জন্য শারীরিক যোগ্যতার প্রয়োজন হয় না। তবে এ পদের কাজ করার জন্য শক্তি সামর্থের প্রয়োজন হয়। যারা শারীরিকভাবে দুর্বল তারা অবশ্যই এ বিষয়টি খেয়াল রাখবেন। কারণ কঠোর পরিশ্রম করতে হয় এ পদটিতে। যেমন রেল লাইনে কোন ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা। নতুন রাস্তার তৈরিতে কায়িক পরিশ্রম করা।
আবেদনের শুরুর তারিখ হচ্ছে ২৫ জানুয়ারি ২০২৩ সকাল ১০ টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ২ মার্চ ২০২৩ বিকেল ৪ টা পর্যন্ত।
আবেদন করার পদ্ধতি
উভয় পদে আবেদন করার পদ্ধতি একই রকম। পূর্বে ডাক মাধ্যমে আবেদন করতে হতো। কিন্তু রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুসারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে br.teletalk.com.bd তে প্রবেশ করতে হবে। সেখানে ব্যক্তিগত তথ্য, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী দিয়ে ফরম পূরণ করতে হবে। এরপর প্রার্থীর ছবি এবং স্বাক্ষর দিতে হবে। ছবির সাইজ অবশ্যই ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০ x ৮০০ পিক্সেল হতে হবে। তবে ছবি ১০০ কেবির বেশি হওয়া যাবে না।
ছবি এবং স্বাক্ষর সাবমিট করার পর একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি দিয়ে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। মনে রাখবেন সরকারি চাকরিতে টেলিটক অপারেটর বাদে অন্য পদ্ধতিতে আবেদন ফি দিতে হয় না। তবে কিছু কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিকাশ কিংবা নগদের মাধ্যমে দিতে হয়।
সতর্কতা: অনেকেই চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করবে। এই প্রলোভন থেকে সব সময় নিজেকে দূরে রাখতে হবে। নিজেকে ভালোভাবে চাকরির প্রিপারেশন করে তুলুন। একবার না হলে আবার চেষ্টা করুন। বারবার প্রচেষ্টার পর সফলতা আসে।
আরো পড়ুন : চাকরির ইন্টারভিউ প্রস্তুতি
- বয়সসীমা ৪৫ বছর
উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি - সাপ্তাহিক চাকরির পত্রিকা ৩০ জুন ২০২৩
- আকর্ষণীয় বেতন, পেট্রোবাংলা গ্রুপে চাকরির সুযোগ!
- এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে আবেদন করবেন
- ৪১ তম বিসিএস রেজাল্ট ২০২৩ | বিসিএস পরীক্ষার ফলাফল
- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সরকারি চাকরির বয়সসীমা এবং যোগ্যতা
- বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সাপ্তাহিক চাকরির পত্রিকা ৫ জানুয়ারি ২০২৪
- ১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৩