ইমরান আল মামুন
যেভাবে সরকারি চাকরির প্রিপারেশন নিবেন
আজকে সরকারি চাকরির প্রিপারেশন বিষয় নিয়ে আই নিউজে হাজির হয়েছি। নিজেকে চাকরির জন্য প্রথম থেকে প্রস্তুত করার পদ্ধতিসহ অন্যান্য তথ্যবলি তুলে ধরা হচ্ছে। আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়লে একজন প্রার্থী চাকরির প্রস্তুতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে। একই সঙ্গে নিয়মগুলো মেনে চললে নিজেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। চলুন তাহলে চাকরির প্রিপারেশন পদ্ধতি সম্পর্কে জেনে নেই।
এই যুগে সরকারি চাকরি কেই বা না চায়। প্রত্যেকেই চায় যেকোনো ধরনের ছোট-বড় স্থায়ী ভিত্তিক চাকরি। কিন্তু সরকারি চাকরি যেন সোনার হরিণ। প্রচুর প্রতিযোগিতার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়েই নিয়োগ প্রাপ্ত হতে হয়। এই প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। প্রতিনিয়ত সরকারি চাকরির পরীক্ষার প্রতিযোগিতা শক্তিশালী হচ্ছে। এভাবে নিজেকেও আরো শক্তিশালী করে তুলতে হবে। তাহলেই হাজার হাজার লোকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে চাকরিতে নিয়োগ পাওয়া যাবে।
নিয়মানুবর্তিতা:
সরকারি চাকরির প্রিপারেশন এর জন্য অবশ্যই নিয়মানুবর্তিতা হতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে। প্রতিদিন পড়াশোনার জন্য নির্দিষ্ট সময় থাকতে হবে। নির্দিষ্ট সিলেবাস ফলো করে সে অনুসারে এগিয়ে যেতে হবে। শুধু পড়াশোনা ক্ষেত্রে নিয়মানুবর্তিতা হলে হবে না। প্রতিটি কাজেই নিয়মানুবর্তিতার সাথে কাজ করতে হবে। নিয়ম অনুসারে চলতে থাকলে, সব কাজ সময়মতো করা সম্ভব হয়।
পড়াশোনা পরিবেশ
পড়াশোনার জন্য অবশ্যই একটি ভালো পরিবেশ তৈরি করে নিতে হবে। সবচেয়ে ভালো হয় যেখানে শান্ত মনোরম পরিবেশ রয়েছে। অর্থাৎ বাহ্যিক কোন শব্দ ঘরে প্রবেশ না করে এমন। পড়ার মাঝে কেউ বিরক্ত না করে এমন হওয়াটাই শ্রেয়। কারণ পড়ার মাঝে কেউ বিরক্ত করলে পড়ার প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায়। পড়াতে মনোযোগ দিতে আবার বেশ কিছু সময় লেগে যায়। একই সঙ্গে রুমের দেওয়ালগুলো প্রয়োজনীয় সূত্র, তথ্য দিয়ে সাজিয়ে রাখুন। তাহলে ঘরে প্রবেশ করা মাত্রই সেগুলো নজরে আসবে এবং বারবার পড়া হবে।
বইয়ের পড়াশোনার প্রস্তুতি
প্রত্যেক সরকারি চাকরি লিখিত কিংবা বহুনির্বাচনী পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। মূলত চারটি বিষয়ের উপর পরীক্ষা হয়ে থাকে। যেমন: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এজন্য এই চারটি বিষয়ের উপর ভালোভাবে প্রিপারেশন নেওয়া দরকার। বিষয়ভিত্তিক কিভাবে জব প্রিপারেশন নিবেন তা নিম্নে দেয়া হলো:
বাংলা ব্যাকরণ ও সাহিত্য: যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছেন। অবশ্যই বাংলা ব্যাকরণ ও সাহিত্যের উপর পড়াশোনা করা উচিত। কারণ এখান থেকেই পরীক্ষা অনুসারে ২০ থেকে ৩০ নম্বরের প্রশ্ন করা হয়। বাংলা সহজ বিষয় বলে অনেকে প্রথম দিকে তেমন গুরুত্ব দেয় না। পরীক্ষায় বাংলা থেকেই বেশি নম্বর হারায় প্রার্থীরা। কবিতা, গল্প এবং উপন্যাসের রচয়িতা থেকে প্রশ্ন বেশি আসে পরীক্ষাতে। কবি বা লেখকের জন্ম তারিখসহ পরিচয় পর্ব থেকেও প্রশ্ন করা হয়। এছাড়া ব্যাকরণ থেকেও প্রশ্ন করা হয়ে থাকে। সন্ধি, সমাস, কারক, প্রত্যয়, বিভক্তি, বিপরীত শব্দ ইত্যাদি বিষয়ক প্রশ্ন। নবম থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলা বইগুলো পড়লে সবচেয়ে ভালো হয়। কারণ বেশিরভাগ প্রশ্ন এই বইগুলো থেকেই করা হয়ে থাকে।
ইংরেজি গ্রামার: ইংরেজি প্রশ্নগুলো বেশিরভাগই বেসিক গ্রামার থেকে করা হয়ে থাকে। এজন্য ইংরেজি বেসিক জ্ঞান বৃদ্ধি করতে হবে। এছাড়াও Voice change, Narration, Spelling, Transformation sentence, preposition বিষয় ভালোভাবে পড়তে হবে। ইংরেজির ৮০% প্রশ্ন আসে এগুলো থেকে। প্রথম পত্র থেকে কোন ধরনের প্রশ্ন করা হয় না সাধারণত। সরকারি চাকরির প্রিপারেশন এর জন্য ইংরেজি গ্রামার বই বেশি বেশি পড়তে হবে।
গণিত: ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সাধারণ গণিত যারা ভালো পারে, তারাই গণিতে ভালো মার্ক তুলতে পারে। কারণ পরীক্ষায় যে গণিতগুলো আসে বেশিরভাগ এসকল শ্রেণীর বই থেকে দেওয়া হয়ে থাকে। যেমন: সুদকষা, ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, ভগ্নাংশ, ধারাপাত ইত্যাদি।
সাধারণ জ্ঞান: বর্তমান সময়, ইতিহাস, আন্তর্জাতিক বিশ্ব এবং প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ক সাধারণ জ্ঞান নলেজ বাড়াতে হবে। কারণ এখান থেকে ১০ থেকে ১৫ নম্বর পরীক্ষায় কমন থাকে। সাধারন জ্ঞান নলেজ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কারেন্ট এফেয়ার্স পড়তে পারেন। সব সময় সর্বশেষ আপডেট কিছু জানতে হবে। তাহলে সাধারন জ্ঞান বিষয়ে ভালো পরিমাণ মার্ক পাওয়া যাবে।
ভালো হয় যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের টিউশন করানো যায়। তাহলে দ্রুত এ বিষয়গুলো শেখা হয়।
সরকারি চাকরির প্রিপারেশন এর জন্য বিভিন্ন ধরনের কোচিংয়ে ভর্তি হতে পারেন। কোচিংগুলোতে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়গুলো খুব সহজ করে শিখিয়ে থাকেন। বিভিন্ন ধরনের চাকরির গাইডগুলো পড়ে নিজে নিজেই প্রস্তুতি নিতে পারবেন।
চাকরির ইন্টারভিউ প্রস্তুতি
- বয়সসীমা ৪৫ বছর
উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি - সাপ্তাহিক চাকরির পত্রিকা ৩০ জুন ২০২৩
- আকর্ষণীয় বেতন, পেট্রোবাংলা গ্রুপে চাকরির সুযোগ!
- এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে আবেদন করবেন
- ৪১ তম বিসিএস রেজাল্ট ২০২৩ | বিসিএস পরীক্ষার ফলাফল
- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সরকারি চাকরির বয়সসীমা এবং যোগ্যতা
- বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সাপ্তাহিক চাকরির পত্রিকা ৫ জানুয়ারি ২০২৪
- ১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৩