ইমরান আল মামুন
জব সার্চ করবেন যেভাবে
বর্তমানে বাংলাদেশে বেকারত্বের হার চরম পর্যায়ে পৌঁছে গেছে। বেশিরভাগ যুবসমাজ এখন জব খোঁজার পেছনে ছুটে চলেছে। কিন্তু আশানুরূপ ফলাফল পাচ্ছে না। কারণ জব সার্চ করার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো অনুসরণ করলে আপনার কাঙ্খিত জব সার্কুলার পেয়ে যাবেন। সেই সঙ্গে চাকরি পাওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। জব সার্চ করার টিপস এন্ড ট্রিক্স নিয়ে আজকের আমাদের এই আলোচনা। সুতরাং আপনি যদি জব খুঁজে থাকেন তাহলে আর্টিকেলটি আজকে আপনার জন্য গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেই এসকল ট্রিক্স সম্পর্কে।
সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি খোঁজার দুটি উপায় রয়েছে। একটি হচ্ছে অফলাইন মাধ্যম অপরটি হচ্ছে অনলাইন মাধ্যম। এখন বেশিরভাগ চাকরির বিজ্ঞাপনগুলো অনলাইনেই দেওয়া হয়। আমরা দুই মাধ্যম নিয়েই আলোচনা করব।
অনলাইনে জব সার্চ করবেন যেভাবে
গুগলে সার্চ করুন: আমাদের কোন কিছু জানার প্রয়োজন হলে গুগলে সার্চ করে থাকি। একইভাবে আমরা জব সার্চ করার জন্য গুগলে সার্চ করব প্রথমে। দেখা যায় অনেকে সার্চ করে চাকরির বিজ্ঞাপন পায়। কিন্তু সেগুলোর আবেদন সময়সীমা থাকে না। আপনি যে রিলেটেড চাকরি খুঁজতেছেন, ঐ রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করুন। সার্চ করার পর সার্চ বক্সের নিচের অংশে search tools অপশন দেখা যাবে। এই অপশনটিতে ক্লিক করুন। সেখান থেকে Past month সিলেক্ট করুন। তাহলে গত ১ মাসের মধ্যে যত চাকরির বিজ্ঞাপন হয়েছে তা দেখতে পারবেন।
বিডি জবস এর মাধ্যমে: বর্তমানে বেশিরভাগ চাকরি প্রার্থীরা বিডি জবসে চাকরি খুজে থাকে। কারণ বিডি জবস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জব প্ল্যাটফর্ম। এখানে প্রতি মাসে হাজার হাজার চাকরির বিজ্ঞাপন থাকে। হোমপেজে চাকরি ক্যাটেগরি অনুসারে সুন্দর করে সাজানো থাকে। যেমন: সরকারি চাকরির জন্য Govt Job, সিকিউরিটি গার্ডের জন্য সিকিউরিটি এন্ড সার্ভিসেস, এনজিও এর জন্য NGO ক্যাটেগরি রয়েছে। প্রায় ৩০টির বেশি ক্যাটেগরি আপনি শুধু হোমপেজেই পাবেন।
এছাড়াও নিজের পছন্দের লোকেশনের মধ্যে জব সার্চ করতে পারবেন। প্রথমে সার্চ বক্সে লোকেশন কিওয়ার্ড বসান। সার্চ বক্সে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে ঐ এলাকায় চাকরির বিজ্ঞাপনগুলো সামনে চলে আসবে। এছাড়াও চাকরির ধরন অনুসারেও এখানে সার্চ করার অপশন রয়েছে।
লিংকডইন- বর্তমান সময়ে চাকরির খোঁজার অন্যতম একটি মাধ্যম হচ্ছে লিংকডইন। এখানে সবসময় চাকরির বিজ্ঞাপনগুলো আপডেট দেওয়া হয়ে থাকে। বেশিরভাগ বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে কোম্পানির কর্মকর্তারা সরাসরি। সবেচেয়ে সুবিধে হচ্ছে ভূয়া বিজ্ঞাপনের পরিমাণ একবারেই কম। সরাসরি কর্মকর্তার সাথে যোগাযোগ করেও চাকরি পাওয়া যায় এখান থেকে। তবে নিয়ম অনুসারে আবেদন করা প্রফেশনাল প্রার্থীর কাজ। প্রচুর বিদেশি চাকরির বিজ্ঞাপনও পাওয়া যায়। যারা রিমোট টাইপ জব খুঁজেন তাদের জন্য লিংকডইন উপযুক্ত। কারণ এখান থেকেই বিভিন্ন কোম্পানি প্রফেশনাল ফ্রিল্যান্সারদের হায়ার করে থাকে। কোম্পানির সিইও, ডিরেক্টর এর মত কর্মকর্তাদের রিকোয়েস্ট পাঠিয়ে রাখুন। তারা যখন চাকরির বিজ্ঞাপন দিবে তখন তা আপনার টাইমলাইনে দেখাবে। তারাও আপনার প্রোফাইলটি দেখে হয়তো বা হায়ার করতে পারেন।
ফেসবুকের মাধ্যমে: বর্তমানে ফেসবুকে অনেক জব রিলেটেড পেজ এবং গ্রুপ রয়েছে। সেগুলোতে যুক্ত হয়ে থাকতে পারেন। কারণ পেজ এবং গ্রুপগুলোতে নিয়মিত চাকরির আপডেট দেওয়া হয়। এছাড়া বিভিন্ন কোম্পানির অফিসিয়াল পেজগুলো ফলো করে রাখতে হয়। তাহলে ঐ কোম্পানিগুলোর চাকরির বিজ্ঞাপন হয় তখন সহজেই জানতে পারা যায়।
অফলাইনের মাধ্যমে জব সার্চ করুন
অফলাইনের মাধ্যমে জব সার্চ করতে হলে প্রথমে বিভিন্ন ধরনের পত্রিকা দেখতে হবে। বাংলাদেশের অনেক পত্রিকা রয়েছে। বেশিরভাগ পত্রিকার "চাকরির খবর" নামের একটি ফিচার থাকে। নিয়মিত এই পত্রিকাগুলো পড়তে হবে। তবে এখানে সরকারি চাকরির বিজ্ঞাপন সবচেয়ে বেশি দেওয়া হয়ে থাকে।
চাকরির জন্য সাপ্তাহিক কিছু পত্রিকা রয়েছে। যেমন: সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা। পত্রিকা ব্যতীত অফলাইনে সার্চ করতে হলে বিভিন্ন কোম্পানির নিকট যেতে হবে। কারণ কোম্পানির সামনে নোটিশ বোর্ডে চাকরি বিজ্ঞাপন দেওয়া থাকে। এই পদ্ধতিতে চাকরির বিজ্ঞাপন দেখে যাবতীয় তথ্য জানা যায় সঠিকভাবে। এছাড়াও বিভিন্ন অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ রেখে চাকরির খোঁজখবর নেওয়া সম্ভব হয়।
সতর্কতা: এখন অফলাইন অনলাইন দুই ক্ষেত্রেই চাকরির প্রচুর বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। বর্তমানে প্রচুর ভূয়া চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। সেক্ষেত্রে তারা প্রার্থীর নিকট আবেদন ফি বাবদ টাকা নিয়ে থাকে। তাই আবেদনের ফি দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন।
কোনো কোম্পানিতে ইন্টারভিউ এর জন্য ডাকলে সরাসরি যাবেন না। কোম্পানির সম্পর্কে কিছু তথ্য জেনে তারপর যেতে হবে। প্রার্থীকে অফিস রুমে আটকে রেখে টাকা দাবি করা হয়। এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এদিকে সতর্ক থাকতে হবে। কোন চাকরির ক্ষেত্রে টাকা লেনদেন করবেন না। কারণ ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ।
- বয়সসীমা ৪৫ বছর
উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি - সাপ্তাহিক চাকরির পত্রিকা ৩০ জুন ২০২৩
- আকর্ষণীয় বেতন, পেট্রোবাংলা গ্রুপে চাকরির সুযোগ!
- এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে আবেদন করবেন
- ৪১ তম বিসিএস রেজাল্ট ২০২৩ | বিসিএস পরীক্ষার ফলাফল
- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সরকারি চাকরির বয়সসীমা এবং যোগ্যতা
- বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সাপ্তাহিক চাকরির পত্রিকা ৫ জানুয়ারি ২০২৪
- ১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৩