ইমরান আল মামুন
নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
যুবক বয়সে সবারই স্বপ্ন থাকে প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করা। কারো কারো আবার বিশেষ পছন্দ বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের। তাইতো প্রতিবছর নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অধীর আগ্রহে থাকে অনেক যুবক। প্রতিবছরের ন্যায় এবারও প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ ( নাবিক ও এমওডিসি ভর্তি বি-২০২৩ ব্যাচ)। বাংলাদেশ নৌবাহিনী বি-২০২৩ ব্যাচে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যাবে।
পুরো আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হবে, কি কি কাগজপত্র লাগবে এবং চাকরিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা সহ অন্যন্য সকল প্রয়োজনীয় তথ্য নিচে বিস্তারিত আলোচনা করছি। নির্ভুলভাবে আবেদন করার জন্য পুরো লেখাটি মনোযোগ সহকারে পড়বেন। শুরুতেই আমারা জেনে নেই বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে।
শিক্ষাগত যোগ্যতা
শাখার নাম: সিম্যান, টেকনিক্যাল ও কমিনিউকেশন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ভোকেশনাল বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
তবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং যারা ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে যারা নূন্যতম "এ" গ্রেড পেয়ে পাশ করেছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
শাখার নাম: মেডিকেল
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে নূন্যতম জিপিএ ৩.৫০ পেয়ে পাশ করতে হবে। মূল বিষয় অথবা ৪র্থ বিষয় হিসেবে জীববিজ্ঞান থাকতে হবে।
শাখার নাম: পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে। সাইন্স, আর্টস কিংবা কমার্স যেকোনো বিভাগের হলেই চলবে।
শাখার নাম: কুক ও স্টুয়ার্ড
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫০ থাকতে হবে। সাইন্স, আর্টস কিংবা কমার্স যেকোনো বিভাগের হলেই চলবে।
শাখার নাম: টোপাস
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেনী পাস।
কোন সেক্টরের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আশা করি বুঝতে পেরেছেন। তারপর চলুন জেনে নেওয়া যাক শারীরিক যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার মতন এটিও অনেক গুরুত্বপূর্ণ। শারীরিকভাবে অনুপযুক্ত হলে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে না।
উচ্চতা
- পেট্রোলম্যান শাখার জন্য উচ্চতা লাগবে ১৭২.৫ সে:মি: বা ৫ ফুট ৮ ইঞ্চি।
- সিম্যান ও এমওডিসি শাখার জন্য ১৬৭.৫ সে:মি: বা ৫ ফুট ৬ ইঞ্চি।
- অন্যান্য সকল শাখার জন্য ১৬২.৫ সে:মি: বা ৫ ফুট ৪ ইঞ্চি।
বুকের মাপ: বুকের মাপ সকল শাখার জন্য একই রকম। ৭৬-৮১ সে:মি বা ৩০ থেকে ৩২ ইঞ্চি। আর সম্প্রসারণ হবে কমপক্ষে ৫ সে:মি বা ২ ইঞ্চি।
আবেদন প্রক্রিয়া :
পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২৩ অফিসিয়াল ওয়েবসাইট www.joinnavy.navy.mill.bd তে প্রবেশ করতে হবে। তারপর হোমপেইজ থেকে sailor সেকশনে Apply Now ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে পুনরায় Apply Now বাটন এ ক্লিক করতে হবে। আপনি যে শাখায় আবেদন করতে চান, সেই অনুযায়ী তথ্যগুলো দিতে হবে। আবেদন করার পর প্রার্থীকে ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে বলা হবে। আগ্রহী প্রার্থীগণ bkash, rocket, Nagad, TAP অথবা Visa, Master Card, Nexus ইত্যাদির মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। আবেদনের ফি ২০০ টাকা (পেমেন্ট চার্জ ব্যতীত)।
পেমেন্ট পরিশোধ করার পর আরেকটি ফর্ম পূরণ করতে বলা হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে সে ফর্মটি পূরণ করার পর জমা দিন বা Submit বাটনে ক্লিক করতে হবে। তারপর ওয়েবসাইট থেকে নাবিক-১ ফরমটি ডাউনলোড এবং প্রিন্ট করতে বলা হবে। সেটি অবশ্যই প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে। কারণ মাঠে উপস্থিত হওয়ার দিন সেই ফরমটির সাথে করে নিয়ে যেতে হবে।
যদি কেউ সেটি তখন ডাউনলোড কিংবা প্রিন্ট করতে না পারে তাহলে পরবর্তী সময়ে সাইটে পুনরায় লগইন করে আবেদন পত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। নৌবাহিনী নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২৩ এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
অন্যান্য সকল শর্তাবলী:
• প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
• অবশ্যই সাঁতার জানতে হবে।
• অবিবাহিত হতে হবে।
• ১ জুলাই ২০২৩ সাল পর্যন্ত বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে থাকতে হবে।
• এমওডিসি এর জন্য বয়স ১৭ থেকে ২২ বছর হতে হবে।
• বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
• বাংলাদেশ ছাড়াও কেউ যদি অন্য কোন দেশের নাগরিক হয়ে থাকে তাহলে সেটি অযোগ্যতা বলে বিবেচিত হবে।
• বাংলাদেশ বা অন্য কোন দেশের আইনে গ্রেফতার, দোষী সাব্যস্ত, আটক বা কোন মামলায় অভিযুক্ত হয়ে থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে।
• এর আগে সশস্ত্র বা সরকারি চাকরি থেকে বহিষ্কার হয়ে থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
• সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র লাগবে।
• সনদপত্রের ফটোকপি সরকারি প্রথম শ্রেণীর অফিসার দ্বারা সত্যায়িত করে নিতে হবে।
• শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র।
• মূল মার্কশিট ও এর সত্যায়িত ফটোকপি।
• মূল রেজিস্ট্রেশন কার্ড এবং এডমিট কার্ড।
• যদি কারো মূল সনদপত্র না থাকে তবে সত্যায়িত কপি জমা দিলেও চলবে। তবে চাকরিতে যোগদানের সময় অবশ্যই মূল কপি প্রয়োজন হবে।
• নিজ ইউনিয়ন পরিষদ হতে গৃহীত জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র। এতে অবশ্যই বৈবাহিক অবস্থা এবং বাড়ির ঠিকানা উল্লেখ থাকতে হবে।
• জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন এর সত্যায়িত ফটোকপি।
• পিতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।
• অভিভাবকের সম্মতিপত্র। সম্মতিপত্রে অবশ্যই চেয়ারম্যান অথবা কমিশনারের স্বাক্ষর থাকতে হবে।
ভর্তি পদ্ধতি:
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুসারে প্রত্যেক জেলায় আলাদাভাবে একটি নির্ধারিত তালিকায় সবাইকে উপস্থিত থাকতে বলা হবে। অনলাইন হতে সংগৃহীত আবেদন পত্রটি সাথে নিয়ে সেই তারিখে যথাযথ স্থানে উপস্থিত থাকতে হবে। প্রয়োজনীয় সকল কাগজপত্র ঠিক থাকলে প্রাথমিকভাবে তাকে নির্বাচন করা হবে। তারপর নির্বাচিত প্রার্থীদেরকে ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা নেওয়া হবে। উক্ত পরীক্ষায় যারা পাস করবে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা দিতে হবে। এই দুই ধাপে যারা পাস করবে তারাই বাংলাদেশ নৌবাহিনীতে চূড়ান্ত নাবিক হিসেবে ভর্তি হতে পারবে।
চাকুরীর সুবিধা:
সরকারি চাকরির সুবিধা সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত। আর সেটা যদি হয় প্রতিরক্ষা বাহিনীতে তাহলে সুবিধাটা একটু বেশিই।
সরকারি নিয়মে বেতন সহ বিনামূল্যে পোশাক, খাওয়া ও চিকিৎসার সুবিধা, কমমূল্যে পরিবারের জন্য রেশন ক্রয় ইত্যাদি সুবিধা রয়েছে। তাছাড়া অবসর গ্রহণ করলে ভাতা এবং গ্রাজুয়েটটি ভাতার সুবিধা রয়েছে।
চাকরি চলাকালীন সময়ে যোগ্যতার ভিত্তিতে নন কমিশন অফিসার, জুনিয়র কমিশন অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন অফিসার পদে প্রমোশনের সুযোগ রয়েছে। আর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কথা তো আমরা সবাই জানি। চাকরি জীবনে একবার কিংবা দুইবার মিশনে যাওয়ার সুযোগ পাওয়া যায়। আর তখন অনেক বেশি বেতন প্রদান করা হয়।
এছাড়াও বিদেশী দূতাবাস সময়ে চাকরি, সন্তানদের বিভিন্ন সামরিক কলেজে পড়ালেখার সুযোগ, অনেক দুরারোগ্য রোগের চিকিৎসা ইত্যাদি সুবিধা পাওয়া যায়। নৌবাহিনী নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২৩ ব্যতিত আরো অন্যান্য বিজ্ঞাপ্তি পেতে আর্টিকেলের নিচের অংশ দেখুন।
প্রতিরক্ষা বাহিনীতে চাকুরী অনেক চ্যালেঞ্জিং একটি পেশা। এটিকে শুধু পেশা বললে ভুল হবে। দেশের প্রতি এটি অনেক বড় দায়িত্ব। তাইতো যুবক বয়সের সবারই আকাঙ্খা থাকে এরকম পেশায় যোগদান করার। তবে সে স্বপ্ন পূরণের লক্ষ্যে অন্ধ হয়ে কেউ অবৈধ পথ অবলম্বন করবেন না। যোগ্যতা থাকলে আপনার চাকরি এমনিতেই হবে। অবৈধ পথে অর্থ লেনদেন করে শুধু শুধু প্রতারিত হবেন না। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকেও এরকম সতর্কবার্তা দেওয়া হয়েছে।
- বয়সসীমা ৪৫ বছর
উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি - সাপ্তাহিক চাকরির পত্রিকা ৩০ জুন ২০২৩
- আকর্ষণীয় বেতন, পেট্রোবাংলা গ্রুপে চাকরির সুযোগ!
- এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে আবেদন করবেন
- ৪১ তম বিসিএস রেজাল্ট ২০২৩ | বিসিএস পরীক্ষার ফলাফল
- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সরকারি চাকরির বয়সসীমা এবং যোগ্যতা
- বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সাপ্তাহিক চাকরির পত্রিকা ৫ জানুয়ারি ২০২৪
- বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩