ইমরান আল মামুন
আপডেট: ২০:৩০, ১৯ মার্চ ২০২৩
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি : লিখিত পরীক্ষার ফলাফল
সম্প্রীতি মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ নিয়োগের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ের অধিনস্থ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সমূহে লোক নিয়োগ দেওয়া হবে।
"অফিস সহায়ক পদে" সর্বমোট ৯ জন লোক নেওয়া হবে শূন্য পদের বিপরীতে। সবগুলোই ২০ তম গ্রেডের পদ। এই নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো ১৮ মার্চ শুক্রবার ২০২৩। ইতিমধ্যে সেই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে মৌলভীবাজার জেলা প্রশাসক কর্তৃপক্ষ।
নয়টি পদের বিপরীতে আবেদন করেছিলো মোট ৪৫১৩ জন। অংশগ্রহণকারী চাকুরী প্রার্থীদের মধ্য থেকে পরীক্ষায় মোট ৪৪ জন উত্তীর্ণ হয়েছেন। যে সকল পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে পরবর্তী ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়েছে। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ মার্চ ২০২৩ রবিবার। মৌখিক পরীক্ষা শুরুর সময়: সকাল ১০ টা থেকে।
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৩
মৌখিক পরীক্ষার স্থান: মৌলভীবাজার জেলা প্রশাসক এর অফিস কক্ষ।
যে সকল কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে:
- লিখিত পরীক্ষার সময় ইস্যুকৃত প্রবেশপত্র।
- শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার সার্টিফিকেটের মূল কপি ও সত্যায়িত ফটোকপি।
- পৌরসভা বা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। সনদপত্রে অবশ্যই সিল ও চেয়ারম্যান কিংবা মেয়রের স্বাক্ষর থাকতে হবে।
- যারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট।
- মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্ক উল্লেখ করে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা অথবা চেয়ারম্যান কৃর্তক প্রদত্ত প্রত্যয়ন পত্র।
- প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা দ্বারা সত্যায়িত চারিত্রিক সনদপত্র।
- ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি।
উপরোক্ত কোন কাগজ ভুয়া কিংবা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে, পরবর্তীতে যদি সেই মিথ্যে প্রমাণিত হয় তাহলে নিয়োগ আদেশ বাতিল এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। তাই সকল প্রকার অসুদপায় উপায় থেকে বিরত থাকুন। আর মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য লিখিত পরীক্ষার ফলাফল জানতে আমাদের সঙ্গে থাকুন৷
- বয়সসীমা ৪৫ বছর
উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি - সাপ্তাহিক চাকরির পত্রিকা ৩০ জুন ২০২৩
- আকর্ষণীয় বেতন, পেট্রোবাংলা গ্রুপে চাকরির সুযোগ!
- এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে আবেদন করবেন
- ৪১ তম বিসিএস রেজাল্ট ২০২৩ | বিসিএস পরীক্ষার ফলাফল
- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সরকারি চাকরির বয়সসীমা এবং যোগ্যতা
- বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সাপ্তাহিক চাকরির পত্রিকা ৫ জানুয়ারি ২০২৪
- ১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৩