Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ২১:২৪, ১০ মে ২০২৩
আপডেট: ২২:০৯, ১০ মে ২০২৩

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

১০ মে ২০২৩ এ বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের সকল জেলা থেকে ইঞ্জিনিয়ার কোর এ সরাসরি প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করে ফেলুন।

তরুণ প্রজন্মদের চাকরির প্ল্যাটফর্মে অন্যতম একটি লক্ষ্য থেকে ডিফেন্স সেক্টরে চাকরি করা। শুধুমাত্র তার পেশা তা নয় এটি একটি সকল বটে তাদের জন্য। ‌কিন্তু সরকারি চাকরি হওয়ার কারণে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীরাই চাকরির সুযোগ গ্রহণ করতে পারে। আর যারা চাকরি নিতে ইচ্ছুক তারা পূর্ব থেকে নিজেকে ঐভাবে প্রিপারেশন করে নেয়। ডিফেন্স সেক্টরে অন্যতম একটি স্মার্ট সেক্টর হচ্ছে বাংলাদেশ নৌ বাহিনী। ‌

অনেকেই নিজের প্রিপারেশন করার পাশাপাশি Bangladesh Navy circular খুজে থাকেন। অনেকেই সঠিক নিয়োগ বিজ্ঞপ্তিটি না পাওয়ার কারণে আবেদন করার সুযোগ হারিয়ে ফেলে। আর সেই সঙ্গে হারিয়ে ফেলে একটি বছর। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে এখানে আর আবেদন করার সুযোগ পাওয়া যায় না। ‌ আজকের আর্টিকেলে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সরাসরি কমিশন অফিসার পদে যোগদান করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হয়। ‌চলুন নিচে থেকে আমরা প্রতিটি ক্যাটাগরি জেনে নিই।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

শিক্ষাগত যোগ্যতা

এখানে বেশ কয়েকটি পদে সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে প্রার্থীদের। ‌ একেক পদের জন্য এক এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে। ‌ কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা দরকার তা নিচে তুলে ধরা হলো।

ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা
অবশ্যই প্রার্থীদের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স অথবা নেভাল আর্কিটেকচার বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং হতে হবে। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষাতে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। ‌

শিক্ষা শাখা
প্রার্থীদের অবশ্যই যে কোন সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে নিম্ন বিষয়ের স্নাতক হতে হবে। ‌বিষয়গুলো হচ্ছে পদার্থ, ইংরেজি, রসায়ন, মনোবিজ্ঞান, আইন, গণসংযোগ ও সাংবাদিকতা।‌ তবে এ ক্ষেত্রে সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে সিজিপিএ ৩.০০ হতে হবে।

শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার
এ শাখায় যোগদানের জন্য প্রার্থীদের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাশে উত্তীর্ণ হতে হবে। ‌সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বিষয়ে।

শারীরিক যোগ্যতা

পুরুষদের জন্য: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজন ৫০ কেজি হতে হবে। ‌ বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৭৬ সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৮১ সেন্টিমিটার হতে হবে।

মহিলাদের জন্য: ন্যূনতম উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। ‌ওজন কমপক্ষে ৪৭ কেজি হতে হবে। স্বাভাবিক অবস্থায় বুকের মাপ ৭১ সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৭৬ সেন্টিমিটার হতে হবে।

অন্যান্য যোগ্যতা:
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুসারে প্রার্থীদের আরও বেশ কয়েকটি বিষয় যোগ্যতা সম্পন্ন হতে হবে। আর কোন কোন বিষয়ে একজন প্রার্থীকে খেয়াল রাখতে হবে তার নিচে দেওয়া হল। ‌

ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা এর জন্য বয়স ১লা জানুয়ারি ২০২৪ এ সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। ‌অবশ্যই প্রার্থীদেরকে অবিবাহিত হতে হবে। 

শিক্ষা শাখা প্রার্থীদের ১লা জানুয়ারি ২০২৪ তারিখে অবশ্যই ৩০ বছর হতে হবে। এক্ষেত্রে বয়স এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে প্রার্থীদেরকে বিবাহিত বা অবিবাহিত হলেও চলবে।

শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার: ১ লা জানুয়ারি ২০২৪ তারিখে পার্টিদের অবশ্যই ৩০ বছরের হতে হবে। ‌ এখানেও প্রার্থীরা বিবাহিত অবিবাহিত উভয়রাই আবেদন করার সুযোগ পাচ্ছেন।

নিয়োগ পদ্ধতি

অনেকেরই প্রশ্ন থাকে নৌবাহিনীতে কি পদ্ধতিতে প্রাচীদেরকে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ একজন প্রার্থীকে কোন কোন সেক্টর অতিক্রম করে চূড়ান্ত নিয়োগ পান তার নিচে তুলে ধরা হলো। ‌

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা: প্রথমে প্রার্থীদেরকে প্রাথমিক সাক্ষাৎ করতে হয় এবং সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়ে থাকে। ‌ যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই কেবল পরবর্তী ধাপে যেতে পারবে।

লিখিত পরীক্ষা: প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে এরপর তাদের লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হবে। ‌ মূলত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় শাখা বিষয়ে। ‌

আইএসএসবি পরীক্ষা: যে সকল প্রার্থী কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই কেবলমাত্র আইএসএসবি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: সাধারণত স্বাস্থ্য পরীক্ষা দুইবার হয়ে থাকে একটি হচ্ছে প্রাথমিক আর একটি হচ্ছে চূড়ান্ত। ‌এক্ষেত্রে অবশ্যই প্রার্থীদের শারীরিক স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। 

চূড়ান্ত মনোনয়ন: উপরের সকল ধাপগুলো অতিক্রম করলেই একজন প্রার্থী কেবল চূড়ান্ত মনোনয়ন পাবেন। ‌এই মনোনীত দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি এর অন্যান্য তথ্য

  • এ নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের শুরু তারিখ হচ্ছে ১০ মে ২০২৩ সকাল ১০ টা থেকে
  • আবেদনের শেষ তারিখ হচ্ছে ৬ জুলাই ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত।

অবশ্যই প্রার্থীদেরকে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আর এই আবেদন ফি টেলিটকের সিমের মাধ্যমে প্রদান করতে হয়।

আমাদের আই নিউজ এ নিয়মিত বিভিন্ন ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চলমান চাকরির খবর প্রকাশিত করা হয়। ‌আরো অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি দেখতে আর্টিকেলের নিচের অংশ দেখুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়