ইমরান আল মামুন
জমির মৌজা ম্যাপ অনলাইনে দেখার নিয়ম
আজকের আর্টিকেলে ভূমি সংক্রান্ত বিষয়ে রয়েছে জমির মৌজা ম্যাপ অনলাইনে দেখার নিয়ম সম্পর্কে। অর্থাৎ আজকের আর্টিকেলটির পড়লে একজন ব্যক্তি জানতে পারবে কিভাবে অনলাইনে জমির ম্যাপ দেখতে পারবেন এবং তার ডাউনলোড করে নিতে পারবেন। আসুন এখন আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নেই এই বিষয়ের।
জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেই এখন জানার বেশ আগ্রহ প্রকাশ করছে। কারণ মানুষের প্রাকৃতিক সম্পদের মধ্যে সবচেয়ে মূল্যবান একটি সম্পদ হচ্ছে জমি। যেমন আপনি যেখানে বসবাস করছেন সেটি একটি জমিনের উপর নির্মিত একটি বাসস্থান, আবার আপনি যেখানে কাজ করছেন বা ফসল ফলাচ্ছেন সেটিও হচ্ছে জমির উপর। তাই এ জমি হচ্ছে মহামূল্যবান। বর্তমানে জমির মাটি বিক্রি করেই যে পরিমাণ অর্থ আয় করা যায় তা একসময় অকল্পনীয় ছিল। তাহলে বুঝতে পেরেছেন জমির মূল্য বর্তমানে কত বেশি। তাই বলে আপনাকে জমির মাটি বিক্রি করার জন্য পরামর্শ দিচ্ছি না। এটি শুধুমাত্র উদাহরণস্বরূপ বলা হয়েছে।
মানুষের এই জমি নিয়েই দ্বিধাদ্বন্দ এবং অনেক সমস্যা রয়েছে। এমনকি ভাইয়ের সাথে ভাইয়ের মারামারি হয়। এমনকি অনেকে মৃত্যুবরণ করে। আর এই সকল ঘটনা ঘটে থাকে জমির সঠিক তথ্য না জানার কারণে। যেমন একজনের জমি আরেকজন তার নিজের ফোনে করে সেটি দখলদার করে। এ নিয়েই সৃষ্টি হয় বিবাদের। মামলা মোকদ্দমার কারণে দুই পক্ষই প্রচুর অর্থ এবং সময় ব্যয় করে ফেলে। তবে আপনার যদি জমি সংক্রান্ত সঠিক ধারণা এবং তথ্য জানা থাকে তাহলে এগুলো কোন কিছুই হবে না। আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে অনলাইনে জমির রেকর্ড বের করার নিয়ম। নিচের থেকে সেই আর্টিকেলটি দেখে নেবেন।
জমির মৌজা ম্যাপ অনলাইনে দেখার নিয়ম
জমির রেকর্ড এবং অন্যান্য তথ্য জানার পাশাপাশি অনেকের জমির ম্যাপ জানার সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে। বিশেষ করে যারা পাশাপাশি বসতবাড়ি থাকে এবং পাশাপাশি জায়গা জমি রয়েছে তাদের ক্ষেত্রে এটি বেশি জানা দরকার। কেননা প্রতিবেশীর সঙ্গে এ বিষয় নিয়ে বেশি ঝগড়া লাগে। একজনের জায়গা সীমানা অতিক্রম করে আরেকজনের জায়গা ব্যবহার করে থাকে তাই। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের যদি জমির সীমানা বুঝতে না পারা যায় তাহলে এই ম্যাপের মাধ্যমে তা নির্ধারণ করা সম্ভব হয়। যাদের স্বল্প পরিমাণ জমির রয়েছে তাদের মৌজা ম্যাপ সম্পর্কে জানা অবশ্যই দরকার হয়েছে।
যার মাধ্যমে নিজের জমি নিজেই বুঝতে পারবেন এবং অন্যকে বোঝাতে সক্ষম হবেন। জমি পরিমাপের জন্য আলাদা কোন ব্যক্তিকে টাকা দিয়ে হায়ার করতে হবে না। বরং আপনি নিজে নিজেই আপনার জমির সকল তথ্য এবং সীমানা নির্ধারণ করতে পারবেন এ বিষয়গুলো জানা থাকলে। আসুন দেখে নেই কিভাবে এগুলো দেখবেন।
অনলাইনে জমির মৌজা ম্যাপ দেখার নিয়ম
প্রথম ধাপ
যদি আপনি অনলাইন থেকে ম্যাপ দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে বেশ কয়েকটি জিনিসের প্রয়োজন হবে। কি কি জিনিসের প্রয়োজন হবে সেগুলো নিচে দেওয়া হল:
- একটি এন্ড্রয়েড মোবাইল
- আপনার জমির দাগ নম্বর
দ্বিতীয় ধাপ
- প্রথমে মোবাইল ফোনটিতে ইন্টারনেট সংযুক্ত করুন তারপর যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করুন।
- ব্রাউজারে প্রবেশ করার পর land.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
তৃতীয় ধাপ
- ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন " স্মার্ট ভূমি নকশা ম্যাপ" নামের একটি অপশন।
- এখন উক্ত অপশনে প্রবেশ করতে হবে।
- ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের ছবির মত বেশ কয়েকটি অপশন দেখতে পারবেন।
চতুর্থ ধাপ
এখন প্রয়োজনীয় অপশন গুলো দিয়ে আপনার তথ্যগুলো পূরণ করতে হবে। প্রথমে আপনার জমি কোন বিভাগে, কোন জেলায়, কোন উপজেলায়, কোন মৌজা এবং সিট নাম্বার সহ সকল তথ্যগুলো ইনপুট করতে হবে। তথ্যগুলো ইনপুট করা হলেই আপনি আপনার জমির মৌজা ম্যাপ অনলাইনে দেখতে পারবেন।
এ বিষয়টি নিজে জানুন এবং অন্যকে জানতে আপনার প্রিয় জনদের সাথে শেয়ার করতে পারেন। জমি সংক্রান্ত আরো বেশ করেছ তথ্য জানার জন্য আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে নিন। যার মাধ্যমে আপনার জমি তথ্য কেন আরো বৃদ্ধি পাবে।
মৌজা কি?
সরকার থেকে রাজস্ব আদায়ের সর্বনিম্ন একক এলাকা। যা মোগল আমলে এ শব্দটি ব্যাপক হারে ব্যবহার করা হতো। সেই শব্দটি এখন পর্যন্ত ব্যবহার হয়ে আসছে। যেমন কয়েকগুচ্ছ মৌজা নিয়ে একটি পরগনা সৃষ্টি হতো। মৌজাকে এখন বর্তমান সময় অনুসারে গ্রাম বলা যায়।
কত বছর জমির খাজনা না দিলে জমি খাস হয়ে যায়?
আমাদের মধ্যে অনেকে এ বিষয়টি জানতে বেশ আগ্রহ প্রকাশ করেছে। মূলত তিন বছর যদি জমির খাজনা পরিশোধ না করা হয় তাহলে সেটি খাস জমি হয়ে যায়। তবে অনেক সময় এর থেকে দীর্ঘ সময় না দিলেও হয় না। তবে নির্দিষ্ট সময়ের ভিতরে খাজনা পরিশোধ করা আপনার দায়িত্ব ও কর্তব্য।
কত বছর পর পর জমির রেকর্ড হয়?
জমির রেকর্ড সাধারণত ৩০ বছর পর পর করা হয়ে থাকে। তবে প্রাকৃতিক দুর্যোগ অথবা সরকারের বিধি নিষেধ অনুসারে এটি তার আগেও করা হতে পারে।
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন জমির মৌজা ম্যাপ অনলাইনে দেখার নিয়ম সম্পর্কে। জমি সংক্রান্ত আরো তথ্যগুলো জানতে আমাদের আই নিউজের সঙ্গে থাকুন।
-
অনলাইনে জমির রেকর্ড বের করার নিয়ম
-
পুরাতন মোবাইল কেনার পূর্বে কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে
-
বিশাল সুখবর! ইউটিউব মনিটাইজেশন আপডেট ২০২৩
- বয়সসীমা ৪৫ বছর
উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি - সাপ্তাহিক চাকরির পত্রিকা ৩০ জুন ২০২৩
- আকর্ষণীয় বেতন, পেট্রোবাংলা গ্রুপে চাকরির সুযোগ!
- এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে আবেদন করবেন
- ৪১ তম বিসিএস রেজাল্ট ২০২৩ | বিসিএস পরীক্ষার ফলাফল
- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সরকারি চাকরির বয়সসীমা এবং যোগ্যতা
- বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সাপ্তাহিক চাকরির পত্রিকা ৫ জানুয়ারি ২০২৪
- বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩