ইমরান আল মামুন
আপডেট: ২০:১৪, ৯ জুলাই ২০২৩
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। যাদের বয়স সর্বোচ্চ ২৮ বছর তারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাচ্ছেন। নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিটি জেলা থেকে প্রার্থীদেরকে সরাসরি নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষ।
তরুণ সমাজের পছন্দের একটি চাকরি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই বাহিনীতে যোগদান করতে সবাই ইচ্ছে পোষণ করে থাকে। কারণ দেশের ভাই সবাই অংশগ্রহণ করতে চায়। আর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করলে একজন সৈনিক সরাসরি দেশ রক্ষার ভূমিকায় অংশগ্রহণ করতে পারে। শুধুমাত্র এটি সরকারি চাকরির জন্য নয় বরং এটি অনেকের স্বপ্ন বটে।
আর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীদেরকে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হয়। অনেকেই নিজেকে এসএসসি পরীক্ষার পর থেকেই সেভাবে প্রস্তুত করে তোলে। দেখা গেছে প্রায় ৯৯ শতাংশ তরুণ সমাজের ইচ্ছা থাকে এই বাহিনীতে যোগদান করা। কিন্তু সবাইকে একসাথে যোগদান দেওয়া বাহিনীটির পক্ষে সম্ভব না। কেবল নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে এবং চাকরির সুযোগ পাবে। আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব কোন কোন পদে এবং কি কি যোগ্যতায় প্রার্থীদেরকে নিয়ে নেওয়া হচ্ছে সে বিষয় সম্পর্কে।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Bangladesh army job circular 2023
শারীরিক যোগ্যতা
সেনাবাহিনীতে যোগদান করতে হলে প্রার্থীদেরকে অবশ্যই শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। এখানে নারী পুরুষ উভয়কে নিয়োগ দেয়া হয়। আর নারী পুরুষের আলাদা আলাদা শারীরিক যোগ্যতার প্রয়োজন রয়েছে। আসুন দেখে নেই কোন কোন পদের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন।
পুরুষ প্রার্থীর শারীরিক যোগ্যতা
- উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি
- ওজন ৫৭ কেজি
- বুকের মাপ ৩০ ইঞ্চি থেকে ৩২ ইঞ্চি
মহিলা প্রার্থীর শারীরিক যোগ্যতা
- উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি
- ওজন ৪৯ কেজি
- বুকের মাপ ২৮ থেকে ৩০ ইঞ্চি
শিক্ষাগত যোগ্যতা
সিগন্যাল কোর: প্রার্থীদেরকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর প্রত্যেক পরীক্ষার কমপক্ষে জিপিএ ৪.৫০ থাকতে হবে।
ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর: প্রার্থীদেরকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং একই সঙ্গে সর্বনিম্ন পয়েন্ট ৪.৫০ হতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে যারা বিএসসি করেছেন তাদের মিনিমাম জিপিএ পয়েন্ট হতে হবে ৩.০০।
আর্মি এডুকেশন কোর; প্রার্থীদেরকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সর্বনিম্ন জিপিএ ৪ পয়েন্ট থাকতে হবে। নিজ নিজ বিষয়ে কমপক্ষে সিজিপিএ ৩ পয়েন্ট হতে হবে।
রিমান্ড ভেটেনারি এন্ড ফার্ম কোর: বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এ বিপদে আবেদন করার জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সর্বনিম্ন জিপিএ ৪ পয়েন্ট হতে হবে।
এই পদগুলো ব্যতীত আরো বেশ কয়েকটি পদে আর এদেরকে সরাসরি নিয়োগ দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। বিস্তারিত দেখতে আমাদের নিচের ছবি থেকে দেখে নিন।
- প্রার্থীর বয়স: ১ জানুয়ারি ২০২৪ তারিখে কোন ভাবে ২৮ বছরের বেশি হওয়া যাবে না।
- বৈবাহিক অবস্থা: উপরের তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে তারা বিবাহিত হলে আবেদন করার সুযোগ পাবেন।
- জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
আবেদন পদ্ধতি
অবশ্যই অনলাইন joinbangladesharmy.army.mil.bd পদ্ধতিতে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোন ধরনের আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদন ফ্রি হচ্ছে মাত্র ১০০০ টাকা যা যে কোন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে।
আবেদনের শেষ তারিখ ৪ আগস্ট ২০২৩ বিকেল ৫ টা পর্যন্ত।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ ব্যতীত আরো অন্যান্য সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের আই নিউজের সঙ্গে থাকুন।
- বয়সসীমা ৪৫ বছর
উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি - সাপ্তাহিক চাকরির পত্রিকা ৩০ জুন ২০২৩
- আকর্ষণীয় বেতন, পেট্রোবাংলা গ্রুপে চাকরির সুযোগ!
- এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে আবেদন করবেন
- ৪১ তম বিসিএস রেজাল্ট ২০২৩ | বিসিএস পরীক্ষার ফলাফল
- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সরকারি চাকরির বয়সসীমা এবং যোগ্যতা
- বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সাপ্তাহিক চাকরির পত্রিকা ৫ জানুয়ারি ২০২৪
- বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩