Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৯:২৩, ২৪ আগস্ট ২০২৩
আপডেট: ১৯:২৬, ২৪ আগস্ট ২০২৩

পেট্রোল বাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ পেট্রোল বাংলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেশ কিছু সময় আগে। যে সকল প্রার্থীরা বাংলায় চাকরি করতে ইচ্ছুক বা পছন্দ করেন তাদের জন্য আজকের এই আবেদনটি মহা সুযোগ। কারণ আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায়‌ ৯০ জনের অধিক প্রার্থীকে সরাসরি নিয়োগ দেবে এই প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি মানেই চাকরিপ্রার্থীদের জন্য একটি সুযোগের ব্যবস্থাপনা। কারণ আমাদের দেশে সরকারি চাকরির আবেদনের সময় সীমা হচ্ছে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত। আর বিশেষ কোটাপ্রার্থীদের ক্ষেত্রে সে বয়স ৩২ বছর পর্যন্ত। এই স্বল্প সময়ের ভিতরে একটি সরকারি চাকরি পাওয়া সোনার হরিণের থেকে কম নয়। প্রতি বছর প্রায় কয়েক লক্ষ প্রার্থীকে নিয়োগ দিয়ে থাকে সরকারি ভাবে।

কিন্তু প্রতিটি মানুষের ইচ্ছা থাকে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করা। সবাইকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। এজন্য প্রার্থীদেরকে নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হয়। এরপর লিখিত, মৌখিক এবং অন্যান্য পরীক্ষার মাধ্যমে একজন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। দেখা যায় প্রতিটি পদের জন্য প্রায় ১০০ থেকে ১০০০ প্রার্থী পর্যন্ত প্রতিযোগিতা করে থাকে। প্রতিবছর বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি হলেও আজকে আমরা এ প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করব।

পেট্রোল বাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মত অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ পেট্রোল বাংলা। তবে এবার পেট্রোবাংলার একটি অধীনস্থ প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তবে দেখা গেছে সরকারি চাকরি সাধারণ বেতন স্কেলের তুলনায় এখানে তুলনামূলকভাবে একটু বেশি। এছাড়াও রয়েছে এখানে অন্যান্য সকল সুবিধা। যার কারনে প্রার্থীরা এ প্রতিষ্ঠানের চাকরি করার জন্য বেশি আগ্রহ প্রকাশ করে থাকেন।

এখানে প্রতি বছর অনেক প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। যারা পেট্রো বাংলায় চাকরি নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে দিচ্ছেন তাদের জন্য এবার একটি সুযোগ চলে এসেছে। অনেকে এই প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার জন্য নিজেকে পূর্ব থেকে বিভিন্নভাবে প্রস্তুত করে তুলে আসছে। কেউ বিভিন্ন বই পড়ে নিজেকে প্রস্তুত করে নিয়েছে আবার কেউবা চাকরি কোচিং করে নিজেকে তৈরি করে নিচ্ছেন।

তাদের জন্য ব্যর্থ বাংলা নিয়োগ বিজ্ঞপ্তি এটি বেশ গুরুত্বপূর্ণ। কেননা যদি আপনি প্রস্তুতি নিতে থাকেন আর সার্কুলার না দেখেন। তাহলে আপনি একবারের মত সুযোগ দেন। কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তি গুলো সাধারণত বছরে দুইবার প্রকাশিত করা হয়। অন্যদিকে চাকরির আবেদনের বয়স সীমা মাত্র ৩২ বছর পর্যন্ত। সুতরাং আপনাকে এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত

আবেদন পদ্ধতি 

চাকরির জন্য আবেদন করতে চান, অবশ্যই আপনাকে অনলাইন পদ্ধতিতে এখানে আবেদন করতে হবে। অবশ্যই পেট্রোল বাংলা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে আবেদন করতে হবে। এই লিংকে প্রবেশ করুন আবেদন করতে। সকল তথ্য দিয়ে সাবমিট করার পর প্রার্থীদের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি ব্যতীত কোন ধরনের আবেদন সফল হবে না।

পেট্রো বাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ব্যতীত আরও অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি যেমন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়