ইমরান আল মামুন
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
এইমাত্র প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সারা বাংলাদেশ হতে প্রায় কয়েকশো প্রার্থীদেরকে সরাসরি চাকরির সুযোগ দিচ্ছে উক্ত প্রতিষ্ঠানটি। মূলত সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।
"বাংলাদেশ সেনাবাহিনী" নামটি অনেক আবেগময়, সাহসী এবং ভালোবাসা। বাংলাদেশের সামরিক বাহিনী থাকলে অন্যতম একটি বাহিনী সেনাবাহিনী। যাকে বলা হয় আর্মি। এ বাহিনীর প্রধান কাজ হচ্ছে দেশের সামরিক শক্তি বৃদ্ধি করা এবং দেশকে বাহ্যিক শত্রু থেকে রক্ষা করা। বাংলাদেশের প্রায় কয়েক লক্ষ সেনাবাহিনী নিযুক্ত রয়েছেন এবং প্রত্যেক বছর অনেক সেনাবাহিনীকে নতুন করে নিয়োগ দেওয়া হয়। সেনাবাহিনীর মধ্যে বিশাল একটি জায়গা দখল করে রয়েছে সৈনিক। এখানে প্রায় এক লক্ষের অধিক রয়েছে যারা প্রত্যেক বছরে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। প্রতিবারের মতো এবারও সৈনিক পদে সার্কুলার হয়েছে এখন আমরা সেই সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে সকল তথ্যগুলো উপস্থাপন করব।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ সেনাবাহিনী মূলত এটি একটি সরকারি প্রতিষ্ঠান এখানে যোগদানের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে। তবে প্রাথমিকভাবে যেভাবে বাছাই করানো হয় সৈনিক পদে সে ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় শারীরিক যোগ্যতাকে। এছাড়াও আরো অন্যান্য যোগ্যতার মাধ্যমে একজন প্রার্থীদেরকে বেছে নেওয়া হয়। বলা হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে সর্বোচ্চ পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ প্রাপ্ত দেয়া হয়। আসুন আমরা দেখে নেই কি কি যোগ্যতা প্রয়োজন সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে।
শিক্ষাগত যোগ্যতা
সাধারণ ট্রেড: সাধারণ ট্রেড এর ক্ষেত্রে প্রার্থীদেরকে অবশ্যই এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে কারিগরি এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। আর পয়েন্টের ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে অবশ্যই জিপিএ ৫ এর মধ্যে কমপক্ষে ন্যূনতম জিপিএ ৩ পয়েন্ট পেতে হবে।
টেকনিক্যাল ট্রেড: টেকনিক্যাল ট্রেডে যোগদান করার জন্য প্রার্থীদেরকে অবশ্যই এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও এখানে ড্রাইভিং এর ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। সে ক্ষেত্রে যোগ্য হতে পারে।
কারিগরি ট্রেড: বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2024 অনুসারে প্রার্থীদেরকে অবশ্যই কারিগরি বিভাগ থেকে পড়াশোনা করতে হবে শিক্ষার্থীদের। তবে এক্ষেত্রে এসএসসি বা সমমানের উত্তীর্ণ হতে হবে।
সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করার বয়স
সেনাবাহিনীতে যোগদান করার জন্য অবশ্যই প্রার্থীর বয়স ১৭ বছর থেকে ২০ বছরের মধ্যে হতে হয়। তবে টেকনিক্যাল সেক্টর এর জন্য ২১ বছর নির্ধারণ করে দেয়া হয়। যাদের বয়স আগামী ২৫ সালের ৯ ফেব্রুয়ারির মধ্যে ১৭ - ২১ বছরের মধ্যে হবে তারাই এখানে আবেদন করতে পারবে।
শারীরিক যোগ্যতা:
বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার ক্ষেত্রে অন্যতম আরেকটি যোগ্যতা হচ্ছে শারীরিক যোগ্যতা। প্রাথমিকভাবে এর মাধ্যমে প্রার্থীদেরকে নির্বাচন করা হয়ে থাকে। এক্ষেত্রে শারীরিক যোগ্যতার উচ্চতা হতে হবে ৫ ফুট ৫ ইঞ্চি। এটি ছেলেদের ক্ষেত্রে কার্যকরতা। অন্যদিকে উপজাতি ছেলেদের ক্ষেত্রে এর যোগ্যতা হবে ৫ ফুট ৪ ইঞ্চি।
মেয়েদের ক্ষেত্রে শারীরিক উচ্চতার প্রয়োজন হবে ৫ ফুট ১ ইঞ্চি। আর উপজাতি মেয়েদের ক্ষেত্রে এর উচ্চতা হবে শুধু মাত্র ৫ ফুট। তবে ছেলেদের ওজন হতে হবে 49.9 কেজি এবং মেয়েদের ওজন হতে হবে কমপক্ষে 47 কেজি।
বুকের মাপ: ছেলেদের বুকের মাপ সম্প্রসারিত অবস্থায় কমপক্ষে ৩২ ইঞ্চি হতে হবে এবং স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
আবেদন পদ্ধতি: এখানে আবেদন করার জন্য একজন প্রার্থীদেরকে অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর টেলিটক সিমের মাধ্যমে ৩০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে। যদি কোন প্রার্থী এখানে টেলিটক সিমের মাধ্যমে আবেদন না করে সেক্ষেত্রে তার আবেদন গ্রহণযোগ্য হবে না।
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রার্থীদেরকে অবশ্যই আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। নির্দিষ্ট সময়ের ভেতরে যদি প্রার্থীরা আবেদন করতে না পারেন সে ক্ষেত্রে তাদের আবেদন গ্রহণ করা হবে না।
- বয়সসীমা ৪৫ বছর
উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি - সাপ্তাহিক চাকরির পত্রিকা ৩০ জুন ২০২৩
- আকর্ষণীয় বেতন, পেট্রোবাংলা গ্রুপে চাকরির সুযোগ!
- এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে আবেদন করবেন
- ৪১ তম বিসিএস রেজাল্ট ২০২৩ | বিসিএস পরীক্ষার ফলাফল
- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সরকারি চাকরির বয়সসীমা এবং যোগ্যতা
- বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সাপ্তাহিক চাকরির পত্রিকা ৫ জানুয়ারি ২০২৪
- বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩