Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৩:০২, ২১ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৪:৩৪, ২১ জানুয়ারি ২০২৪

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে BD Police Constable Circular সম্পর্কে পুরোপুরি তথ্য জানতে পারবেন।

পুলিশ কনস্টেবলে ভর্তি যোগ্যতা

এখানে যোগদান করতে হলে আবেদনের পূর্বে অবশ্যই প্রার্থীদেরকে কিছু যোগ্যতা সম্পন্ন হতে হবে। এক্ষেত্রে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদেরকে ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীদেরকে ন্যূনতম ২.৫০ পেতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে প্রয়োজন হবে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে। আর যারা মুক্তিযোদ্ধা প্রার্থী ব্যতীত অন্যান্য কোটাপ্রার্থীদেরকে পাসপোর্ট ৫ ফুট ৪ ইঞ্চি হলেই হবে। মেয়েদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে ৫ ফুট ৪ ইঞ্চি, তবে কোটা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। ওজনের ক্ষেত্রে বয়স অনুসারে এবং উচ্চতা অনুসারে পরিমাপ নির্ধারণ করা হবে।

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

এখানে অবশ্যই প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোন ধরনের আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন করার পর টেলিটক সিমের মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন ফি জমা দিতে হবে। এরপর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে নির্দিষ্ট সময় পর। প্রথমে শারীরিক যোগ্যতা তারপর অন্যান্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত করা হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে।

অনেকে সরকারি চাকরি বলে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকে। সার্কুলারে উল্লেখ করা রয়েছে এবং বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে কোন ধরনের অর্থ লেনদেন না করার জন্য পরামর্শ। যদি উক্ত বিষয়টি প্রমাণিত হয় তাহলে তার প্রার্থিতা হয়তো বাতিল করা হবে। আর প্রয়োজন অনুসারে নির্দিষ্ট আইন এর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই ছিল পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। চলমান সকল সরকারি বেসরকারি সার্কুলার করলেও দেখতে হলে অবশ্যই আই নিউজের উপর চোখ রাখুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়