ইমরান আল মামুন
এক নজরে চুয়াডাঙ্গা জেলা
আজকের এই প্রতিবেদনটি সাজানো হয়েছে সম্পূর্ণ চুয়াডাঙ্গা জেলা সম্পর্কে। অর্থাৎ এ জেলার খুঁটিটাকে সকল বিষয় সম্পর্কে সকল তথ্যগুলো জানতে পারবে একজন ব্যক্তি। চলুন তাহলে খুলনা বিভাগের অন্যতম একটি জেলা চুয়াডাঙ্গা সম্পর্কে জেনে নেই আমরা এক নজরে।
বাংলাদেশের অন্যতম একটি বিভাগ হচ্ছে খুলনা। এই বিভাগের অন্যতম একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে চুয়াডাঙ্গা। সকল বিষয়বস্তু বিবেচনা করে এই জেলাকে দেওয়া হয়েছে এ শ্রেণী ক্যাটাগরি। এই জেলাতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অপরূপ সকল দৃশ্য এবং মানুষের তৈরি কৃত্রিম পার্ক। এছাড়াও রয়েছে এখানে আরো অন্যান্য বিষয়বস্তু যা খুলনাবাসী জানার পাশাপাশি বাংলাদেশের যে কোন মানুষের জানা দরকার। এখন আমরা এই জেলা সম্পর্কে জানি।
চুয়াডাঙ্গা জেলার ভৌগোলিক অবস্থান এবং আয়তন
এই জেলার মোট আয়তন হচ্ছে ১১৭০.৮৭ বর্গ কিলোমিটার। আর এটি খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হয় এটি খুলনা বিভাগে অবস্থিত। এই জেলাটির উত্তর এবং পূর্ব অবস্থান করছে কুষ্টিয়া জেলা, উত্তর এবং পশ্চিমে রয়েছেন মেহেরপুর জেলা, দক্ষিণ ও পূর্বে রয়েছে ঝিনাইদহ জেলার কিছু অংশ, দক্ষিনে রয়েছে যোশর এবং পূর্বে রয়েছে ভারতের নদীয়া।
জনসংখ্যা
এই ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এখানে মোট জনসংখ্যা হচ্ছে ১২,৩৪,০৬৬ জন। তার মধ্যে ৬,০৭,৫৫৮ জন পুরুষ ও ৬,২৬,২৪৫ জন মহিলা। এখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে ১১০০ জন মানুষ। বাংলাদেশের ঘনবসতি জেলাগুলোর মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে এটি
এক নজরে চুয়াডাঙ্গা জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ
চুয়াডাঙ্গা জেলাতে রয়েছে বেশ কয়েকটি উপজেলা এবং তাদের অধীনস্থ রয়েছে বেশ কয়েকটি ইউনিয়ন। যেখানে মানুষ সাধারণ মানুষরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন আর এই অঞ্চলকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা হয়। উপজেলায় এবং তাদের অধীনস্থ ইউনিয়ন সমূহের তালিকা দেওয়া হল এখানে।
আলমডাঙ্গা
- ভাংবাড়িয়া,
- বাড়াদী,
- গাংনী,
- খাদিমপুর,
- জেহালা,
- হারদী,
- কুমারী,
- চিৎলা
- আইলহাঁস
- বেলগাছি,
- ডাউকী,
- জামজামী,
- নাগদাহ,
- খাসকররা,
- কালিদাসপুর,
চুয়াডাঙ্গা সদর
- আলুকদিয়া,
- মোমিনপুর,
- শংকরচন্দ্র
- নেহালপুর
- গড়াইটুপি
- পদ্মবিলা
- কুতুবপুর,
- বেগমপুর,
- তিতুদহ,
জীবননগর
- উথলী,
- আন্দুলবাড়িয়া,
- মনোহর
- কেডিকে
- সীমান্ত,
- বাঁকা,
- হাসাদাহ,
- রায়পুর,
দামুড়হুদা
- জুড়ানপুর,
- নতিপোতা,
- কুড়ালগাছী
- পারকৃষ্ণপুর মদনা
- দামুড়হুদা
- নাটুদহ
- কার্পাসডাঙ্গা,
- হাউলী,
চুয়াডাঙ্গা জেলার শিক্ষা ব্যবস্থাপনা
বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে তার মধ্যে সর্বোচ্চ শিক্ষার হার বেশি হচ্ছে চুয়াডাঙ্গাতে। উইকিপিডিয়ার তথ্য অনুসারে এখানে শিক্ষার হার হচ্ছে ৯৯.৯৯ শতাংশ। এখানে জালের মতো ছড়িয়ে ছড়িয়ে রয়েছে নানা ধরনের ছোট বড় ,সরকারি বেসরকারি এবং এনজিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নিচে দেওয়া হল কোন ক্যাটাগরি শিক্ষা প্রতিষ্ঠান কতটি রয়েছে এই জেলাতে।
- ১টিবেসরকারি বিশ্ববিদ্যালয়,
- ১৯টি মহাবিদ্যালয়,
- ১৪০টি মাধ্যমিক বিদ্যালয়
- টিটিসি ১টি
- পিটিআই রয়েছে ১টি
- ৪৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাদ্রাসা রয়েছে ৩৯টি,
- পলিটেকনিক ইনিষ্টিটিউট রয়েছে ৫টি,
- যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ১টি,
চুয়াডাঙ্গা জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান
- চুয়াডাঙ্গা সরকারি কলেজ (১৯৬২),
- কুনিয়া-চাঁদপুর মাদ্রাসা (১৯৫৮),
- বদরগঞ্জ আলিয়া মাদ্রাসা (১৯৬৪),
- নিধিকুন্ডু বাড়ান্দী দাখিল মাদ্রাসা(১৯৮৬)
- দর্শনা সরকারি কলেজ (১৯৬৯),
- চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ (১৯৮৩),
- চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজ (১৯৮৩),
- জীবননগর কলেজ (১৯৮৪),
- আলমডাঙ্গা বহুমুখী (পাইলট) মাধ্যমিক বিদ্যালয় (১৯১৪),
- মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয় (১৯১৬),
- কুড়লগাছি মাধ্যমিক বিদ্যালয় (১৯২৩),
- ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় (১৮৮০),
- নাটুদা মাধ্যমিক বিদ্যালয়,
- দামুড়হুদা পাইলট হাইস্কুল (১৯১৩),
- হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ (১৯২৫),
- কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয় (১৯২৬),
- মুন্সিগঞ্জ একাডেমি (১৯৩৫),
- কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় (১৯৪০),
- ওসমানপুর প্রাগপুর মাদ্রাসা (১৯৪৯),
এক নজরে চুয়াডাঙ্গা জেলার দর্শনীয় স্থান
এই জেলাতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অপরূপ সকল দৃশ্য এবং কৃত্রিম তৈরি বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান। এখানে প্রতিবছর প্রায় হাজার হাজার মানুষজন ঘুরতে আসেন এখানে। তাই নয় এখানে রয়েছে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র।
- পুলিশ পার্ক - পুলিশ সুপার-এর কার্যালয় সংলগ্ন
- শিশু স্বর্গ - ফেরি ঘাট রোড
- ডিসি ইকো পার্ক - শিবনগর, দামুড়হুদা,চুয়াডাঙ্গা
- নাটুদহের আট কবর - মুক্তিযুদ্ধে শহীদ আটজন বীর মুক্তিযোদ্ধার কবর
- কেরু এন্ড কোম্পানি - দর্শনা
- হজরত মালেক-উল-গাউস (রঃ) মাজার শরিফ
- শিয়েল পীরের মাজার
- তিন গম্বুজবিশিষ্ট চুয়াডাঙ্গা বড় মসজিদ
- ঘোলদাড়ী শাহী মসজিদ (১০০৬ খ্রিষ্টাব্দ) - আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী গ্রামে
- জামজামি মসজিদ
- হাজারদুয়ারি স্কুল - দামুড়হুদা উপজেলা
- নীলকুঠি - কার্পাসডাঙ্গা ও ঘোলদাড়ি
- আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন - ব্রিটিশ আমলে নীলকুঠি হিসেবে ব্যবহৃত হত
- তিয়রবিলা বাদশাহী মসজিদ - আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রাম
- ঠাকুরপুর জামে মসজিদ
- শিবনগর মসজিদ
- খাজা মালিক উল গাউস -এর মাজার - তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি গ্রাম
- রাখাল শাহ এর মাজার
- কাশিপুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত জমিদার বাড়ি
- গণকবর ধোপাখালী (মনোহরপুর ইউনিয়ন)
- কুমারী সাহা জমিদার বাড়ি
- পাঁচ কবর - হৈবতপুর-মদনা(মুক্তিযুদ্ধে ৫ জন শহীদ হন)
- গড়াইটুপি অমরাবতী মেলা
বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
- সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-১
- মোজাম্মেল হক, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি, সাবেক সংসদ সদস্য।
- হারুনুর রশীদ (বীর প্রতীক) - খেতাবপ্রাপ্ত শহীদ বীরপ্রতীক।
- আকরাম আহমেদ (বীর উত্তম) - খেতাবপ্রাপ্ত বীর উত্তম।
- খোদা বক্স সাঁই - (গীতিকার) সুরকার ও গায়ক - ১৯৯১ সালে একুশে পদকপ্রাপ্ত
- সুরেন্দ্রমোহন ভট্টাচার্য - প্রখ্যাত সাহিত্যিক, পুরোহিত দর্পণ প্রণেতা।
- শামসুজ্জামান দুদু - সাবেক সংসদ সদস্য।
- আসহাব-উল-হক, রাজনীতিবিদ, চিকিৎসক ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন পূর্ব-পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য
- মিঞা মোহাম্মদ মনসুর আলী, রাজনীতিবিদ।
- আলী আজগার টগর, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-২
- মাওলানা ইমদাদুল হক, লেখক ও আলেম
- মাওলানা আরশাদুল আলম, ইসলামপ্রচারক, সমাজসংস্কারক ও আলেম
- ফিরোজা বারী মালিক, প্রখ্যাত নারী নেত্রী এবং সমাজসেবিকা।
- টিনা খান, অভিনেত্রী ও প্রযোজক।
- নাজনীন হাসান চুমকি, অভিনেত্রী ও পরিচালক।
- আব্দুস সেলিম, শিক্ষাবিদ, লেখক এবং অনুবাদক।
- শফিকুল ইসলাম, পুলিশ কর্মকর্তা।
- আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী বাংলাদেশি ইসলামি পণ্ডিত, অনুবাদক, সম্পাদক, সংগঠক
প্রতিবেদনে আপনারা দেখলেন এক নজরে চুয়াডাঙ্গা জেলা সম্পর্কে। এরকম আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের পত্রিকা নিয়মিত পড়বেন। আই নিউজে তুলে ধরা হয়ে থাকে সকল বিস্তারিত সকল প্রতিবেদন।
- বয়সসীমা ৪৫ বছর
উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি - সাপ্তাহিক চাকরির পত্রিকা ৩০ জুন ২০২৩
- আকর্ষণীয় বেতন, পেট্রোবাংলা গ্রুপে চাকরির সুযোগ!
- এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে আবেদন করবেন
- ৪১ তম বিসিএস রেজাল্ট ২০২৩ | বিসিএস পরীক্ষার ফলাফল
- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সরকারি চাকরির বয়সসীমা এবং যোগ্যতা
- বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সাপ্তাহিক চাকরির পত্রিকা ৫ জানুয়ারি ২০২৪
- বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩