Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৮:১২, ৪ জুলাই ২০২৪

বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

এইবার বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কয়েক শতাধিক জনবলকে সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে। আর এই সংক্রান্ত তথ্য নিয়েই সাজানো হচ্ছে আজকের এই প্রতিবেদন। 

বাংলাদেশের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সংস্থার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই পাওয়ার গ্রিড।‌ যদিও এটি একটি লিমিটেড কোম্পানি তবে এটি সরকারের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। আর এখানে দেওয়া হয়ে থাকে উচ্চ বেতনের সুযোগ-সুবিধা যার কারণে প্রার্থীদের আরো বেশি চাহিদা থাকে এখানে চাকরির জন্য। অনেকে আবার কয়েক বছর অপেক্ষা করে শুধুমাত্র এখানে নিয়োগ বিজ্ঞপ্তির জন্যই। যদিও প্রতিবছর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়। তবে সাম্প্রতিক সময় নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশাল জনবল নিয়োগ নিয়ে হাজির হয়েছে। এখন আমরা নিচে থেকে এই নিয়োগ সংক্রান্ত তথ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ সকল বিষয়গুলো দেখে নিব।

বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

এবার কয়েকটি পথে প্রায় কয়েক শতক প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। এখন আমরা নিচে থেকে জানবো কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সে বিষয়টি। জানবো কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে সেই সংক্রান্ত তথ্যগুলো।

জুনিয়র হিসাব সহকারী: এই পদের সর্বমোট ৫ জন প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। আর যারা এখানে আবেদন করতে আগ্রহী তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বিবিএ অথবা বিবিএস। এছাড়াও প্রার্থীদেরকে অবশ্যই কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এ সকল যোগ্যতা সম্পন্ন হলে একজন প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।

জুনিয়র প্রশাসনিক সহকারী: এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এবার মোট ৪ জন প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এই পদটিতে। বাংলাদেশের যে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পাস করলে একজন শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ এই শিক্ষাগত যোগ্যতা থাকলে একজন প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। আর অবশ্যই কম্পিউটার বিষয়ে পারদর্শিতা থাকতে হবে।

কারিগরি সহায়ক: সর্বোচ্চ সংখ্যক প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এই পদে। কিন্তু এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অথবা অন্যান্য কারিগরি ট্রেডের উপরে পড়াশোনা থাকতে হবে। আর নূন্যতম দ্বিতীয় বিভাগ পেয়ে পাশ হতে হবে শিক্ষার্থীদের। আর আবেদনে উল্লেখ করা হচ্ছে এখানে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কঠোর পরিশ্রমের মানসিকতা থাকতে হবে। 

অফিস সহায়ক: কেবলমাত্র এসএসসি পাস হলে এখানে একজন শিক্ষার্থী আবেদন করতে পারবে। আর এই পদের জন্য আর কোন অন্যান্য বিষয়ের প্রয়োজন নেই। পদটীতে মোট ৪ জন প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

এখানে আপনারা দেখলেন বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। সকল সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পেতে হলে আই নিউজের সঙ্গে থাকুন। এখানে তুলে ধরা হয়ে থাকে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি গুলো।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়