লাইফস্টাইল ডেস্ক
বৃষ্টিতে মোবাইল ভিজে গেলে যা করবেন
চলছে বর্ষা মৌসুম। এই বৃষ্টি, এই রোদ। আবহাওয়া যেমন থাকুক না কেনো বিভিন্ন প্রয়োজনে প্রতিনিয়ত আমাদের বাড়ির বাইরে বেরোতে হয়। এমন সময় হঠাৎ বৃষ্টিতে ভিজে যেতে পারে আপনার প্রিয় মোবাইল ফোনটি। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ফোনটি অকেজো হয়ে যেতে পারে।
মোবাইল ফোন ভিজে গেলে যা করবেন-
১. ভিজে গেলে যত দ্রুত সম্ভব মোবাইল ফোনটিকে বন্ধ করে দিতে হবে। ফোনে থাকা সিমকার্ড এবং ব্যাটারি খুলে নিয়ে ভালো করে কোনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এর পর কেসিং খুলে নিয়ে পুরো ফোনটিকে ভালো করে মুছে রাখতে হবে।
২. ভেজা ফোনটির খুলে রাখা অংশগুলো খুব ভালোমতো শুকিয়ে নিতে হবে। যদি মনে হয় ফোনের ভেতরেও অতিরিক্ত পানি ঢুকে গেছে তা হলে ফোনটি টিস্যু দিয়ে মুড়িয়ে শুকনো চালে রেখে দিতে পারেন একদিন। এতে ফোনের ভেতরে থাকা অতিরিক্ত পানি শুষে নেবে চাল।
৩. বৃষ্টির দিনে অনেক সময় বাইরে পানি জমে যেতে দেখা যায়। সে পানিতে প্রিয় ফোনটি হাত ফসকে পড়ে যেতেও পারে কখনও। হঠাৎ এমন দুর্ঘটনা ঘটে গেলেও যেন ফোনের কোনো ক্ষতি না হয় তার সুরক্ষা হিসেবে পছন্দমতো কভার ব্যবহার করা উচিত।
৪. বৃষ্টির মৌসুমে বাইরে যাওয়ার সময় ফোনকে সুরক্ষিত রাখতে ফোনের জন্য কোনো ওয়াটারপ্রুফ ব্যাগ কিংবা প্লাস্টিক ব্যাগে ফোন রাখাই ভালো।
৫. কখনও ভিজে গেলে বা ফোন ভিজে যাওয়ার ঝুঁকি থাকলে বৃষ্টির মাঝে বাইরে ফোনে কথা বলা, ছবি ওঠানো বা ফোন ব্যাবহার না করাই ভালো।
৬. এর পরেও যদি ফোন ভিজে যায় বা ফোনে কোনো সমস্যা হয় তা হলে ফোনটি নির্দিষ্ট সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে।
বর্তমান সময়ে মোবাইল ফোন হচ্ছে আমাদের প্রায় সবসময়ের সঙ্গী। কথা বলা থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহার, ছবি তোলা, সময় দেখা ইত্যাদি কত কিছুই না আমরা করে থাকি ফোনে। তাই বৃষ্টির মাঝে ফোনকে সুরক্ষিত রাখতে এর ব্যবহারেও অবলম্বন করতে হবে বিশেষ সতর্কতা।
আইনিউজ/এসডিপি
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?