Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ৬ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৫:৩৩, ৬ ডিসেম্বর ২০২১

যেসব লক্ষণে বুঝবেন চশমা বদলাতে হবে

কারো জন্য চশমা গুরুত্বপূর্ণ জিনিস। কারো জন্য ফ্যাশন বা স্টাইল। কারণ যা-ই হোক না কেন, চশমা এখন বেশির ভাগ মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। দেখা যায়, একবার চশমা কেনার পর তা সাধারণত নষ্ট না হয়ে গেলে কেউ বদলাতে চান না। একই চশমা অনেকেই দীর্ঘদিন ব্যবহার করেন।

কিন্তু আপনি জানেন কি একই চশমা দীর্ঘদিন ব্যবহারের ফলে চোখের নানা সমস্যা হয়। এক্ষেত্রে মাঝে মাঝে শরীর আপনাকে জানান দেবে, এবার সময় এসেছে চশমা বদলানোর। তাহলে আসুন জেনে নেয়া যাক যেসব লক্ষণে বুঝবেন চশমা বদলাতে হবে-

আরও পড়ুন- ত্বকের যত্নে ডিমের খোসা

 বই পড়ার সময়ে বা কোনো কিছু দেখার সময়ে অনেকক্ষেত্রে চোখ ক্লান্ত হয়ে আসে। প্রায় এমন হতে থাকলে, অবশ্যই চশমা বদলানোর কথা ভাবুন।

  অনেকসময়ে চশমা পরে থাকলেও দৃষ্টি ঝাপসা হয়ে আসে। মাঝে মাঝেই এমন সমস্যা দেখা দিলে চশমা বদলানোর জন্য চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

আরও পড়ুন- চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন

 চশমা থাকা সত্ত্বেও যাদের প্রায় প্রায় মাথাব্যথা হয়, তারা বিষয়টি এড়িয়ে যাবেন না। চোখের পাওয়ার বদলে গেলে মাথাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চশমা বদলে ফেলুন।

 মাঝে মাঝে অনেকেই একটি বস্তুকে দু’টি করে দেখেন। চোখের পাওয়ার বাড়লে এমন ‘ডাবল ভিশন’-এর সমস্যা দেখা দিতে পারে। ঘন ঘন এমন সমস্যা দেখা দিলে দ্রুত চশমা বদলে ফেলা উচিত।

আইনিউজ/এসডিপি 

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

মানসিক চাপ কমাবেন যেভাবে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়