তনিমা রশীদ
চুলের যত্নে জবা ফুলের প্যাক
আমাদের চুলের যত্নে জবা ফুলের প্যাক খুবই কার্যকরি। চুল পড়া থেকে চুল ভেঙে যাওয়া সব ধরনের সমস্যার সমাধান রয়েছে জবা ফুলে। জবা ফুলে থাকা ভিটামিন সি, ভিটামিন এ ও অ্যামিনো এসিড চুল পড়া রোধ করে ও চুলকে করে তুলে ঝলমলে। এছাড়া এতে রয়েছে আলফা হাড্রক্সি এসিড, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, আয়রন পটাসিয়াম যা চুলের পর্যাপ্ত পুষ্টি যোগায়, চুল পাকা রোধ করে, চুলকে করে তুলে ঝলমলে কালো সুন্দর।
আসুন জেনে নিন চুলের যত্নে জবা ফুলের প্যাক এর ব্যবহার-
চুলের দ্রুত বৃদ্ধিতে জবা ফুলের প্যাক
আমাদের চুলের দ্রুত বৃদ্ধিতে জবা ফুলের প্যাক এর কোনো বিকল্প নেই। আট থেকে নয়টি জবা ফুল ও পাতা নিয়ে ভালো করে ধুয়ে পেস্ট তৈরি করে নিন। এরপর একটি পাত্রে এক কাপ নারিকেল তেল নিয়ে তাতে তৈরি করা জবা ফুলের পেস্ট দিয়ে সিদ্ধ করে নিন। তারপর ঠান্ডা করে নিন। পরে এই তেল চুল ও মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তবে সারারাত রাখলে ভালো হয়৷
বায়ুরোধক একটি পাত্রে সংরক্ষণ করে নিয়মিত ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। এটি চুলের দ্রুত বৃদ্ধি করার সাথে সাথে চুলকে কোমলও করে।
নতুন চুল গজাতে জবা ফুলের প্যাক
আপনি নতুন চুল গজাতে জবা ফুলের প্যাক ব্যবহার করতে পারেন। একটি জবা ফুল ও তার চারটি পাতা পেস্ট করে নিন। এই পেস্টটি চুলে লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি নতুন চুল গজাতে সাহায্য করবে।
চুলকে মজবুত রাখতে জবা ফুলের প্যাক
আমাদের চুলকে মজবুত রাখতে জবা ফুলের প্যাক খুব উপকারী। জবা গাছের পাতা দিয়ে পেস্ট তৈরি করে। তাতে চার টেবিল চা চামচ টক দই মিশিয়ে চুলে ও তালুতে লাগান। এক ঘণ্টা অপেক্ষা করুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
এছাড়াও আপনি, জবা ফুলের ৪-৫ টি পাতা ও একটি জবা ফুল একসাথে পেস্ট করে চুলে লাগালে চুল মজবুত হয় তার সাথে চুল ময়েশ্চারাইজারও করে।
খুশকি দূর করতে জবা ফুলের প্যাক
চুল থেকে খুশকি দূর করতে জবা ফুলের প্যাক ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।
এক টেবিল চা চামচ মেথির বীজ সারারাত ভিজিয়ে রাখুন। তারপর শুকনো জবার পাতা, ভিজিয়ে রাখা মেথির বীজ ও বাটার মিল্ক একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি মাথার তালুতে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। পরে ধুয়ে ফেলুন।
এছাড়াও, জবা পাতা ও মেহেদি পাতা একসাথে গুঁড়া করে তাতে অর্ধেক লেবুর রস দিয়ে চুলে লাগান৷ খুশকি দূর করতে জবা ফুলের এই প্যাক গুলো খুবই কার্যকরি।
স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে জবা ফুলের প্যাক
স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে জবা ফুলের প্যাক এর বিকল্প নেই। তিন টেবিল চা চামচ আমলকির পাউডার নিয়ে তাতে তিন টেবিল চা চামচ জবা পাতার গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি চুলে লাগিয়ে ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করুন। পরে চুল ধুয়ে ফেলুন। আমলকির গুঁড়ার বদলে আপনি আমলকির রস ব্যবহার করতে পারবেন। প্যাকটি মাসে দুই থেকে তিন বার ব্যবহার করতে পারলে আপনার চুল হবে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল চুল।
বাজার থেকে কিনে নানা ধরনের শ্যাম্পু ও প্রোডাক্ট ব্যাহার করার চেয়ে ঘরের তৈরি নানা ধরনের হেয়ার প্যাক ব্যবহার করা উত্তম। চুলের যত্নে জবা ফুলের প্যাক ব্যবহার করা আরো বেশি উপকারী। কারণ এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
আইনিউজ/তনিমা রশীদ
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?