Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ১৩ এপ্রিল ২০২২
আপডেট: ১৩:১৯, ১৩ এপ্রিল ২০২২

ইফতারের জন্য সবজি পাকোড়া তৈরির রেসিপি

সবজি পাকোড়া

সবজি পাকোড়া

ইফতারে নানা ধরনের আয়োজন থাকে। কিন্তু অনেকেই ইফতারের খাবারদাবারের ব্যাপারে খুব অসচেতন। তাইতো এমন সব খাবারের আইটেম ইফতারে রাখেন যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। 

সচেতনতা বাড়াতে ইফতারে রাখুন এমন খাবার যা শরীর সুস্থ্য ও সবল রাখবে। এক্ষেত্রে ইফতারে রাখতে পারেন সবজি পাকোড়া। যেহেতু সুস্থতার জন্য আমাদের প্রতিদিন সবজি খাওয়া উচিত। তাই রোজার দিন ইফতারে যোগ করতে পারেন সবজি পাকোড়া।

আরও পড়ুন- রোজায় বেল খাবেন যে কারণে

সবজি পাকোড়া তৈরির রেসিপি 

উপকরণ

বাধা কপি কুচি, আলু কুচি, গাজর কুচি, মটরশুঁটি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ময়দা, নুডলস সিদ্ধ, কর্নফ্লাওয়ার, ডিম , ধনেপাতা কুচি, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ ও তেল পরিমাণমতো।

প্রণালী

প্রথমে পরিমাণমতো গাজর, আলু ও মটরশুঁটি সিদ্ধ করে নিন। অন্য একটি পাত্রে ১ বা ২টি ডিম ফাটিয়ে নিন। এবার ফাটানো ডিমের মধ্যে উপরক্ত সব উপকরণ পরিমাণমতো দিয়ে ভালো করে মিক্সড করুন।

আরও পড়ুন- ইফতার স্পেশাল ডিম চপ

তারপর চুলায় একটি পাত্রে ডুবো তেল দিয়ে তা গরম হতে দিন। তেল গরম হলে তার মধ্যে মাখানো সবজি গোল গোল করে বা চ্যাপ্টা করে নিয়ে ডুবো তেলে ছেড়ে দিন। একটু লালচে রঙে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখুন। এবার গরম গরম মচমচা সবজি পাকোড়া যেকোনো সস দিয়ে পরিবেশন করুন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়