লাইফস্টাইল ডেস্ক
ঈদ রেসিপি : অল্প মসলায় খাসির মাংসের কোরমা
খাসির মাংসের কোরমা
ঈদ মানেই রকমারি খাবার। দেখা যায়, ঈদে সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ নানা রকম খাবারের মধ্যেই থাকতে হয়। এই দিন সবার বাড়িতেই থাকে বিশেষ সব খাবারের আয়োজন।
পরিবারের পছন্দের কথা মাথায় রেখে এবার রান্নার তালিকায় রাখতে পারেন খাসির মাংসের কোরমা। তবে খাসির মাংসে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে। অতিরিক্ত তেল-মসলা না দিয়ে তাই এটি রান্না করে ফেলতে পারেন অল্প মসলায়।
উপকরণ
খাসির মাংস- ৫০০ গ্রাম
টক দই- ১/৪ কাপ
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
সয়াবিন তেল- ১/৪ কাপ
ঘি- ২ টেবিল চামচ
তেজপাতা- ৩টি
দারুচিনি- ২টি (১ ইঞ্চির)
লবঙ্গ- ২টি
এলাচ- ৩টি
গোলমরিচ- ৬টি
পেঁয়াজ কুচি- ১/৪ কাপ
বাদাম বাটা- ২ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
জিরার গুঁড়া- আধা চা চামচ
গরম মসলার গুঁড়া- আধা চা চামচ
পেঁয়াজ বাটা- ১/৪ কাপ
আস্ত কাঁচা মরিচ- কয়েকটি
আলু বোখারা- ৬টি
কেওড়া জল- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
মাংস ধুয়ে পরিষ্কার করে ১ টেবিল চামচ লবণ দিয়ে মেখে রেখে দিন আধা ঘণ্টা। এতে খাসির মাংসে থাকা গন্ধ দূর হয়। এরপর মাংস ধুয়ে টক দই, লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিন আরও আধা ঘণ্টার জন্য।
চুলায় মিডিয়াম আঁচে সয়াবিন তেল ও ঘি গরম করুন। গরম মসলা ও পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজে বেরেস্তার রঙ চলে আসলে বাদাম বাটা, আদা ও রসুন বাটা দিয়ে দিন। নেড়েচেড়ে কয়েক মিনিট ভেজে গুঁড়া মসলাগুলো দিয়ে দিন। পেঁয়াজ বাটা দিয়ে ভুনে পানি দিয়ে কষিয়ে নিন মসলা। প্যান ঢেকে দিন ৫ মিনিটের জন্য। তেল ভেসে উঠলে মাংস দিয়ে ৫ থেকে ৭ মিনিট নেড়ে কষিয়ে নিন। পর্যাপ্ত পানি দিয়ে ঢেকে দিন প্যান। ৩৫ থেকে ৪০ মিনিট সময় নিয়ে সেদ্ধ করুন মাংস। মাঝে কয়েকবার নেড়ে দেবেন। সেদ্ধ হয়ে গেলে আস্ত কাঁচা মরিচ, আল বোখারা ও কেওড়া জল দিয়ে নেড়ে আরও ৫ মিনিট ঢেকে রাখুন চুলায়। নামিয়ে পরিবেশন করুন গরম গরম।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ
ব্রাহ্মণবাজার : হাজারো মহিষ ওঠে এই বাজারে
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?