Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

প্রিয়াংকা প্রাপ্তি

প্রকাশিত: ১৬:৩৫, ১২ অক্টোবর ২০২২

মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?

ধারণা করা হয় চুল ন্যাড়া করলে পাতলা চুল থেকে ঘন চুলে পরিণত হবে

ধারণা করা হয় চুল ন্যাড়া করলে পাতলা চুল থেকে ঘন চুলে পরিণত হবে

চুল ন্যাড়া হলে ক্যান্সারের ঝুঁকি কম থাকে । প্রোস্টেট ক্যানসার নিয়ে এক গবেষণায় দেখা গেছে, তরুণ বয়স থেকে যাদের চুল পড়তে থাকে ,তাদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কম প্রায় ৪৫ শতাংশ।

চুল ন্যাড়া করা। ধারণা করা হয় চুল ন্যাড়া করলে পাতলা চুল থেকে ঘন চুলে পরিণত হবে। এই প্রচলিত ধরণা চলে আসছে  বহু কাল আগে থেকেই। এই কথার বৈজ্ঞানিক কোনো যুক্তি নেই। তবে চুল ন্যাড়া করার মধ্যে সুবিধা-অসুবিধা দুই-ই বিদ্যমান।

বাংলাদেশে প্রায় জায়গায় দেখা যায় ছোট বাচ্চাদের চুল ন্যাড়া করা হচ্ছে ঠিক এই একই কারণে। অথচ একটু লক্ষ্য করলেই দেখা যায়,  নতুন চুল যখন গজালো সেই একই ধরনের চুল হলো। ইদানিং প্রায় তরুণ যুবক চুল ছোট করে নিচ্ছেন অথবা ন্যাড়া করে নিচ্ছেন। আবার প্রায় মহিলারাও চুল পড়ার কারণে চুল ছোট করে নিচ্ছেন ।

ন্যাড়া মাথা নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?
বিশেষজ্ঞরা মনে করেন, চুল যতই ন্যাড়া করানো হোক না কেনো, সে পরিবারের অন্য সবার মতোই চুলের ধারা পাবে। কেননা,  চুলের স্বাস্থ্যে জিন বা বংশগতির ধারার ভূমিকা সবচেয়ে বেশি।

বিশেষজ্ঞরা বলেন, চুল ন্যাড়া করার অর্থ হচ্ছে মাথার ওপরে চুলের যতটুকু অংশ আছে, কেবল সেটুকুই ফেলে দিচ্ছেন। এর ফলে আপনার হেয়ার ফলিকলের স্বাস্থ্যোন্নতি হওয়া সম্ভব নয়।

চুল ন্যাড়া করার সুবিধা
চুল ন্যাড়া হলে ক্যান্সারের ঝুঁকি কম থাকে । প্রোস্টেট ক্যানসার নিয়ে এক গবেষণায় দেখা গেছে, তরুণ বয়স থেকে যাদের চুল পড়তে থাকে ,তাদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কম প্রায় ৪৫ শতাংশ।

অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, বাইরের ধুলোবালি মাথার স্কেল্পে জমা হয়ে খুশকি ও ত্বকের চর্মরোগের সৃষ্টি করে । তাই ন্যাড়া হলে এ থেকে অনেকটা উপকারিতা পাওয়া যায়।

চুলের গোঁড়া যাদের দূর্বল ,তাদের চুল বেশি লম্বা হলে  চুল পড়ার মাত্রা বেড়ে যায় । ন্যাড়া হলে তার পরিমাণ কমে। চুলে অতিরিক্ত ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণে চুল পড়লে ন্যাড়া করাটা জরুরি হয়ে পড়ে।

বাচ্চাদের ন্যাড়া করলে সাধারণ ভাইরাস জ্বর, সর্দি কাশি ইত্যাদি থেকে রক্ষা পাওয়া যায় ।  বাচ্চাদের অনেক সময় ন্যাড়া করালে দেখা যায় লজ্জায় পাচ্ছে , ফলে বাইরের মানুষের সাথে মিশিতে চায় না ।

ন্যাড়া মাথায় বেশিক্ষণ রোদে থাকলে মস্তিষ্কের ক্ষতি হয় । তখন খুব সহজে ত্বক আদ্রতা হারায়।  ধীরে ধীরে বেশি বয়সের ছাপ ফেলে বার্ধক্য ঘটাতে পারে। তাই প্রয়োজনে ন্যাড়া করাতে হলে শীতকালে ন্যাড়া করানো হচ্ছে সঠিক সময়।

দীর্ঘসময় বসে থাকা কতোখানি ক্ষতিকর?

বেশিরভাগ লোকই জানেনা, তেঁতুলের ইংরেজি কী?

চুল ন্যাড়া করলে যৌণ শক্তি বাড়বে!
আপনার চুল পড়া বা অন্যন্যা সমস্যা না থাকলেও আপনি মাথা ন্যাড়া করতে পারেন। বিশেষজ্ঞদের মতে প্রথমত মাথা ন্যাড়া করলে আপনার যৌণ শক্তি বাড়বে, দ্বিতীয়ত আপনার চিন্তাশক্তি আগের তুলনায় তীক্ষ্ণ হবে।

যাদের ঘুম অনেক বেশি হয় বা যাদের মধ্যে অলসতা অনেক বেশি, তারা যদি মাথা ন্যাড়া করে তবে তাদের এই দুটি সমস্যা থেকে মুক্তি পাবে।

জেনে নিন আপনি সামাজিক মাধ্যমে আসক্তি কি না

চুল ন্যাড়া করার অসুবিধা
প্রাকৃতিকভাবে চুল আমাদের মাথাকে রক্ষা করার জন্য গজায়, সেক্ষেত্রে  ন্যাড়া করালে এই উপকার পাওয়া যায় না । ন্যাড়া করানু মাথায়  সহজে সুর্যের আল্ট্রাভায়োলেট সি গ্রহন করে। এতে মাথা ব্যাথা, চোখের অসুবিধা ইত্যাদি দেখা দিতে পারে।

সুতরাং, সহজেই এটা অনুমেয় যে আসলে চুল ন্যাড়া করার সাথে চুল ঘন বা পাতলা হওয়ার কোনো সম্পর্ক নেই। এই পুরো প্রক্রিয়াটি নির্ভর করে পরিবার এবং জিনের ওপর। তবে চুল ন্যাড়া করলে উপরে উল্লেখিত সুবিধাগুলো সাময়িকভাবে পাওয়া যায়।

আইনিউজ/প্রিয়াঙ্কা/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়