লাবণ্য আহমেদ
আপডেট: ১৭:১৩, ১৯ অক্টোবর ২০২২
সিলেটি ছেলে-মেয়েদের বিয়ে করলে কী সুবিধা?
সিলেটে বিয়ে করার সুবিধা জানতে পুরো আর্টিকেলটি পড়ুন
বিয়ে মানুষের জীবনে যেমন একটি মহা গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি গুরুত্বপূর্ণ শ্বশুরবাড়িও। কখনো কখনো একটি এলাকাও অনেককিছু আপনার পরিচয় তোলে ধরে। তাই যারা বিয়ে করেন তারা আগেই শ্বশুরবাড়ির খোঁজ খবর নেন। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ির এলাকা, পরিবেশ পছন্দ হলে তারপরেই লোকে বিয়ে করে। শ্বশুর বাড়ি হিসেবে সিলেট অনেক জেলার থেকে এগিয়ে। মানে এই জেলায় অনেকেই বিয়ে করতে চান। এর অনেকগুলো কারণ। কারণ তো অবশ্যই জানাবো সেই সঙ্গে জানাবো সিলেটি ছেলে-মেয়েদের বিয়ে করলে আসলে কী কী সুবিধা আপনি পেতে পারেন।
সিলেটে অতীতে যারা বিয়ে করেছেন তারা কেন করেছেন এর কারণ বলে রাখি। প্রথমত, আমরা সকলেই জানি সিলেটকে বলা হয় ঐতিহ্যমণ্ডিত এবং একইসাথে পবিত্র অঞ্চল। এর কারণ এই ভূমির সর্বত্র জুড়ে শুয়ে আছে ৩৬০ ওলি-আউলিয়া। এই অঞ্চলটিতে আছে মিশ্র সংস্কৃতির মিলন। এই অঞ্চলকে একদিকে হাওর যেমন তার উদারতা দিয়ে ভরে রেখছে তেমনি অন্যদিকে পাহাড়-চা বাগানগুলো অতন্দ্র প্রহরীর ন্যায় বেষ্টন করে আছে গোটা সিলেটকে।
প্রাকৃতিক সৌন্দর্য, রাজনৈতিক অহিংসতা এবং পুরাতাত্মিক ইতিহাসগত কারণে সিলেট বা শ্রীহট্ট বহু আগে থেকেই ইতিহাসে চর্চিত এক অঞ্চল। এর উল্লেখ তাই পাওয়া যায় আদি গ্রন্থগুলোতেও। তাছাড়া, স্বতন্ত্র ভাষাশৈলির জন্য এ অঞ্চলের মানুষ সারাদেশসহ বহির্বিশ্বে আলাদা করেই পরিচিত। সুতরাং বুঝতেই পারছেন সিলেটি ছেলে-মেয়েদের বিয়ে করলে অনেক সুবিধাই আপনার আশেপাশে ঘুরঘুর করেবন। সেরকম কিচ্ছু উল্লেখযোগ্য সুবিধার কথা এবার লিখছি-
আপনার শ্বশুর বাড়ি হবে দ্বিতীয় লন্ডনে
সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন, আর সেটা অনেককাল আগে থেকেই। এর কারণ, এখানকার বেশিরভাগ বাসিন্দা লন্ডন প্রবাসী। সিলেটে প্রায় প্রতি পরিবারেই একজন দুই জন লন্ডন-আমেরিকা প্রবাসী পাওয়া যায়। তাই এ অঞ্চলকে দ্বিতীয় লন্ডন বলা অত্যুক্তি হয় না। এবার আপনি যদি সিলেটে বিয়ে করেন তাহলে আপনার শ্বশুর বাড়ি হবে দ্বিতীয় লন্ডনে।
দ্বিতীয় লন্ডন বলা হয় বাংলাদেশের সিলেটকে
আপনি যদি বেকার হলে সিলেটি ছেলে-মেয়েদের বিয়ে করে লন্ডন যাওয়ার ব্যবস্থাও করে নিতে পারবেন। এরকম অনেকেই সিলেটি মেয়ে বিয়ে করে এর আগে বিলেতে গিয়েছেন।
সিলেটে প্রবাসীরা বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রেখে যাচ্ছেন বিদেশ যাত্রার শুরু থেকেই। মজার ব্যাপার হলো সিলেটবাসীর মাঝেও বিদেশে অবস্থানরত (প্রবাসী) ছেলে-মেয়েদের বিয়ে করার ঝোঁক বেশি।
হানিমুনের খরচ কমবে
বিয়ের করবেন আর হানিমুনে যাবেন না? আপনি হয়তো জানেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কী পরিমাণ বিবাহিত জুটি সিলেটের সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্রগুলোতে এসে ভিড় জমান। সিলেটকে প্রাকৃতিক সৌন্দর্যের আধার বলা হয়। এখানে সারাবছরই অনেকেই আসেন ঘুরতে, হাওয়া বদল করতে।
সিলেটে আসলে হানিমুনের জন্য পাবেন এরকম সুন্দর, গুছানো সব ইকো কটেজ
আপনি যদি সিলেটে বিয়ে করেন, সিলেট যদি হয় আপনার শ্বশুর বাড়ি বুঝতেই পারছেন হানিমুনের খরচ অর্ধেকে নেমে আসবে। হানিমুনের জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না। শ্বশুর বাড়ি আসলে আশেপাশেই পাবেন হানিমুন করার মতো উত্তম জায়গা। পাঁচ তারকা রেস্তোরাঁ, ইকো কটেজ, রিসোর্টসহ নানান আয়োজন এখানে সারাবছরই থাকে। তাই সিলেট যদি হয় আপনার শ্বশুর বাড়ি হানিমুনের চিন্তা থেকে অন্তত বেঁচে যেতে পারবেন।
পাবেন শতভাগ জামাই আদর
অতিথিপরায়ণ হিসেবে সিলেটিদের একটা স্বতন্ত্র পরিচয় আছে সুদূর বিলেতেও। এই অঞ্চলের মানুষের অতিথিপরায়ণতার কারণ হতে পারে এখানকার স্বতন্ত্রবোধ। অতিথি আপ্যায়নে সিলেটের মানুষ কখনো কার্পণ্যতা দেখায় না। এখানে বিয়ে-সাদীর ব্যাপারগুলো খুব ধুমধামের সাথে পালন করা হয়ে থাকে।
সিলেটে বিয়ে করলে শ্বশুর বাড়ি থেকে প্রাপ্য সম্মান আপনি পাবেন এটুকু বলা যায়। জামাই আদরের ক্ষেত্রে সিলেটিরা অনেক উদার। তাছাড়া, রমজান মাসে মেয়ের বাড়িতে ইফতার পাঠানো, আমনে পিঠার চাল, গ্রীষ্মে আম-কাঠাল পাঠানো এগুলো সিলেটিদের ঐতিহ্যের সাথে।
টাকাওয়ালা শ্বশুর বাড়ি
যে অঞ্চলের মানুষ প্রবাসে সে অঞ্চলের মানুষ যে টাকাওয়ালা হবে সে আর বুঝিয়ে বলার কিছু নেই। আর সত্যিই টাকাওয়ালা হিসেবে সিলেটিদের সুনামও আছে। এ অঞ্চলের আলী আমজদ খান, রাগিব আলীদের কথা কে জানেনা। সিলেটের বেশিরভাগ মানুষ কিংবা তাদের আত্মীয় স্বজনই থাকেন ইউরোপের বিভিন্ন দেশে।
কোটি টাকা খরচ বাড়ি নির্মাণ করেন সিলেটিরা, কিন্তু থাকেনা কেউ!
সেসব দেশে তারা কেউ বড় বড় ব্যবসা করছেন কেউ আবার বিদেশের রাজনীতিতেও পাকাপোক্ত অবস্থান করে নিয়েছেন। তাই বলা যায় আপনি সিলেটে বিয়ে করা মানে টাকাওয়ালা শ্বশুর বাড়ি পাওয়া।
সিলেটের ধর্মপ্রাণ পাত্র-পাত্রী
আগেই বলেছি সিলেট অঞ্চল ওলি-আউলিয়াদের অঞ্চল। এখানকার মানুষও তাই ধর্মপ্রাণ। এখানকার পাত্র-পাত্রীকে বিয়ে করলে আপনি পেতে পারেন একজন ধার্মিক মনের মতো মানুষ। অনেকেই বিয়েতে ধার্মিক পাত্র-পাত্রী খোঁজেন। আর ধর্মপ্রাণ হিসেবে সিলেটিদের সুনাম অনেকদিনের।
তাছাড়া আপনি নিজেও যদি ধর্মপ্রাণ হন আর সিলেট যদি হয় আপনার শ্বশুর বাড়ি তাহলে আপনি এখানে পাবেন শাহজালাল-শাহ পরানের মাজারসহ বড় বড় সাধকদের মাজার। পাবেন রাজনগরের পাঁচগাঁও লাল দুর্গা বাড়ি, কুলাউড়ার শিববাড়িসহ আরও অনেক ধর্মীয় কেন্দ্র। যেগুলোতে প্রতিবছর হাজার হাজার মানুষ ভ্রমণ করে যান।
তো পাঠক, আজকের লেখা এ পর্যন্তই। লেখা পড়ে বুঝতেই পারছেন সিলেটে বিয়ে করলে অন্য অনেক জেলার থেকেই আপনি সুবিধার ক্ষেত্রে একটু বেশিই এগিয়ে থাকবেন।
পরিশেষে আরেকটি কথা বলতে, বিয়ে আপনি যে জেলাতেই করুন যদি আপনার সঙ্গিনী আপনার পছন্দের নাহয়, যদি তার মনের সাথে আপনার মনের মিল নাহয় তাহলে কানাডায় বিয়ে করলেও আপনি দাম্পত্যজীবনে সুখী হতে পারবেন না।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?