সাগর জাহান
ঝড়-বাদলের দিনে তৈরি করে রাখুন কাঁচা আমের আচার
এখন বাংলার ঋতুতে চলছে ঝড় বাদল আর কালবৈশাখীর মাস বৈশাখ। এই সময়ে ঝড়ের বাতাসে গাছ থেকে ঝরে পড়ে থোকা থোকা কাঁচা আম। আমরা যারা গ্রামে থাকি তাদের প্রায় সবার বাড়িতেই আম গাছ থাকে। আর সেসব গাছের নিচ থেকে ঝড়ের দিনে আম কুড়িয়ে মা-চাচীরা বয়াম ভরে রাখেন আমের আচার বানিয়ে।
আই নিউজের আজকের এই প্রতিবেদনে জানাবো কীভাবে এই মেঘ বাদলের দিনে কুড়িয়ে আনা আম দিয়ে টক-মিষ্টি স্বাদের আমের আচার বানাবেন। তাই পুরো প্রতিবেদনটি পড়ুন।
যা যা লাগবে:
আম এক কেজি, আদা বাটা এক টেবিল চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, শুকনা মরিচ ৩-৪টি, আস্ত রসুনের কোয়া ১০-১২টি, কালোজিরা ২ চা চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়া এক টেবিল চামচ, আস্ত পাঁচফোড়ন এক চা চামচ, গুড় ২ কাপ, সরিষার তেল এক কাপ, সিরকা এক কাপ ও লবণ স্বাদ মতো।
যেভাবে তৈরি করবেন আমসত্ব:
প্রস্তুত প্রণালি: আমের আঁটি ছাড়িয়ে একেকটি আম চার কোনা করে কেটে পানিতে ধুয়ে পানি ঝরিয়ে দিন। আমের পানি ঝরে শুকিয়ে এলে চুলায় পাত্রে তেল নিয়ে গরম হতে দিন। তেল গরম হয়ে এলে রসুনের কোয়াগুলো ছেড়ে হালকা ভাজুন। একে একে পাঁচফোড়ন, হলুদ, আদা বাটা, সরিষা বাটা, মরিচ গুঁড়া দিন, আর বারবার নাড়তে থাকুন। অল্প পানি দিয়ে মসলাগুলো কষান।
কষানো হলে তাতে আম দিয়ে ভালো করে মেশান, যাতে মসলাগুলো সমানভাবে সব আমের গায়ে লাগে। ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। একটু পরপর নাড়তে থাকুন, যাতে নিচে লেগে না যায়। নাড়ার সময় শক্ত চামচ দিয়ে আমগুলোকে একটু পিষে পিষে দেবেন বারবার, যাতে আমগুলো একটু নরম হয় তাড়াতাড়ি। এক ঘণ্টা পর চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিন।
এরপর চিনি, লবণ, ঝাল সবকিছুর স্বাদ ঠিক আছে কি-না দেখে দিন। আবার চুলায় নিয়ে কম আঁচে রাখুন এবং একটু পরপর নাড়তে থাকুন। আম সম্পূর্ণ সিদ্ধ হলে সব শেষে সিরকা ও কালোজিরা দিন। ২-৩ ঘণ্টা আম চুলায় রেখে নামিয়ে নিন। ঠান্ডা হলে বোতলে ভরে সংরক্ষণ করুন। ২-৩ দিন রোদে দিন।
আই নিউজ/এইচএ
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?