নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৪৬, ৫ অক্টোবর ২০২৩
আজকে আরবি মাসের কত তারিখ ২০২৩
জেনে নিন আজকে আরবি মাসের কত তারিখ ২০২৩। আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন আরবি মাস অনুসারে আজকে কত তারিখ হবে তা। এ বিষয়গুলো আমাদের অনেকেরই জানার প্রবণতা থেকে যায়।
বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ। অর্থাৎ এটি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। ইসলামের অনেক ইবাদাত এবং নিয়মকানুন আরবি তারিখ অনুসারে করা হয়ে থাকে। আর এই আরবি তারিখ গণনা করা হয় চাঁদের উপর নির্ভরশীল হয়ে। অর্থাৎ চাঁদ যদি একদিন আগে বা পরে ওঠে তাহলে সে অনুসারে আমাদের ধর্মীয় নীতির কিছু পরিবর্তন ঘটে। এখানে নীতির পরিবর্তন ঘটানো বলতে বোঝানো হয়েছে দিনের পরিবর্তন।
বিশেষ করে আমরা যেমনটা ধরতে পারি সেটি হচ্ছে রোজা শুরু এবং ঈদের দিন গণনা। অর্থাৎ রমজান এবং ঈদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। আরবি মাসের রমজান মাস কবে থেকে অনুষ্ঠিত হবে এবং ঈদ কবে হবে এই দুটি বিষয় জানার অনেকের আগ্রহ থাকে। কারণ এ সময় ইসলামের অন্যতম মূল ইবাদত হচ্ছে রোজা। আর ঈদের খুশির যেন আমাদের মন থেকেই উৎফুল হয়ে ওঠে।
প্রথম রমজানের পূর্বে আমরা অনেক অপেক্ষায় থাকি কখন আকাশে চাঁদ দেখা দিবে এবং কখন রমজান মাস শুরু হবে। ঠিক এমনটাই ঘটে ঈদুল ফিতরের ক্ষেত্রে। আজকের আরবি মাসের কত তারিখ জানার জন্য অন্যতম একটি কারণ হচ্ছে সময় মাফিক ইসলাম ধর্ম পালনের জন্য। যেমন যদি ২৯ রোজার দিন চাঁদ দেখা যায় তাহলে সে বছর রোজা পালন করতে হয় ২৯ টি। আর যদি চাঁদ দেখা না দেয় তাহলে ওই রমজানে রোজা পালন করতে হবে ৩০ টি। তাহলে অনেকেই বুঝতে পারছেন আরবি মাসের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা কতটুকু।
আরবি মাসের ক্যালেন্ডার ২০২৩
উপরের কারণগুলো ব্যতীত আরো বিভিন্ন কারণে আমাদের আরবি মাসের তারিখ জানার প্রয়োজন হয়ে থাকে। যেমন যারা যদি প্রবাসে বসবাস করে তাদের পরিবারের ক্ষেত্রে অথবা কোন গুরুত্বপূর্ণ কাজে। তবে যে কাজেই হোক না কেন সবার জানা উচিত রমজান মাসের ক্যালেন্ডার সম্পর্কে। এতে করে আমরা অন্য দেশের প্রতি এবং তাদের দিন গণনার ক্ষেত্রে জানতে পারবো। বিশেষ করে রমজান মাসে এই ক্যালেন্ডার আমাদের অনেকেরই প্রয়োজন রয়েছে। চলুন নিচে থেকে আরবি মাসের ক্যালেন্ডার ২০২৩ দেখুন।
আরবি ১২ মাসের নাম কি কি?
আমাদের প্রয়োজন কারণে এবং শিক্ষা ক্ষেত্রেও আরবি ১২ মাসের নাম জানার প্রয়োজন হয়ে থাকে। এই ১২ মাসের নাম নিচে তুলে ধরা হলো।
- মহরম
- সফর
- রবিউল আওয়াল
- রবিউস সানি
- জমাদিউল আউয়াল
- জমাদিউস সানি
- রজব
- শাবান
- রমজান
- শাওয়াল
- জিলকত
- জিলহজ
আজকে আরবি মাসের কত তারিখ ২০২৩ লাইভ
- আজ হচ্ছে ইংরেজি মাসের তারিখ : ০৫ অক্টোবর, ২০২৩
- আজ আরবি মাসের তারিখ : ১৯ রবিউল আউয়াল, ১৪৪৪
- আজ বাংলা মাসের তারিখ : ২০ আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ
আরবিতে সপ্তাহের নাম
বিশেষ করে যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের আরবি সপ্তাহের নাম জানা দরকার। এখন আমরা আরবি সপ্তাহের সাত দিনের নাম আপনাদের সামনে তুলে ধরছি।
- ইয়ামুল জুমুয়া
- ইয়ামুহ সাবত
- ইয়াওমুল আহাদ
- ইয়ামুল ইছনাইনিল আজিম
- ইয়ামুছ ছুলাসছা
- ইয়ামুল আরবিয়া
- ইয়ামুল খামিস
আমাদের ওয়েবসাইটে ইতিপূর্বে এ বছরের রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশিত করা হয়েছিল। যদি কারো ক্যালেন্ডারটি প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট থেকে সারা বাংলা ক্যাটাগরি থেকে দেখে নিতে পারেন। উপরে আ পনারা জানলেন আজকে আরবি মাসের কত তারিখ ২০২৩ সম্পর্কে। তবে একটি বিষয় দেখা গেছে প্রতিবছর ইংরেজি মাস থেকে আরবি মাসগুলো দশ দিন করে পিছিয়ে যাচ্ছে। বিশেষ করে মুসলমানদের তাদের ধর্মীয় ইবাদতগুলো এই আরবি মাসের অনুসারে করতে হয়। আরো অন্যান্য মাস এবং দিনের তারিখ জানতে আমাদের সঙ্গে থাকুন।
আজকে আরবি হিজরি কত তারিখ?
১৯ রবিউল আউয়াল, ১৪৪৪
আইনিউজ/ইউএ
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?