Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ২০:০৫, ১২ জুন ২০২৩
আপডেট: ২১:২২, ১৩ জুন ২০২৩

টাঙ্গাইল জেলার সকল হাসপাতালের তালিকা এবং ফোন নাম্বার

আজকের প্রতিবেদনে হয়েছে টাঙ্গাইল জেলার সকল হাসপাতালের তালিকা এবং ফোন নাম্বার। মূলত এই আর্টিকেলের মাধ্যমে টাঙ্গাইল জেলার প্রতিটি থানা ভিত্তিক এবং ইউনিয়ন পর্যায়ে সকল সরকারি বেসরকারি হাসপাতালের তালিকা দেখতে পারবেন। ‌যা আপনাদের স্বাস্থ্যসেবার কাছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রত্যেক ব্যক্তির উচিত তা নিজ জেলাসহ নিকটস্থ সকল হাসপাতালের তালিকা সম্পর্কে জানা। ‌কারণ মানুষের স্বাস্থ্যগত অবনতি যেকোনো সময় হতে পারে এবং হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়ে থাকে। এমনও কিছু সময় রয়েছে এমন জায়গায় কোন ব্যক্তি অসুস্থ হয়ে যায় তার আশেপাশে কোন হাসপাতাল আছে কিনা সেই সম্পর্কে জানার প্রয়োজন হয়। ‌কিন্তু অনেকেই এই তাড়াহুড়ার মধ্যে জানতে পারে না। পূর্বে এ সমস্যাটি বেশি দেখা যেত। ‌কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির ছোঁয়া এখন এ কাজটি অত্যন্ত সহজ হয়ে গেছে।

যদি আপনার হাতে একটি স্মার্ট ফোন থাকে তাহলে খুব সহজেই এখন যেকোনো সময় যে কোন জায়গা থেকে নিকটস্থ হাসপাতালের তালিকা এবং নম্বর পেয়ে যাবেন। তবে আজকের আর্টিকেলে আমরা টাঙ্গাইল জেলার হাসপাতালের তালিকা এবং ফোন নাম্বার গুলো আপনাদের সামনে তুলে ধরবো। ‌বিশেষ করে যারা এই অঞ্চলে বসবাস করে তারা আমাদের এই আর্টিকেলটি বুক মার্ক করে রাখতে পারেন। যেকোনো দিন যেকোনো সময় কাজে লাগতে পারে এবং সঙ্গে সঙ্গে তা পেয়ে যাবেন।

আর ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে টাঙ্গাইল জেলা সম্পর্কে সকল তথ্যগুলো নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে। এই আর্টিকেলটি দেখতে নিচের অংশে দেখে নিন।

টাঙ্গাইল জেলার সকল হাসপাতালের তালিকা এবং ফোন নাম্বার

এই সকল হাসপাতালের নাম এবং ফোন নাম্বারের তালিকা সর্বশেষ আপডেট করা হয়েছে। ‌যাদের স্বাস্থ্য সেবা দরকার তারা অবশ্যই এটি আমাদের এখান থেকে সংরক্ষণ করে নিতে পারবেন। টাংগাইল জেলা যেমন শিক্ষা এবং অন্যান্য প্রযুক্তির কত দিক থেকে উন্নত ঠিক তেমনভাবে হাসপাতালে স্বাস্থ্য সেবা দিক থেকেও অনেক উন্নত। যেমন বেশ কয়েক বছর আগে ২৫০ শয্যা বিশিষ্ট শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং হাসপাতাল তৈরি করা হয়েছে। এখন আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে টাঙ্গাইল জেলার সকল সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সের নাম এবং ফোন নাম্বার।

টাঙ্গাইল জেলার সকল সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সের তালিকা এবং ফোন নাম্বার

 

Upazila Health Complex, Madhupur Mobile:  01730-324567
Upazila Health Complex, Nagarpur Mobile:  01730-324568
Upazila Health Complex, Sakhipur Mobile:  01730-324569
Upazila Health Complex, Dhonbari Mobile: 01730-32487
Upazila Health Complex, Mirzapur Mobile:  01730-324566
Upazila Health Complex, Kalihati Mobile  01730-324565
Upazila Health Complex, Ghatail Mobile:  01730-324563
Upazila Health Complex, Gopalpur Mobile:  01730-324564
Upazila Health Complex, Bhuapur Mobile::  01730-324561
Upazila Health Complex, Delduar Mobile: 01730-324562
Upazila Health Complex, Bashail Mobile: 01730-324560

 

টাঙ্গাইল জেলার সকল হাসপাতাল ও ফোন নাম্বার এর তালিকা ( প্রাইভেট )

 

Sheikh Hasina Medical College and Hospital
Address: Tangail 1900
Open 24 hours, Contact: 0921-63027
Care Hospital, Tangail
Address: Dhonbari Bus stand, Dhonbari,Tangail
Contact: 01313524402, 01313524403
Medico Hospital
Address: Registry Para Road, Tangail
 

Open 24 hours, Contact: 0921-61833

Medico Diagonistric Center
Tangail Sadar Tangail
Contact: 01720252987
Sonia Nursing Home
Address: Notun Bus Stand, Tangail
Open 24 hours, Contact: 01716-836683

Medinova Medical Services

Address: SR Bhaban,Thana Para, Tangail

Contact: 01874 972001,
Kumudini Hospital
Address: Mirzapur Rd, Mirzapur
 
Desh Bondhu Hospital & Diagnostic Center
Address: Mymensing Rd, Tangail 
Hours: Open 24 hours, Contact: 01912649160
Diabetic Hospital Tangail
Tangail Sadar,Tangail
Contact: 0921-62350
Marie Stopes Clinic
Address: Akur Takur Para, Tangail.
Contact:01733-955001
Sheba Clinic & Hospital
Address: Old Bus Stand, Tangail
Contact: 01711225211
Amina Clinic 
Address: New Bus Terminal Tangail
Contact. 01713539434
Mukta Specialize Hospital
Address:Tangail Sadar Tangail
Contact: 01720539966
Rajdhani Hospital  And Clinic
Address: Sabalia Tangail
Contact:. 01711155644
Doctors Clinic
Address: Registry Para Tangail
Contact : 0921-65150
Fair Clinic And Nursing Home
Tangail Sadar Tangail
Contact:-01716108842
Aisha Khanam Memorial Hospital
Tangail Sadar Tangail
Contact: 0921-64797
Samsul Haque Memorial Hospital
Tangail Sadar Tangail
Contact: 01819132643
Khan Diagonistric Center
Tangail sadar Tangail
Contact:01712578102
Meherun Nessa Diagonistric Center (Lab)
Tangail Sadar Tangail
Contact:01712286630
Asia Clinic
Address: Mymansing Road, Sabalia, Tangail
Contact:: 01740614450
New Janata Nursing Home
Tangail
Contact: 01819179198
Mukta Clinic
Tangail
Phone-01711576121
Fatema Clinic
Tangail
Contact: 01729118665
Afia Eye Center
Tangail
Contact:0921-64323
Dhaka Clinic
Tangail
Contact:017114776095
Medi-Care Clinic
Tangail
Contact:01715374312
Asia Clinic
Address: Sabalia, Tangail
Contact:: 01740614450
Meherun Nessa Diagonistric Center
Tangail Sadar Tangail
Contact: 01712286630
Khan Diagonistric Center
Tangail sadar Tangail
Contact:01712578102

 

উপরে আপনারা দেখলেন টাঙ্গাইল জেলার সকল হাসপাতালের তালিকা এবং ফোন নম্বর প্রাইভেট গুলোর। এ জেলাতে যেমন প্রতিটি উপজেলা সরকারি হাসপাতাল রয়েছে ঠিক তেমনভাবে এখানে জালের মতো ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের প্রাইভেট হাসপাতালগুলো। ‌যেগুলো সেবার মান আরো উন্নত এবং আধুনিক।

প্রতিদিন এ হাসপাতালগুলোতে প্রায় কয়েক হাজার লোক সেবা নিয়ে থাকে। ‌প্রাইভেট হাসপাতালগুলোতে বিভিন্ন ধরনের সরকারি ডাক্তাররা এসে রোগীদেরকে দেখে। বিশেষ করে শুক্রবারে প্রাইভেট হসপিটাল গুলোতে বেশি রোগী দেখা যায়। ‌যারা শুক্রবারে ডাক্তার দেখাতে ইচ্ছুক তারা অবশ্যই হাতের সময় নিয়ে আসবেন।

তবে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা এবং বিভিন্ন টেস্ট করানোর পূর্বে অবশ্যই এগুলো যথাযথ মূল্য জেনে নিবেন। কারণ অনেক সময় গ্রাহকদের কাছ থেকে প্রচুর অর্থ হাতে নেয়। এ বিষয়গুলো অবশ্যই সবার খেয়াল রাখতে হবে।

টাঙ্গাইলের সেরা হাসপাতাল কোনটি? 

টাঙ্গাইলে জলের মতো ছড়িয়ে ছিটে রয়েছে অসংখ্য হাসপাতাল যেগুলো সরকারি এবং বেসরকারি। ‌তবে এটি নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে ভালো হাসপাতাল কোনটি। ‌ এখন আপনাদের সামনে সেরা হাসপাতালের কিছু নাম গুলো উল্লেখ করবো ঠিকানা সহ।

২৫০ শয্যা বিশিষ্ট শেখ হাসিনা মেডিকেল হাসপাতাল

টাঙ্গাইল জেলার সবচেয়ে ভালো এবং আধুনিক হাসপাতাল হচ্ছে এটি।  আর এই হাসপাতাল হচ্ছে সরকারি হাসপাতাল এবং চিকিৎসা খরচ অত্যান্ত কম। এই হাসপাতালটি টাঙ্গাইল জেলার অভ্যন্তরে অবস্থিত। ‌টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বেই এই সদর হাসপাতালের অবস্থান। যোগাযোগের নম্বর: ০৯২১৬৩০২৭. 

কুমুদিনী হাসপাতাল

টাঙ্গাইল জেলার সকল হাসপাতালের তালিকায় প্রথম থেকে অবস্থান করছে কুমুদিনী হাসপাতাল। ‌এটি টাঙ্গাইল সদর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে মির্জাপুর থানায় অবস্থিত। এই হাসপাতালের চিকিৎসার মান এবং সেবা অত্যন্ত উন্নত। 

সোনিয়া নার্সিংহোম 

আপনি যদি টাঙ্গাইলের সেরা প্রাইভেট হাসপাতাল খুঁজে থাকে তাহলে অবশ্যই সোনিয়া নার্সিংহোমে যেতে পারেন। ‌সম্প্রীতি এর একটি নতুন শাখা তৈরি করা হয়েছে যা মূল শাখার বিপরীত পাশে। এ হাসপাতালটি অবস্থিত নতুন বাসস্ট্যান্ডের টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে। মোবাইল নাম্বার: ০১৭১৬৮৩৬৬৮৩

সেবা ক্লিনিক এন্ড হাসপাতাল

প্রতিদিন এখানে প্রচুর রোগী আসে ডাক্তার দেখাতে। ‌কারণ এখানে প্রতিনিয়ত আসে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ডাক্তার সমূহ। এই ক্লিনিকটি অবস্থিত টাঙ্গাইলের সদর উপজেলার অভ্যন্তরীণ অবস্থানে পুরাতন বাসস্ট্যান্ডে। ক্লিনিকটিভ যোগাযোগের মোবাইল নাম্বার হচ্ছে: ০১৭১১২২৫২১১। 

মেডিকো হাসপাতাল 

প্রাইভেট শীর্ষ পাঁচটি হাসপাতালের তালিকা রয়েছে মেডিকো হাসপাতাল। এই হাসপাতাল অবস্থিত রেজিস্ট্রি পাড়া, টাঙ্গাইলে। এখানে সকল অভিজ্ঞ ডাক্তার এবং বিশেষজ্ঞরা রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকে। ‌এছাড়াও চিকিৎসা খরচ অত্যন্ত কম এবং চিকিৎসার মান আধুনিক। হাসপাতালের যোগাযোগ নম্বর: ০৯২১৬১৮৩৩।

টাঙ্গাইল জেলার সকল হাসপাতালের তালিকা এবং ফোন নাম্বার ব্যতীত আরো অন্যান্য জেলা হাসপাতালের তালিকা জানতে আমাদের আই নিউজের সঙ্গে থাকুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়