ইমরান আল মামুন
কম দামে ভালো গিফট উপহার
আপনি কি আপনার বন্ধুকে কিংবা প্রিয়জনকে কম দামে ভালো গিফট উপহার দিতে চাচ্ছেন? কিন্তু কম দামের ভিতরে কোন গিফট ভালো হবে সেটি খুঁজে পাচ্ছেন না। তাহলে এই আর্টিকেলটি আজকে শুধুমাত্র আপনার জন্যই। কারণ এই আর্টিকেলে আপনারা পাচ্ছেন বন্ধুকে উপহার দেওয়া সেরা গিফট, গার্লফ্রেন্ডকে দেওয়া গিফট।
আমাদের আশেপাশে অনেক প্রিয় মানুষ হয়েছে যাদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপহার দিয়ে থাকি। আর এই উপহার দেওয়া হয় মূলত প্রিয় মানুষকে খুশি করার জন্য অথবা তার প্রিয় মুহূর্তকে ভালো রাখার জন্যে। আবার মানুষ একে অপরকে উপহার দিয়ে থাকে তাকে মনে রাখার জন্য।
কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানে না যে কোন গিফট করলে কে খুশি হবে অথবা কম টাকার মধ্যে ভালো গিফট কোনটি দেওয়া যায় সেটি। এজন্যে অনেকে দ্বিধাদ্বন্দে পড়ে গিফট দিতে পারেনা যার ফলে দুশ্চিন্তায় পড়ে যায়। তবে আজকের আমাদের এই আর্টিকেলটি পড়লে আপনাদের মন থেকে কনফিউশন চলে যাবে।
কম দামে ভালো গিফট উপহার
এই উপহার রয়েছে কয়েক ধরনের। কেউ বেশি মূল্যে গিফট করে আবার কেউ কম মূল্যের গিফট করে। বিশেষ করে ১০০০ টাকার মধ্যে সেরা গিফট গুলো বেশি খুজে থাকে আমাদের বাংলাদেশের মানুষেরা। বেশি দাম দিয়ে জিনিস কিনলে গিফট যে ভালো হবে সেটাই বড় কথা নয়। যদি আপনি অল্প দামের ভিতরে সেরা প্রোডাক্টটি খুঁজে পান তাহলেই আপনি ভালো গিফট দিতে পারবেন। অর্থাৎ এমন কিছু প্রোডাক্ট হয়েছে যেগুলো আপনি ৫০০ টাকার মধ্যে কিনে দিলে আপনার প্রিয়জন খুশি হবে। কিন্তু এ বিষয়ে অনেকের অজানা রয়েছে। আজকে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব।
ঘড়ি উপহার
বর্তমানে কমবেশি সবাই ঘরে ব্যবহার করে থাকে। শুধুমাত্র সময় দেখার জন্য মানুষ ঘরে ব্যবহার করে এমনটা নয়। ঘরে ব্যবহার করা এখন একটি স্টাইলও বটে। অনেক আগের থেকে এ ট্রেন্ডটি চলে আসছে আমাদের দেশের সহ সারা বিশ্বে। ২০০ টাকা থেকে শুরু করে প্রায় কয়েক লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির ঘড়ি পাওয়া যায়। কম দামে ভালো গিফট তালিকায় এটি প্রথম স্থানে রয়েছে। যদি আপনার বাজেট কম থাকে তাহলে চামড়াযুক্ত ফিতার ঘড়ি গিফট করতে পারেন। যদি আপনার বাজেট বেশি হয় তাহলে স্মার্ট ওয়াচ গুলো দিতে পারেন। এগুলোর মূল্য হয়ে থাকে সাধারণত ১০০০ থেকে শুরু করে কয়েক হাজার পর্যন্ত।
পাঞ্জাবি উপহার
যদি আপনার পছন্দের মানুষটি ছেলে হয় তাহলে তার জন্য অবশ্যই পাঞ্জাবি গিফট করতে পারেন। কারণ প্রত্যেক ছেলে পাঞ্জাবি পছন্দ করে। ৮০০ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি পেয়ে যাবেন বিভিন্ন দোকান থেকে। বিশেষ করে তার যদি জন্মদিন হয় কিংবা ছোট এরকম হয় সে ক্ষেত্রে অবশ্যই এ পন্যটি আপনি দিতে পারেন। আর ছেলেরা সবসময় পাঞ্জাবি পড়তে বেশি পছন্দ করে। সুতরাং কম টাকার মধ্যে গিফটের মধ্যে এটা রাখতে পারেন।
শাড়ি উপহার
যদি আপনি কোন মেয়েকে গিফট বা উপহার দিতে চান। তাহলে এটি দিতে পারেন। কম দামে ভালো গিফট তালিকায় এটি রয়েছে মেয়েদের জন্য একদম আদর্শ। একদম ছোট থেকে বয়স্ক পর্যন্ত সবাই শাড়ি পড়তে পছন্দ করে। ১০০০ টাকার মধ্যে একটি শাড়ি খুব সহজে আপনারা পেয়ে যাবেন। আর যদি যাকে উপহার দিচ্ছেন সে বয়সে কম হলে থাকে একই সঙ্গে চুড়ি গিফট করতে পারেন। এতে করে প্রতিটি মেয়ে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি খুশি হয় এই গিফটি পেয়ে।
মানি ব্যাগ গিফট
যদি আপনার বন্ধুর জন্মদিনে কিংবা স্পেশাল কোন দিনে গিফট দিতে চান তাহলে কম দামে ভালো গিফট এর মধ্যে মানিব্যাগ সবচেয়ে ভালো। কারণ প্রত্যেক ছেলে মানিব্যাগ ব্যবহার করতে পছন্দ করে তবে সেটি যদি চামড়া বা স্পেশাল হয়ে থাকে সেটি আরো তাদের কাছে বেশি স্মরণীয় হয়ে থাকবে। তাই স্বল্প বাজেটে যদি আপনি অর্থাৎ ৫০০ টাকার মধ্যে বন্ধুকে সেরা গিফট দিতে চান তাহলে অবশ্যই মানিব্যাগ দিতে পারেন।
এয়ারপড
আমাদের দেশে এখন প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করে থাকে। এয়ারপড ব্যবহার করা পছন্দ করেন না এমন একজন পাওয়া দুষ্কর। এখন এয়ারপড ব্যবহার করতে পছন্দ করে। ছেলে হোক মেয়ে হোক উভয়ে ব্যবহারের জন্য আপনি এই প্রোডাক্টটি গিফট করতে পারেন। মাত্র ৫০০ টাকায় ভালো মানের এয়ারপডগুলো পাওয়া যায়। ১০০০ টাকার মধ্যে সবচেয়ে ভালো গিফটের মধ্যে এটি একটি। এখনই নিয়ে নিন আপনার বন্ধুর জন্য এ প্রোডাক্টটি।
সানগ্লাস
ছেলেমেয়ে উভয় ব্যবহার করে এমন যদি কোন উপহার দিতে চান তাহলে অবশ্যই সানগ্লাস দিতে পারেন। কারণ এটি ছোট থেকে বয়স্ক পর্যন্ত এবং ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে খুব সহজেই। আর বর্তমানে সানগ্লাস ব্যবহারের জনপ্রিয়তা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাই আপনার প্রিয়জনকে কম দামে ভালো গিফট দিতে এ প্রোডাক্টটি দিতে পারেন।
পারফিউম
এ যুগে পারফিউম ব্যবহার করেনা এমন মানুষ পাওয়ায় কষ্টসাধ্য। জন্মদিনের উপলক্ষে কিংবা যে কোন প্রয়োজনে আপনার প্রিয় মানুষকে পারফিউম গিফট করতে পারেন। সাধারণত এর মূল্য হয়ে থাকে ২০০ টাকা থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত। আপনার প্রিয় মানুষটি কোন ঘ্রাণ বেশি পছন্দ করে সে অনুসারে একটি পারফিউম গিফট করতে পারেন।
কম দামে ভালো গিফট তালিকা দেখার পাশাপাশি আরো অন্যান্য গিফট সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন। আর সকল তথ্যগুলো দ্রুত আপডেট পেতে আমাদের ওয়েবসাইট বুক মার্ক করুন।
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?