ইমরান আল মামুন
আপডেট: ১৭:০১, ২৭ আগস্ট ২০২৩
নতুন ফানি পোস্ট বাংলা
পাঠকদের জন্য আজকে রয়েছে নতুন ফানি পোস্ট বাংলা। এর মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারীর যে কেউ ফানি পোস্ট সম্পর্কে জানতে পারবে। আমাদের মধ্যে অনেকেই এই ধরনের পোস্টগুলো খুজে থাকে।
আদিম যুগ থেকে মানুষ মজা করতে পছন্দ করে থাকেন। সেটি হোক নিজের পরিবারের সাথে কিংবা বন্ধুদের সাথে। নানা ধরনের ছন্দের মাধ্যমে অথবা কৌতুকের মাধ্যমে একে অপরের মনোরঞ্জন করে থাকে। এমনকি নিজের স্বামীর স্ত্রীর মধ্যেও কৌতুকের মাধ্যমে একে অপরকে অভিনন্দন করে। মধ্যযুগে এই পরিমাণটা আরো বৃদ্ধি পেয়েছে। জীবন বিভিন্ন যাত্রাপালায় এ ধরনের কৌতুকের আয়োজন করা হতো। তখন আশেপাশের এলাকার মানুষ এই যাত্রাপালায় অংশগ্রহণ করত।
এরপর যখন টিভি রেডিওর চ্যানেল আসলো তখন মানুষজন এগুলোতে সম্প্রচার করত। প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে এই সময়। কখন স্মার্ট ফোন এবং সোশ্যাল মিডিয়ার প্রচলন হলো তখন এর ব্যবহারের চাহিদা আরও বৃদ্ধি পেয়ে গেল। বর্তমান সময়ে এখন ফেসবুকসহ নানা সোশ্যাল মিডিয়া গুলোতে বিভিন্ন ধরনের হাস্যরসাত্মক কৌতুক গুলো শেয়ার করা হয়ে থাকে। এর মধ্যে অনেকেই নিজেরাই পোস্ট করে থাকে। তবে কেউ জানে না কোন ধরনের ফানি পোস্ট বাংলা করলে তাদের প্রোফাইলে সবাইকে হাসাতে পারবে এবং আনন্দে রাখতে পারবে।
নতুন ফানি পোস্ট বাংলা
এখনকার বেশিরভাগ মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম অর্থাৎ একাউন্টে পরিবারের এবং বন্ধু-বান্ধবের সাথে সংযুক্ত থাকে। এ সকল সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে অনেকে তার প্রিয় মানুষদেরকে হাসাতে চায় এবং নিজেকে হাসাতে পছন্দ করে। কৌতুক অনেকের নিজে বানাতে পারে এবং নিজে লিখতে পারে।
কিন্তু অনেকে আছে যারা ফানি পোস্টগুলো দিতে পারেনা। তাই বেশি বেশি করে ইন্টারনেটে তারা এ ধরনের ফানি পোস্টগুলো খুজে থাকে। অন্যদের মত আমাদের বন্ধু-বান্ধব কোথাও এই ধরনের পোস্ট খুঁজে। যারা আশানরূপ মজাদার পোস্টগুলো খুঁজে পান না তাদের জন্য আমাদের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই আর্টিকে তুলে ধরা হচ্ছে সর্বশেষ কৌতুক এবং ফানি স্ট্যাটাস গুলো। যার মাধ্যমে একজন ব্যক্তি সরাসরি কপি করে তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করতে পারবে অথবা নিজের মত করে লিখে নিতে পারবেন।
আপনারা আমাদের এখান থেকে কপি করে সহজে দিতে পারবেন। কারণ সকল ফানি স্ট্যাটাস, সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এতে করে আপনারা নির্দ্বিধায় কপিরাইট ফ্রি ভাবে এগুলো ব্যবহার করতে পারবেন। দেরি না করে এখনই নিচে থেকে দেখে নিন।
নতুন ফানি পোস্ট বাংলা
প্রকৃতপক্ষে কেউ কারো আপন না, ঘুম থেকে উঠার পর নিজের লুঙ্গিটাও কোমরে পাই না।
যখন ফোনের ইন্টারনেট প্যাক ফুরিয়ে যায় তখন গ্যালারি ছবিগুলো দেখতেও মজা লাগে।
বিরিয়ানিতে বিড়ি নাই, মুড়ি ঘণ্টাতে মুড়ি নাই , গরম মসলা গরম নাই। তেমনভাবে এই মনেতে তুমি নাই।
ছোট থাকতে স্কুল বন্ধের জন্য যত দোয়া করেছি ২০২০ সালে এসে সকল দোয়া কবুল হয়ে গেছে।
মনকে জিজ্ঞাসা করছি ৬ মাস পর একজনকে ছেড়ে দিতে, সে উত্তর দিয়েছে ছেড়ে দিয়েছি তখনই নতুন একজনকে পেয়েছি।
কি আকাশ তোমাকে পটানোর বাম হাতের কাজ কিন্তু সমস্যা হল আমি ডান হাতে কাজ করি।
আমার দুঃখের কাহিনী শুনে কি করবা বুঝবে না তো আমারে বুঝ মনটা।
দাদা বাড়ির নানা বাড়ির সবাই দেখা শেষ শুধু টাকা বাকি রয়েছে শ্বশুর বাড়িতে।
চিকন মানুষগুলো সব সময় নম্র, ভদ্র এবং সহজ সরল। যেমনটা আমি।
একবার শুধু কলেজ জীবন শুরু করা আর শুক্রবারে কলেজে যামু।
আজকে গরিব বলে ফেসবুক চালাই বড়লোক হলে ড্রাইভার রেখে চালাতাম।
মেয়েদের ফানি পোস্ট বাংলা
এর মত মেয়েরাও বিভিন্ন ফানি পোস্টেও পছন্দ করে। বিভিন্ন সময় বন্ধু-বান্ধব এবং ফ্যামিলির সাথে মজা করে এই ধরনের পোস্টগুলো শেয়ার করে থাকে। এর মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের মজাদার অনুভূতি গুলো প্রকাশ হয়ে থাকে। এমন কিছু ফানি ফেসবুক পোস্ট।
যদি আপনার প্রপোজ করার ইচ্ছে থাকে তাহলে এখনই করে ফেলুন কারণ শুক্রবারে ফেরাতে পারিনা।
সারা জীবন প্রেম আসে না, মানুষের জীবনে আসে দু একবার। সুতরাং যে আসে তাকে কখনো ফেরত দিতে নেই।
আমার ধৈর্যের পরীক্ষা নিও না, ছোটবেলা থেকে আমি বিটিভি দেখে বড় হয়েছি।
নাটকের তাহেরা তো তাহলে আমাদের এত বড় নাটক পড়ার প্রয়োজন হতো না।
ছোটবেলায় অনেক কিউট ছিলাম কিন্তু মানুষের নজরে চলে গেছে যে কালো হয়ে গেছি।
জীবনে অনেক কিছু পাইছি কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের পিতার নিকট থেকে চাওয়ার টাকা আর পাইনি।
আইন নিজের হাতে তুলে নেবেন না মশা ধরে পুলিশের হাতে তুলে দিন।
ফেসবুক ফানি পোস্ট বাংলা নতুন
আমরা যে স্ট্যাটাস গুলো পড়ি তার বেশিরভাগই ফেসবুকে দেওয়া হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন ফেসবুক ব্যবহার করে থাকে এবং ফানি পোস্টগুলো সেখানেই। ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রায় সবাইকে একসঙ্গে করে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া যায়। মানুষজন এজন্য সবাইকে হাসানোর জন্য এ ধরনের ফানি পোস্টগুলো দিয়ে থাকে।
যে মেয়েরা তেলাপোকা দেখে বিছানায় শুয়ে দেয় তারাই ফেসবুকে এসে পোস্ট দেয় বিয়ের পর স্বামীকে পেটাবে।
সব সময় বউয়ের সাথে সুখ সম্পর্ক বজায় রাখুন কারণ সামনের শীত আসতেছে। কম্বলের নিচে জায়গা নাও পেতে পারেন।
গুগলে সার্চ করছিলাম google আমার হিস্টরি দেখে দিল সবার সামনে। এই বেদনা কোথায় রাখি।
মানসিক শান্তির জন্য প্রেমে পড়েছিলাম এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি।
বিয়ের পর বউকে রাগ দেখিয়ে কখনো দরজা বন্ধ করে দিবেন না কারণ সে বাপের বাড়ি চলে যাবে।
তোমাকে ছাড়া আমি বাঁচবো না বলা ছেলেটা চল্লিশার দাওয়াত দিও বলে চলে যায়।
চ্যাটিং করার মত স্পেশাল কেউ নাই হুদাই ঘুরাঘুরি করে ফেসবুকে। প্রেম করে করে দেবদাস হয়ে যাচ্ছি মানুষ সেটাই ভাবছে।
চিকন মেয়েদের সাথে কখনো প্রেম করবেন। পালানোর সময় তাকে কোলে নিয়ে দৌড়াতে পারবেন।
যে মেয়েরা বিটিএস এর ফ্যান না ওইটা মেয়ে নয় চান্দের টুকরা।
ফেসবুক ফানি স্ট্যাটাস বাংলা জানেন এই আর্টিকেলের মাধ্যমে আপনারা। অন্যান্য যেমন ইসলামিক মেয়েদের নাম, বাচ্চার ছবি ইত্যাদি পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত দেখুন।
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?