আই নিউজ প্রতিবেদক
রমজানের ইফতার ও সেহরীর সময়সূচী ২০২৪
ইফতার ও সেহরীর নির্দিষ্ট সময়সূচী ২০২৪
বাংলাদেশে কাল থেকে শুরু হচ্ছে রমজান। রমজানের ইফতার ও সেহরীর সময়সূচী ২০২৪ যারা খুঁজছেন তাঁদের জন্য আই নিউজের এই প্রতিবেদন। কেননা, এই প্রতিবেদনে ইফতার ও সেহরীর নির্দিষ্ট সময়সূচী জানিয়ে দেয়া হবে।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে, আগামীকাল থেকে দেশে রমজান পালন পালিত হবে। রমজান মাস আসলেই আমাদেরকে জেনে নিতে হয় রমজানের ইফতার ও সেহরীর সময়সূচী ২০২৪।
তবে শুধু রমজানের ইফতার ও সেহরীর সময়সূচীই শুধু জানলে হবে না। জানতে হবে রমজান নিয়ে কোরআন-হাদীসে বর্ণিত বিভিন্ন মাসলা, মাসায়েল এবং নির্দেশনা। কেননা, রমজান মাসকে আল্লাহ প্রত্যেক মুমিনের জন্য তাকওয়া অর্জনের মাস হিসেবে ঘোষণা করেছেন।
নিচের ক্যালেন্ডার থেকে জেনে নিতে পারবেন রমজানের ইফতার ও সেহরীর সময়সূচী ২০২৪
রোজার নিয়ত কীভাবে করব?
নিয়ত এটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো মনে মনে ইচ্ছা করা। অতএব কেউ যদি সূর্যাস্তের পরবর্তী কোনো একসময়ে মনে মনে এই ইচ্ছা করে যে, আমি আগামীকাল রমজানের রোজা রাখব, তা হলে তার নিয়ত সংঘটিত হয়ে যাবে। নিয়ত সহিহ হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত নয়। তবে তা উত্তম। (ফাতাওয়া আলমগিরি-১/১৯৫)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক ব্যক্তির আমল নিয়তের ওপর নির্ভরশীল।’ (বুখারি, ১) কোনো ব্যক্তির আমল আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত কবুল হয় না, যতক্ষণ পর্যন্ত তার নিয়ত সঠিক হয় না। সুতরাং পবিত্র রমজানের রোজা রাখার ক্ষেত্রেও নিয়ত একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়।
রোজার নিয়ত কখন করবো?
সূর্যাস্তের পর থেকে পূর্ব অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্তের মধ্যবর্তী সময়ের আগ পর্যন্ত রমজানের রোজার নিয়ত করার অবকাশ আছে। তবে সুবহে সাদিকের আগেই নিয়ত করে নেওয়া উত্তম। (বাদায়েউস সানায়ে- ২/২২৯; আল বাহরুর রায়েক-২/২৫৯)
রোজার নিয়তের জন্য মুখ দিয়ে নির্ধারিত শব্দ বা বাক্য উচ্চারণ করা জরুরি নয়। বরং অন্তরের ইচ্ছাই যথেষ্ট। এমনকি রোজার জন্য সেহরি খাওয়াটাও নিয়তের স্থলাভিষিক্ত। কিছু লোক আরবিতে রোজার নিয়ত করাকে আবশ্যকীয় মনে করে থাকেন অথচ তা সঠিক নয় (জাওয়াহিরুল ফিক্হ ১/৩৭৮)। তবে আরবি নিয়ত করলে অসুবিধা নেই।
প্রত্যেক রোজার জন্য ভিন্ন ভিন্ন নিয়ত করা জরুরি (ফতোয়ায়ে হিন্দিয়া ১/১৯৫)। অর্ধ দিনের আগে নিয়ত করলে রোজা বিশুদ্ধ হয়ে যাবে (ফতোয়ায়ে হিন্দিয়া ১/১৯৫)।
আরবিতে রোজার নিয়ত
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম।
জানিয়ে দিলাম রমজানের ইফতার ও সেহরীর সময়সূচী ২০২৪ এবং পবিত্র রমজানের কিছু নির্দেশনা, মাসলা-মাসায়েল। প্রত্যেক মুমিনের জন্য রমজান মাস হোক আনন্দ আর নেকি লাভের মাস। এই প্রত্যাশা করছি।
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?