ইমরান আল মামুন
আশুরার রোজার ফজিলত
আরবি বছরের গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে মহরম মাস। আর তারে প্রেক্ষাপটে আজকে আমরা জানবো আশুরার রোজার ফজিলত সম্পর্কে। অর্থাৎ উক্ত বিষয় সম্পর্কেই আজকের এই সম্পূর্ণ প্রতিবেদন আলোচনা করা হচ্ছে।
আন্তর্জাতিক বছর গণনার জন্য রয়েছে নির্দিষ্ট ক্যালেন্ডার এবং তাদের বর্ষপুঞ্জিকা। যেমন বাংলাতে রয়েছে বাংলাবর্ষ। ঠিক তেমনভাবে আরবিতে রয়েছে আরবি বর্ষ। আর এই বর্ষা শুরু হয়ে যায় মহরম মাসের মাধ্যমে। আরবি সালের যতগুলো মাস হয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মহরম মাস। অর্থাৎ এই মাসে ধারায় আরবি মাস শুরু হয়ে থাকে। আমাদের দেশে এই মাসের প্রথম দিন বিভিন্ন ধরনের কার্যক্রম পালন করা হয় এমনকি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়। তবে যাই হোক আমরা প্রথম দিনের কথা জানবো না আজকে আমরা জানবো এই মাসে রোজা রাখার ফজিলত ও অন্যান্য বিষয় নিয়ে। আসলে এখন আমরা এই প্রসঙ্গ সম্পর্কে নিচে থেকে পূর্ণাঙ্গ তথ্যগুলো জানার চেষ্টা করি।
আশুরার রোজার ফজিলত
মূলত মহরম মাসের ১০ তারিখ হচ্ছে আশুরা। এ সময় ইসলামিক ভাবে বিভিন্ন অনুষ্ঠান ও অন্যান্য বিষয়গুলো আয়োজন করা হয়ে থাকে। তবে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে রোজা রাখা। রমজানের সময় ৩০ রোজা রাখতে হয়। ঠিক তেমনভাবে এই সময় রোজা রাখার জন্য অনুরোধ করা হয়েছে এমনকি রয়েছে অনেক বেশি ফজিলত। তবে এই সময় ৩০ টি রোজা পালন না করা হলেও মোট দুইটি রোজা পালন করতে বলা হয়েছে। যদিও রোজা রাখা হয় ১০ মহরম তারিখে। কিন্তু এই সময় ইহুদিরাও রোজা রাখেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ যখন মদিনায় হিজরত করেন তখন সেখানে দেখেন ইহুদিরা এই সময়ে রোজা পালন করেন। তার ওই প্রেক্ষাপটে তাদের থেকে আলাদা ভাবে হতে ৯ তারিখে অথবা ১১ তারিখে মোট ২টি রোজা করার জন্য বলা হয়েছে।
আর এ রয়েছে অনেক বেশি ফজিলত। কয়েকটি হাদিসে রয়েছে যে এ সময় যে ব্যক্তি রোজা রাখে তার পূর্ববর্তী বছরের সকল সগিরা গুনাহ মাফ করে দেন মহান আল্লাহ তাআলা। এছাড়াও বান্দার আশা এবং অন্যান্য রহমত দান করা হয়ে থাকে। তাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ নিজে এ সময়ে রোজা রাখতেন এবং সবাইকে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জানাতেন। আর তাদেরকে উৎসাহিত করতে এ সময় রোজা রাখার জন্য।
আমাদের দেশের মুসলিমরাও এই সময় রোজা রাখেন এবং মহান আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জন করে থাকেন। ইসলাম সংক্রান্ত তথ্য এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হলে আমাদের সঙ্গে থাকুন এবং দেখে নিন সকল হাদিসগুলো।
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?