নিজস্ব প্রতিবেদক
ড. সৈয়দ মুজতবা আলীর জন্মবার্ষিকী পালন করলো বিশ্ব কবিমঞ্চ
ছবি- আই নিউজ
বিশ্ব কবিমঞ্চের আয়োজনে বহুভাষাবিদ ও বাংলা সাহিত্যের অন্যতম একজন রম্য লেখক ড. সৈয়দ মুজতবা আলীর ১১৯ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ঢাকা বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভা, কবিতা পাঠ, গান ও মুজতবা আলী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে।
বিশ্ব কবিমঞ্চ এর কেন্দ্রীয় আহবায়ক কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে এদিন অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক কবি আনজীর লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার ও নির্মাতা গাজী রাকায়েত হোসেন। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথা সাহিত্যিক কৃষ্ণ কান্ত বিশ্বাস।
অনুষ্ঠানে ড. মুজতবা আলীকে নিয়ে আলোচনা করেন প্রফেসর ইন্দুপ্রভা দাস, ব্যারিস্টার আবু সালেহ আব্দুল্লাহ, লেখক চারুউত্তম বড়ুয়া, এডভোকেট গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট বাচিক শিল্পী লায়লা আফরোজ এবং বাদল সাহা শোভন।
কবিকন্ঠে কবিতা পাঠ করেন নাহার আহমদ, লিলি শেঠ, উম্মেল খায়ের, মো. মাহবুবুর রহমান, মৌটুসী খন্দকার, সিলেটনামা পাঠ করেন জালাল খান ইউসুফী, কবি কিবরিয়া আল্লামা, দিপন সরকার, চামিলি সিনহা। অনুষ্ঠানে সংগীত পরিবেশ করেন মেহেদী পারভেজ।
আই নিউজ/এইচএ
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা