মো. কাওছার ইকবাল
কবিতা: ঝরাপাতা পড়ে থাকে না
ঝরা পাতার গান
ঝরাপাতা শুধু পড়ে থাকে না,
না বলা কথা বলে যায়।
জন্মেছিল সে কুঁড়ি হয়ে,
বাহারি রূপ ছিল সারা গায়ে
নন্দিত বনে কিংবা রাস্তার পাশে,
বাড়ির আঙিনায় মাঠে প্রান্তরে।
ঝরাপাতা শুধু পড়ে থাকে না,
না বলা কথা বলে যায়।
সবুজ পাতায় যেন সুরের মূর্ছনা
তাকালেই মন জুড়িয়ে যায়,
শুকনো পাতার মর্মরধ্বনি
জীবনের কথা বলে যায়।
জীবন্ত যে, থাকে শত আদরে
হাতের কোমল স্পর্শে দোল খায়।
ঝরাপাতা শুধু পড়ে থাকে না,
না বলা কথা বলে যায়।
ঝরাপাতা পায়ের চাপে পিষে
মর্মর শব্দে শুধুই বলে যায় --
এই কি নিয়ম আর রীতি জগতের
আমাকে আদর-আহ্লাদ বুঝি শেষ।
ঝরাপাতা বলে, জাগতিক নিয়ম
যতই থাকো আদরে, ঝরে গেলে সব শেষ।
ঝরাপাতা শুধু পড়ে থাকে না,
না বলা কথা বলে যায়।
কবি: মো. কাওছার ইকবাল, সাংবাদিক ও গবেষক
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা