Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ২৭ আগস্ট ২০২৪

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃ*ত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কাজী নজরুল ইসলাম।

বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কাজী নজরুল ইসলাম।

মানবতা আর সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি বিদ্রোহী কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ৪৮ বছর আগের আজকের এই দিনে (১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র) ঢাকার পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বাংলা সাহিত্য ও সংগীতের অনন্য এই কবি। 

১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তার ডাকনাম ছিল দুখু মিয়া। শৈশব থেকেই কঠিন দারিদ্র্য মোকাবিলা করে বড় হয়েছেন তিনি। কবি নজরুল ইসলাম সৃষ্টিশীল ছিলেন মাত্র ২৩ বছর। এই সময়েই সাহিত্যজীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ।

কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ–বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে।

বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ খ্রিষ্টাব্দের ২৪ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুলকে সপরিবার বাংলাদেশে আনা হয়। তাকে দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে কবিকে সম্মানসূচক ডি–লিট উপাধিতে ভূষিত করে। ১৯৭৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়। একই বছরের ২১ ফেব্রুয়ারি একুশে পদকে ভূষিত করা হন জাতীয় কবি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়