Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

কবিতা

প্রকাশিত: ০৯:২৫, ১ জুন ২০২০

এক একটা দিন ।। কাজী নুসরাত শরমীন

ফাইল ফটো

ফাইল ফটো

এক একটা দিন অন্ধকারে ডুবে যাই
এক একটা দিন কিচ্ছু লেখা হয় না,
স্ক্রীনে শব্দের খই ফোটে না তারার মতন।

এক একটা দিন মন পাহাড়ের বুক চিরে
নামে আষাঢ়-শ্রাবণ।
এক একটা দিন ঘুমের ভেতর দেখি
নরকের কীটগুলো হেঁটে বেড়াচ্ছে লোকালয়ে।
এক একটা দিন স্মৃতির ঝাঁপি খুলে বসে থাকি,
ঝুম বরষায়।
এক একটা দিন খুব একলা লাগে,
এক একটা দিন মৃতের শহর ঘুরে আসি
এ মাথা থেকে ও মাথা।

এক একটা দিন তীব্র মাথা ব্যথা
হাশরের মাঠ,
সূর্যটা মাথার ‍ওপর।
এক একটা দিন দীর্ঘ নরকবাস শেষে
পুনরুত্থানের অপেক্ষায়...

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়