শিল্প ও সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১৪:০০, ৪ জুলাই ২০২০
বিশিষ্ট প্রকাশক লুৎফর রহমান চৌধুরী আর নেই
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক ও সন্দেশ প্রকাশনীর স্বত্বাধিকারী বিশিষ্ট প্রকাশক লুৎফর রহমান চৌধুরী আর নেই।
রাজধানীর বড় মগবাজারের নিজ বাসভবনে শনিবার (৪ জুলাই) সকাল দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সন্দেশ প্রকাশনীর ব্যবস্থাপক হাসান এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।
হাসান বলেন, “বাসাতেই তিনি মৃত্যুবরণ করেছেন। উনার পরিবারের সদস্যরা বিদেশে বসবাস করেন। দেশেও আত্মীয়স্বজন আছেন। পরিবারের সদস্যরা আলোচনা করে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।”
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, “সন্দেশ প্রকাশনীর মধ্য দিয়ে লুৎফর রহমান বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, বিশেষ করে অনুবাদ সাহিত্যে তার অবদান চিরস্মরণীয়। সন্দেশ প্রকাশনী থেকে বিশ্বসাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ বই প্রকাশ হয়েছে এবং বাংলা সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ বই অনুদিত হয়েছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।”
শাহবাগ আজিজ মার্কেট বইপাড়া হিসেবে গড়ে ওঠার পেছনে যে কয়জন প্রকাশকের অনন্য অবদান রয়েছে, লুৎফর রহমান তাঁদের একজন। তাঁর মালিকানাধীন সন্দেশ প্রকাশনীর শোরুম ছিল আজিজ মার্কেটে। সন্দেশ নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন তিনি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
শিল্প ও সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা
সর্বশেষ
জনপ্রিয়