Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

শিল্প ও সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ৮ জুলাই ২০২০

করোনায় শিশুসাহিত্যিক আলম তালুকদারের মৃত্যু

করোনাভাইরাস কেড়ে নিল  শিশুসাহিত্যিক ও মুক্তিযোদ্ধা আলম তালুকদারের প্রাণ। বুধবার (৮ জুলাই) তিনি না ফেরার দেশে চলে গেছেন।

বিষয়টি আলম তালুকদারের মেয়ে নিপা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ‘ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বাবা মারা গেছেন।  গত শনিবার উনার করোনার পরীক্ষার ফল পজেটিভ আসে। ’

আলম তালুকদারের জন্ম ১৯৫৬ সালে টাঙ্গাইলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ছড়াকার হিসেবে পরিচিত ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন আলম তালুকদার।

১৯৬৮ সালে দেয়াল পত্রিকার মাধ্যমে লেখালেখি শুরু হয় তাঁর। কর্মজীবনে তিনি গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক  ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অবসর জীবন-যাপন করছিলেন। 

তাঁর ছড়া এবং গদ্যের বইয়ের মধ্যে- ঘুম তাড়ানো ছড়া, প্যাচাল না আলাপ, মহাদেশ বাংলাদেশ উপদেশ, অবশিষ্ট মুক্তিযোদ্ধা, কেমন করে স্বাধীন হলাম, এক স্বাধীন তিন রাজাকার, যখন ম্যাজিস্ট্রেট ছিলাম উল্লেখযোগ্য। 

শিশু সাহিত্যিক আলম তালুকদারের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়