শিল্প ও সাহিত্য ডেস্ক
সুবর্ণ প্রকাশনীর স্বত্ত্বাধিকারী মাহফুজুল হক আর নেই
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রকাশনা সংস্থা সুবর্ণ’র স্বত্ত্বাধিকারী আহমেদ মাহফুজুল হক । বৃহস্পতিবার রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আহমেদ মাহফুজুল হক। প্রায় দুই সপ্তাহ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
ফরিদ আহমেদ বলেন, ‘বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। দেশের সৃজনশীল প্রকাশনা জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তার মৃত্যুতে প্রকাশক সমাজ শোকাহত। তার আত্মার শান্তি কামনা করি। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
তার ছোট ভাই এবং মওলা প্রকাশনীর সত্ত্বাধিকারী মাহমুদুল হক জানিয়েছেন, ‘বনানী কবরস্থানে পারিবারিকভাবে কবরের জন্য নির্ধারিত জায়গা কেনা রয়েছে। সরকারি অনুমতি পেলে সেখানেই সমাহিত করা হবে। এটা পারিবারিক সিদ্ধান্ত। মৃত্যুর আগের তার করোনা পজেটিভ থাকায় এখন সরকারি সিদ্ধান্তের ওপরই নির্ভর করতে হবে।’
আইনিউজ/এসডিপি
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা