Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

শিল্প ও সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ৪ আগস্ট ২০২০

কবি আলেয়া চৌধুরী আর নেই

নিউইয়র্কের রকল্যান্ডে বসবাসরত কবি আলেয়া চৌধুরী মারা গেছেন। ৩ আগস্ট রাতে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কবির পারিবারিক স্বজন শাহরিয়ার সালাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি ওই অ্যাপার্টমেন্টে একাই থাকতেন।

শাহরিয়ার সালাম জানান, রকল্যান্ডে প্রয়াতের কাছাকাছি থাকেন একটি প্রযুক্তি কোম্পানির প্রধান শামসুল আলম। বাংলাদেশ থেকে আলেয়া চৌধুরীর উদ্বিগ্ন ভাইয়ের ফোন পেয়ে সোমবার সন্ধ্যার পর কবির অ্যাপার্টমেন্টে যান তিনি। কমপ্লেক্সের তত্ত্বাবধায়কের সাহায্য নিয়ে অ্যাপার্টমেন্টের তালা ভেঙে দেখা যায়, বাথরুমে আলেয়া চৌধুরীর মৃতদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

আলেয়া চৌধুরীর আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে আইনজীবী তাঁর শেষকৃত্যের (সমাধির) আয়োজন করছেন বলে জানান। মৃত্যুর সঠিক সময় মেডিকেল পরীক্ষার আগে জানা যাচ্ছে না।

শুধু কবিই নন, আলেয়া চৌধুরী একজন সংগ্রামী নারী। লেখালেখির মতো জীবনের শুরু থেকেই অন্যায়ের বিরুদ্ধে বারবার ঝলসে উঠে তার কণ্ঠস্বর।

আলেয়া চৌধুরীর জন্ম কুমিল্লার উত্তর চর্থা গ্রামে। তিনি অবিবাহিত ছিলেন, নিউইয়র্কে একাই থাকতেন। ১৯৬৯ সালে গ্রাম্য পঞ্চায়েতের অমানবিক বিচারের পর ঢাকায় পালিয়ে এসে হকারের কাজ নেন ক্ষুব্ধ আলেয়া চৌধুরী। রিকশা, বাসচালক হিসেবেও কাজ করেন তিনি।

১৯৭০ সালে বেগম পত্রিকায় তার লেখা কবিতা প্রকাশিত হয়। ১৯৭৩ সালে প্রথম কবিতার বই 'জীবনের স্টেশনে' প্রকাশ হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র মিলিয়ে তার ১১টি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে।

মাত্র ১৮ বছর বয়সে ইরান ও জার্মানি ভ্রমণ করেন আলেয়া চৌধুরী। ২০ বছর বয়সে মাছ ধরার নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে থিতু হন।

আলেয়া চৌধুরীকে নিয়ে নিউইয়র্কের স্টার ম্যাগাজিন ‘উইমেন অব দ্য ইয়ার’ শীর্ষক প্রচ্ছদ কাহিনি প্রকাশ করে। ১৯৯৪ সালে দিনা হোসেন ‘আলেয়া: অ্যা বাংলাদেশি পোয়েট ইন আমেরিকা’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়