শিল্প ও সাহিত্য ডেস্ক
করোনায় বিখ্যাত উর্দু কবি রাহাত ইন্দোরির মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের নামকরা উর্দু কবি রাহাত ইন্দোরি মারা গেছেন। মঙ্গলবার ভারতের মধ্যপ্রদেশে ইন্দোর জেলার একটি হাসপাতালে তিনি মারা যান।
হিন্দুস্তান টাইমস জানায়, করোনা পরীক্ষায় পজিটিভ ফল আসায় শ্রী অরবিন্দ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৭০ বছরের রাহাত ইন্দোরি।
হাসপাতালের চিকিৎসক ড. বিনোদ ভান্ডারি বলেন, আজ দুইবার হার্ট অ্যাটাক হয় তার। গত রোববার করোনা শনাক্তের পর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শরীরে ৬০ শতাংশ নিউমোনিয়াও ছিল।
১৯৫০ সালে ইন্দোরে জন্ম নেয়া এই উর্দু কবি চিত্রশিল্পী হিসেবেও পরিচিত। বলিউডে অনেক ছবির জন্য গান লিখেছেন রাহাত ইন্দোরি।
তার মৃত্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী শোক প্রকাশ করে টুইট করেছেন। ইতিহাসবিদ এবং লেখক রানা সাফভি বলেন, তিনি ছিলেন কাব্য জগতের সাহসী কণ্ঠস্বর। তার মৃত্যুতে বিশাল ক্ষতি হয়ে গেল।
আইনিউজ/এসডিপি
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা