Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:৩৮, ১৭ আগস্ট ২০২০
আপডেট: ১৪:৩৩, ১৭ আগস্ট ২০২০

কবি শামসুর রাহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

কবি শামসুর রাহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০০৬ সালের ১৭ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শেষ ইচ্ছানুযায়ী বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। করোনা পরিস্থিতিতে এবার কবির মৃত্যুবার্ষিকীতে নেই তেমন কোনো আয়োজন।

১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুৎটুলীতে জন্মেছিলেন কবি শামসুর রাহমান। ৭৭ বছরের বর্ণময় জীবনের বড় অংশজুড়েই নিমগ্ন থেকেছেন কবিতাচর্চায়। জীবনানন্দ-পরবর্তী বাংলা কবিতাচর্চায় যে কজন কবির নাম উল্লেখযোগ্য হিসেবে প্রথম সারিতে বিবেচনা করা হয়, শামসুর রাহমান তাদের মধ্যে অন্যতম। তিনি সাম্প্রদায়িকতা ও স্বৈরাচারের বিরুদ্ধে যেমন প্রতিবাদ করেছেন, তেমনি মুক্তিযুদ্ধকালে স্বাধীনতার আকাক্সক্ষায় উজ্জীবিত মানুষকে প্রেরণা দিয়েছেন তার সৃষ্টিশীলতায়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়