সাহিত্য সম্পাদক
আপডেট: ১৯:১৯, ২২ নভেম্বর ২০২০
বড় ভাই কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ`র মতো অকালেই প্রাণ হারালেন কবি হিমেল
কবি হিমেল বরকত
বড় ভাই কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ'র মতো অকালেই প্রাণ হারালেন কবি হিমেল বরকত। কবি হিমেল বরকতের বড় ভাই বাংলা সাহিত্যের তরুণ বিদ্রোহী কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। তিনিও অকালে প্রাণ হারিয়েছিলেন।
কবি হিমেল বরকত লেখালেখির পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জাবির বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাহিদ হক।
ড. নাহিদ হক জানান, শনিবার সকাল ১১টার দিকে হিমেল বরকতের হার্ট অ্যাটাক হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়েছে।
আইনিউজ/এইচএ
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা