নিজস্ব প্রতিবেদক
৬৬ বছরে পা রাখলো বাংলা একাডেমি
বাংলা একাডেমি
৬৬ বছরে পা রাখলো বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাধর্মী প্রতিষ্ঠান বাংলা একাডেমি। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক এ প্রতিষ্ঠান।
১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনে ড. মুহম্মদ শহীদুল্লাহ ভাষাসংক্রান্ত একটি একাডেমি প্রতিষ্ঠার দাবি করেন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম বাংলা একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে; কিন্তু অর্থাভাবে তা সম্ভব হয়নি। ১৯৫৪ সালে পূর্ববাংলা আইনসভার নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ী হলে বাংলা একাডেমি প্রতিষ্ঠার পদক্ষেপ নেয়। অল্পদিনেই তারা ক্ষমতা হারালে সে প্রচেষ্টাও ব্যর্থ হয়। ১৯৫৫ সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার বর্ধমান হাউসে বাংলা একাডেমির উদ্বোধন করেন।
গবেষণা, অনুবাদ, সংকলন, প্রকাশনা, গ্রন্থাগার এই বিভাগগুলো একাডেমির কর্মকাণ্ড সম্পাদিত করে।
কর্মসূচির মধ্যে রয়েছে—বিবিধ আলোচনা ও বক্তৃতা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফেব্রুয়ারি মাসে অমর একুশের অনুষ্ঠানমালা ও মাসব্যাপী গ্রন্থমেলা, ভাষা প্রশিক্ষণ, বাংলা প্রসেসিংসহ কারিগরি প্রশিক্ষণ, তরুণ লেখক প্রকল্প, গবেষণাবৃত্তি প্রদান।
বাংলা একাডেমির প্রথম সচিব ছিলেন মুহম্মদ বরকতুল্লাহ, তার পদবি ছিল বিশেষ কর্মকর্তা। প্রথম পরিচালক হিসেবে ছিলেন অধ্যাপক মুহম্মদ এনামুল হক, প্রথম মহাপরিচালক ছিলেন অধ্যাপক মাজহারুল ইসলাম।
বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ ছিল আহমদ শরীফ সম্পাদিত দৌলত উজির বাহরাম খানের ‘লাইলী মজনু’। সেই থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রকাশিত হয়েছে ছয় সহস্রাধিক বই।
আইনিউজ/এসডিপি
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা